হায়রে মানবতা...

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২৩:৪০ রাত

জামাতের সিনিয়র নায়েবে আমির মাওলানা এ একে এম ইউসুফ সাহেব আজ ইন্তেকাল করেছেন, তিনি কি সাভাবিক নিয়মে ইন্তেকাল করেছেন নাকি চিকিত্সা জনিত অবহেলার কারনে ইন্তেকাল করেছেন সেটা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক উঠেছে ৷ আমি সেই দিকে যাচ্ছিনা ৷

আমার খুব খারাপ লাগছে এইটা শুনে যে, ওনাকে ময়না তদন্তের নামে কাটাছেড়া করা হবে জেনে ৷ পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে মাওলানা সাহেবের ময়না তদন্ত না করার জন্য, কিন্তু নাস্তিকবাদী সরকার ও তাদের পা চাটা ট্রাইবুনাল ময়না তদন্ত ছাড়া মৃত দেহ দিতে অস্বীকৃত জানায় ৷

এই কেমন অমানবিকতা ! একটা বৃদ্ধ আলেম মানুষকে সঠিক সময় সঠিক চিকিত্সা না করে মৃত্যু পথে ঠেলে দেয়া, এবং মৃত্যুর পরে লাশটাকে ময়না তদন্তের নামে কাটাছেড়া করা !! এর চেয়ে জুলুমের আর কি হতে পারে !!

বিষয়: রাজনীতি

১০৬৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175218
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
শিশির ভেজা ভোর লিখেছেন : ৮৯ বছর বয়স হৈচে তারপরো আর কত বাঁচতে চায়?
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৩২
130004
নাবীল লিখেছেন : এতো বৃদ্ধদের নিয়ে গান্ধির বংশের এতো ভয় কেন। তারা তো আর পালাবে না।
আন্দোলন দিয়ে রায় পরিবর্তন করে ফাসি দেওয়া যায়,ইচ্ছা করলে তো নিজের বাড়িতে পুলিশ দিয়ে পাহারা দিয়েও তো বিচার চালানো যায়।
175229
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০০
বাংলার দামাল সন্তান লিখেছেন : আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না।
175265
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৫
চেয়ারম্যান লিখেছেন : জোর যার বাংলাদেশ তার। কিছু করার নাই
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫২
128514
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : সময় বলে দেবে কিছু আছে কিনা ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File