পাথরের ক্রন্দন

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৩০:৪০ রাত

দিনের অন্ত, রাতের অন্ত

খুঁজে ফেরে তার গন্তব্য,

পাখি ঘরে ফেরে,

ডাহুকের ডাক থামে,

আমার কেন মন থামে না।

আমি কেন আর হাসি না।

বিভাবরী...

রাতের তারারা কেন ডাকে না আমায়,

বৃষ্টি কেন ভিজায় না।

বিভাবরী...

এইতো সেদিনের পরিচয়।

আর কত দুঃস্বপ্ন আমাকে কুরে কুরে খাবে,

আর কত অস্তিত্ব বিলীন হবে।

দস্তানা গেছে ভিজে,

ঘুড়ির সুতো গেছে ছিঁড়ে,

নাটাই রয়েছে পড়ে।

দীর্ঘশ্বাসের ঘাম ঝরেছে

বহু মুহূর্ত বছর আগে।

তবু তুমি আসলে না,

আমাকে ডাকলে না সমাদরে।

বললে না, বন্ধু এসেছি ফিরে

আমি বিভাবরী।

বললে না, হয়েছে দারুণ ভুল

দেখাও আমায় কূল।

বিভাবরী...

তোমার স্বপ্নে কি আর আমি আসি না,

তোমার পাশে কি আর আমি বসি না,

তোমার চোখে আর কি আমি ভাসি না।

বিভাবরী...

এইতো সেদিনের পরিচয়।

তোমার অপেক্ষায় সেই দাঁড়িয়ে থাকা,

তোমার দু’হাত ধরে পথ চলা রেখা

কিছুই কি স্মৃতি পটে ভাসে না।

তোমার চোখের জল,

তোমার আনন্দ ঢল,

কিছুই কি তোমার হৃদপিন্ডে করে না আঘাত।

তুমি ছিলে তাজ,

আমি ছিলেম রাজ,

সে ছিল এক অন্য পৃথিবী, এক অন্য সমাজ।

বিভাবরী...

আজ তুমি কত দূরে,

সীমানা ছাড়িয়ে ঐ মহাসমুদ্রের ওপারে।

রোজ রোজ খোঁজ

মিলেছে মহাকালের সাথে,

তুমি চড়েছ এই সমাজের রথে।

খোঁজ নাও নি আমার,

আমার সমাজ, আমার পৃথিবী

ধ্রুবক হয়ে আছে সন্ধ্যা তারায়।

--- সমাপ্ত ---

-জেরী ০৯/০২/২০১৪

বিষয়: সাহিত্য

১১২৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175215
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৬
শিশির ভেজা ভোর লিখেছেন : চমৎকার হয়েছে চালিয়ে যান
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৬
128435
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ধন্যবাদ ভাই
175217
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
প্যারিস থেকে আমি লিখেছেন : মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসবেন জনাব।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০০
128443
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : অবশ্যই আসব।
175222
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫০
বিন হারুন লিখেছেন : Rose অনেক সুন্দর লাগল Rose
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০০
128444
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ধন্যবাদ হারুন ভাই।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৯
128451
বিন হারুন লিখেছেন : স্যরি আমি বিন হারুন. Happy
175224
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছ।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০০
128445
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ধন্যবাদ ভাই
175227
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৮
128449
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ধন্যবাদ শাহীন ভাই।
175230
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ইশ্ কোথায় তুমি? শত তারার ভিড়ে কোন তারা হয়ে তুমি লুকিয়ে আছো? কে জানে?.....দারুন কবিতা ভালো লাগলো!
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৯
128450
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ধন্যবাদ সিরাজ ভাই
175263
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৩
চেয়ারম্যান লিখেছেন : অসম্ভব ভালো লেগেছে
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৪
128494
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ধন্যবাদ চেয়ারম্যান সাব
178236
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৫
অজানা পথিক লিখেছেন : অসাধারন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File