পাথরের ক্রন্দন
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৩০:৪০ রাত
দিনের অন্ত, রাতের অন্ত
খুঁজে ফেরে তার গন্তব্য,
পাখি ঘরে ফেরে,
ডাহুকের ডাক থামে,
আমার কেন মন থামে না।
আমি কেন আর হাসি না।
বিভাবরী...
রাতের তারারা কেন ডাকে না আমায়,
বৃষ্টি কেন ভিজায় না।
বিভাবরী...
এইতো সেদিনের পরিচয়।
আর কত দুঃস্বপ্ন আমাকে কুরে কুরে খাবে,
আর কত অস্তিত্ব বিলীন হবে।
দস্তানা গেছে ভিজে,
ঘুড়ির সুতো গেছে ছিঁড়ে,
নাটাই রয়েছে পড়ে।
দীর্ঘশ্বাসের ঘাম ঝরেছে
বহু মুহূর্ত বছর আগে।
তবু তুমি আসলে না,
আমাকে ডাকলে না সমাদরে।
বললে না, বন্ধু এসেছি ফিরে
আমি বিভাবরী।
বললে না, হয়েছে দারুণ ভুল
দেখাও আমায় কূল।
বিভাবরী...
তোমার স্বপ্নে কি আর আমি আসি না,
তোমার পাশে কি আর আমি বসি না,
তোমার চোখে আর কি আমি ভাসি না।
বিভাবরী...
এইতো সেদিনের পরিচয়।
তোমার অপেক্ষায় সেই দাঁড়িয়ে থাকা,
তোমার দু’হাত ধরে পথ চলা রেখা
কিছুই কি স্মৃতি পটে ভাসে না।
তোমার চোখের জল,
তোমার আনন্দ ঢল,
কিছুই কি তোমার হৃদপিন্ডে করে না আঘাত।
তুমি ছিলে তাজ,
আমি ছিলেম রাজ,
সে ছিল এক অন্য পৃথিবী, এক অন্য সমাজ।
বিভাবরী...
আজ তুমি কত দূরে,
সীমানা ছাড়িয়ে ঐ মহাসমুদ্রের ওপারে।
রোজ রোজ খোঁজ
মিলেছে মহাকালের সাথে,
তুমি চড়েছ এই সমাজের রথে।
খোঁজ নাও নি আমার,
আমার সমাজ, আমার পৃথিবী
ধ্রুবক হয়ে আছে সন্ধ্যা তারায়।
--- সমাপ্ত ---
-জেরী ০৯/০২/২০১৪
বিষয়: সাহিত্য
১১২৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন