“দাঁড়ি চাইচ্যা ফেলাইয়া দিমু”

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪১:৪৯ সকাল

হায়রে মুসলমান ! তোদেরকে “দাঁড়ি চাইচ্যা ফেলাইয়া দিমু” বলতেছে তার পরেও তোরা চুপসে আছিস !!

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) ইসরাত জাহান পান্না গত শুক্রবার সকালে উপজেলার মদুনাঘাট এলাকায় একজন দাঁড়িওয়ালা মুসলীম ব্যবসায়ীকে দাঁড়ি কামিয়ে দেওয়ার হুমকি দেন।!! UNO পান্না দাঁড়িওয়ালা ব্যবসায়ীকে বলেন_

“এই এই দোকনটা কার? একদম ব্লেড দিয়া দাঁড়ি চাইচ্যা ফেলাইয়া দিমু, এগুলো কি তোর বাপের জায়গা, লজ্জা করে না।”

বীরের জাতিকে এইভাবেই অপমান করা হচ্ছে, আর তারা নির্বোধের মত অপমান সয়ে যাচ্ছে !! এই জাতি কখন জাগবে ? কখন তারা বুজতে পারবে তারাই বিশ্বের একমাত্র বীর সেনানী ৷ হে আল্লাহ তুমি সাহায্য করো, রহম করো ৷

বিষয়: বিবিধ

১০৯২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175419
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০০
175448
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৬
শফিউর রহমান লিখেছেন : চেতনাহীন অচেতন জাতী, যারা শুধু শোনে, কিন্তু যাচাই করে না - করার মনও নাই।
175458
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৪
মোঃজুলফিকার আলী লিখেছেন : হের নিজের দাঁড়ি নাইতো... তাই চাইচ্যা দেওনের কথা বলেছে। নিজের থাকলে কদর বুঝতো। ধন্যবাদ।
175462
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হাটহাজারির বর্তমান UNO ছাত্রী জীবনে এক সময়ে ছাত্রলীগের দলকানা কর্মী ছিল। শোনা যায় বিসিএস ক্যাডার হওয়ার জন্য নাকি সে অনেক কিছুই ত্যাগ স্বীকার করেছে। এমনকি সে ত্যাগ স্বীকারে এতোই উদার ছিল যে, তার শরীরের অনেক কিছুই ত্যাগ করেছে চাকরী পাওয়ার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File