হাদিস প্রতিদিন।।।।।।।।

লিখেছেন লিখেছেন বাংলার কাক ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৩৬:৫৬ রাত

ইবনে উমার (রা.) থেকে বর্ণিত । রাসূল (সা.) বলেন : তিনজন থাকলে তৃতীয়জনকে বাদ দিয়ে যেন দুজন সংগোপনে কথা বলাবলি না করে ।(বুখারী ও মুসলিম)

** অর্থ্যাৎ তিন জন এক জায়গায় থাকলে একজনকে বাদ দিয়ে বাকি দুইজন আশে পাশে ডেকে নিয়ে কথা না বলে বা কানাকানি না করে, এতে তৃতীয় জন কষ্ট পাবে ।

((** বাস্তব জীবনের খুব সাধারন ব্যাপার এটি যা আমরা প্রতিনিয়ত করে থাকি ।কিন্তু খুব সাধারন এ ব্যাপারটি পৃথিবীর শ্রেষ্ঠ মানব (রাসূল (সা.) যিনি কি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে সবচেয়ে বেশি আদর্শবান তিনি করতে নিষেধ করেছেন যাতে আমাদের সম্পর্ক গুলো ভাল থাকে । এমনিভাবে পৃথিবীর শ্রেষ্ট মানব এমন কিছু অমিয় বাণী (হাদিস) রেখে গেছেন যা মেনে চললে আমাদের জীবন হয়ে উঠবে আরও সুখময় আর ভালবাসায় পূর্ণ । এমন কিছু জীবন ঘনিস্ঠ অমিয় বাণী (হাদিস) যা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ক্ষেত্রে প্রযোজ্য তাই তুলে ধরতে আমার এ ক্ষুদ্র প্রয়াস । ))

বিষয়: বিবিধ

৮৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File