আমার সোনার বাংলা গ্রামের কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-০৫

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪৯:৫৯ সকাল

০১।



আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি

০২।



আমার সোনার বাংলা গ্রামের একটি মাছ কি অপূর্ব তাইনা!

০৩।



আমার সোনার বাংলা গ্রাম যেহেতু প্রাকৃতিতে ভরা, সেহেতু সেখানে ছোট বাচ্চারা প্রকৃতির সাথে এই ভাবেই খেলবে স্বভাবিক

০৪।



আমার সোনার বাংলার রিজিক তালাশে ব্যস্ত গ্রামের মানুষরা

০৫।



কৃষক ভাইরা সকাল হলে হালের গরু নিয়ে রিজিক তালাশে ঘর থেকে বেরিয়ে পড়েন

০৬।



আমার সোনার বাংলার ছোট বাচ্চারাও বসে নেই রিজিক তালাশের

০৭।



অপরুপ সৌন্দর্যে ভরা আমাদের সোনার বাংলা

০৮।



গ্রামের মানুষরা আক্রান্ত পরিশ্রম করে সংসার চালায়,

তাই তার ছেলেরাও সেদিকে একটু চেষ্টা করবে স্বভাবিক

০৯।



সোনার শিশুরা প্রকৃতি নিয়ে খেলায় মত্ত

১০।



আমাদের গাড়ীও হচ্ছে প্রকৃতির লীলা

১১।



কিছু বলতে পারছিনে

১২।



আমাদের কষ্ট কি সরকারের মানুষরা উপলদ্ধি করে?

করলেও কি কিছু করার আছে?

বিষয়: বিবিধ

৮২০৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175451
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৮
শফিউর রহমান লিখেছেন : একটা বোকা বোকা প্রশ্নঃ
আমার সোনার বাংলা গ্রামটা কোথায় ভাই?
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৪
128687
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : এখানে নির্দিষ্ট কোন গ্রামের ছবি দিইনি, এখানে বাংলাদেশে বিভিন্ন গ্রামের কিছু কালেক্শন করা ছবি দিয়েছি যেগুলো আমার ভাল লেগেছে
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৫
128689
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : এখানে নির্দিষ্ট কোন গ্রামের ছবি দিইনি, এখানে বাংলাদেশে বিভিন্ন গ্রামের কিছু কালেক্শন করা ছবি দিয়েছি যেগুলো আমার ভাল লেগেছে,
আমার নিজ গ্রামের ছবি কয়েক দিনের মধ্যে তুলে ধরবো এই ব্লগে ইনশা আল্লাহ
175457
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৪
আহমদ মুসা লিখেছেন : বেশ সুন্দর কালেকশন।
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৫
128688
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
175479
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৫
সিকদারর লিখেছেন : সেই রাম হইছে Thumbs Up Thumbs Up Thumbs Up
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৬
128726
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ধন্যবাদ আপনাকে
175509
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৯
ইমরান ভাই লিখেছেন :



১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০১
128998
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : হ্যা ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File