বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়াতে যাচ্ছে হাসিনা সরকার !!

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৬ মার্চ, ২০১৪, ০৪:৩৫:৩৬ বিকাল



গতকাল বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেছে ভারতের সাথে রেল, সড়ক, নৌ এবং বিমান মাধ্যমে যোগাযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার !! স্বাভাবিক ভাবে শুনতে বিষয়টা সহজ মনে হলেও বাস্তবিক অর্থে বিষয়টা মুটেও সহজ নয় ৷ ভারত বাংলাদেশের সাথে যে অঙ্গা-আঙ্গিক সম্পর্ক করতে চাইছে তা বন্ধুত্বের খাতিরে নয়, বরং তা বাংলাদশের ব্যপারে ভারতের নাক গলানো আরো সহজতর করতে এই কথিত সুসম্পর্ক চাইছে ভারত ৷

সাধীনতার পর থেকেই ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয় নাক গলিয়ে আসছে, বিশেষ করে হাসিনা ক্ষমতায় আসার পর ভারতের নাক গলানি হাজার গুনে বেড়ে গিয়েছে ৷ আর এই কাজ আরো সহজতর করতেই ভারত চাইছে বাংলাদেশের সাথে ভারতের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে, যাতে ষড়যন্ত্র সফল হয় ৷

ভারতে সাথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে ভারতের ১০০'শ ভাগ লাভ, কিন্তু বাংলাদশের ১০০ ভাগ ক্ষতি ৷ ভারতের আগরতলা থেকে কলকতা যেতে প্রায় ৫০ ঘন্টা লাগে, আর যদি বাংলাদেশের ভিতর দিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে সময় লাগবে মাত্র ৮/১০ ঘন্টা !! ভারত যদি আমাদের নৌ রুট ব্যবহার করে তাহলে তাদের লক্ষ লক্ষ কোটি টাকা এবং সময় বেছে যাবে !!

অপর দিকে বাংলাদেশের ক্ষতি ছাড়া কোনো ফায়দাই হবেনা ৷ ভারত রুট ব্যবহার করলে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা একে বারে ভেঙ্গে পড়বে, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের উপর দিয়ে ইতিমধ্যেই ২২ চাকা, ২৮ চাকা এবং কি ৩৪ চাকার বিশাল গাড়িও চালিয়ে ফেলেছে ৷ এর দ্বারা আমাদের রাস্তা-ঘাটের কি বেহাল দশা হয়েছে তা আমরা মিডিয়াতে দেখেছি ৷ এখন যদি আরেক দফা ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়ানো হয়, তখন আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা বলতে কিছু থাকবে বলে অন্তত আমার মনে হচ্ছেনা ৷

এছাড়াও নিরাপত্তা ঝুকি তো থেকেই যাচ্ছে, যেটা নিয়ে এখন আর কিছু বললাম না ৷

বিষয়: রাজনীতি

৯৮৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

187872
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : না বাড়ায়ে উপায় কি। রাসুলে পাক (স.) বলেছেন তোমরা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখো। আর হাসিনা সরকার যেহেতু ইসলামী মূল্যবোধ ও ইসলামের খেদমতের ধারক ও বাহক সুতরাং তারা কুরআন ও সুন্নাহর ব্যতিক্রমী কিছু করতে পারে না।
187882
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:০১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বুবু সসব দেবে আপনার কি আশে যায় ?
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩০
139365
আমি মুসাফির লিখেছেন : বুবু আমাদের সম্পদ না দিযে তার সম্পদ হাজার বার দিক।
187906
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৩
আমি মুসাফির লিখেছেন : এই বর্তমান অবৈধ সরকারের সাথে যারা সম্পৃত্ত হয়েছে তারা কেহই দেশ প্রেমিক না । যাদেরকে জনগণ প্রত্যাখান করেছে তারা কি করে এমন সিদ্ধান্ত নিতে পারে ? গায়ের জোরে দেশের সম্পদ ভারতে দিচ্ছে।
187909
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৫
ইনতিফাদাহ লিখেছেন : মনমোহন ও সিপিএম







188277
০৭ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৫
সজল আহমেদ লিখেছেন : বুবু করে পানি পানি,দাদা বলে আমি কি জানি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File