বাংলাদেশ আওয়ামী লিগ (BAL) একটা অগণতান্ত্রিক বাকশালী দল ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৪০:২০ রাত
বাংলাদেশ আওয়ামীলীগ নামক দলটি কখনই গনতন্ত্রে বিশ্বাস করেনা, মূলত তারা একনায়কতন্ত্রে বিশ্বাসী ৷ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই দলটি ১৯৭২ সালে প্রথম ক্ষমতায় আসে, ক্ষমতায় আসে ৩ বছরের মাথায় ১৯৭৫ সালে দলটির তত্কালীন প্রধান শেখ মুজিব বাকশাল নামক একটি দল গঠন করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে ৷ এর কারনেই ১৯৭৫/১৫ আগস্ট জনরোষের মুখে মুজিবকে জীবন দিতে হয় ৷
এরপর টানা বিশ বছর এই দলটি জনগনের কাছাকাছি যেতে পারেনি, ১৯৯৬ সালে নানান টালবাহানা করে তসবি-পট্টি লাগিয়ে কোনরকমে ক্ষমতায় আসে দলটির বর্তমান প্রধান হাসিনা ৷ কিন্তু ৫ বছরের দুঃশাসনের ফলে ২০০১ সালে জনগন তাকে লাত্থি মেরে ফেলে দেয় ৷
তারপর জোট সরকারের মেয়াদ শেষ হবার পর ২০০৬ সালে দলটি জনসমর্থন তাদের পক্ষে না দেখে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়, এবং কৌশলে ১-১১ ঘটিয়ে তিন উদ্দিনকে ক্ষমতায় আনে ৷ তারপর ২০০৯ সালে পাতানো নির্বাচন করে ক্ষমতার মসনদ দখল করে ৷ তখনি হাসিনা "ভিশন 21" ঘোষণার মাধ্যমে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার মনবাসনা প্রকাশ করে ৷
হাসিনা সেই লক্ষেই কেয়ারটেকার সরকার বাতিল করে, এবং ৫ জানয়ারীর পাতানো নির্বাচন করে ৷ হাসিনা যদি এইবার ক্ষমতা দখল করে রাখতে পারে পারে তাহলে তার ধারনা সে আমরন একনায়কতান্ত্রিক ভাবে দেশ শাসন করে যেতে পারবে ৷
তবে তার এই খায়েসের পথে বাধা হয়ে দাড়াতে পারে জনগন, যেমন বাধা হয়ে দাড়িয়ে ছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট ৷
দেখা যাক কি হয়, তবে এইটা প্রমানিত যে আওয়ামীলীগ কোনো গনতান্ত্রিক দল নয় ৷ তাদের মধ্যে গনতন্ত্রের লেস মাত্রাও নাই, তারা সত্যিকার অর্থেই একটা বাকশালী বা একদলীয় শাসনে বিশ্বাসী একটা দল ৷
বিষয়: বিবিধ
১১৩৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আহা এতদিন পরে বুঝলেন !
মন্তব্য করতে লগইন করুন