মুসলিমশূন্য করা হচ্ছে আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক !!!

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:১৯:৩৫ রাত



আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট্স ওয়াচের একজন কর্মকর্তা বলছেন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পরিস্থিতি এতোই খারাপ হয়েছে যে, আগামী কয়েকদিনের মধ্যেই গোটা মুসলিম জনগোষ্ঠী দেশটি থেকে পালিয়ে যেতে বাধ্য হবে।

ওই সংস্থার পরিচালক পিটার বুকার্ট বলছেন, দেশটির অর্থনীতির ওপর এর মারাত্মক প্রভাব পড়তে পারে।

গত বছরের এক অভ্যুত্থানের পর খৃস্টান আর মুসলমানদের সহিংসতায় আফ্রিকার এই দেশটি ছিন্নভিন্ন হয়ে পড়েছে।

মি. বুকার্ট বলেন, সেখানে শান্তিরক্ষার জন্য মোতায়েন হওয়া রোয়ান্ডার সৈন্যরা তাকে বলেছে যে এখনে যা ঘটছে তা দেখে তাদের নিজ দেশে দু'দশক আগে যা ঘটেছিল তার কথাই মনে পড়ে গেছে।

তিনি জানান, তিনি নিজেও রাজধানী বঙ্গিতে গত রোববার এমনি একটি হত্যাকাণ্ড ঘটতে দেখেছেন। সার্বিকভাবে পরিস্থিতি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে দেশটির মুসলিম জনগোষ্ঠীকে নির্মূল করা হচ্ছে।

মি. বুকার্ট বলছেন, বিপুল সংখ্যায় মুসলিমরা দেশ ছেড়ে পালাচ্ছে। বেশ কিছু শহরের মুসলিম বাসিন্দাদের সবাই গত সপ্তাহে পালিয়ে গেছে। কাজেই সহিংসতার হাত থেকে বাঁচতে এখানকার সবশেষ মুসলিম অধিবাসীটিও যে দেশ ছেড়ে পাশের দেশ চাদে চলে যাবে, এটা এখন মাত্র কয়েক দিন বা সপ্তাহের ব্যাপার মাত্র।

তিনি বলেন, ''অনেক পাড়া আছে যেখানে আর একজন মুসলিমও নেই। তাদের বাড়িঘর-দরজা-জানালা সবকিছু পরিকল্পিতভাবে ধ্বংস করে ফেলা হচ্ছে। তাদের কোন অস্তিত্ব যে একসময় এই দেশটিতে ছিল সেটাই মুছে ফেলা হচ্ছে।''

মি. বুকার্ট বলেন, এ সহিংসতা মূলত চালাচ্ছে বালাকাবিরোধী মিলিশিয়ারা, এবং তারা পরিকল্পিতভাবে মুসলিম পাড়াগুলোতে আক্রমণ চালাচ্ছে।

তবে তাদের বিরোধী সেলেকা যোদ্ধারা এখনো আছে বলে তিনি উল্লেখ করেন।

মি. বুকার্টের কথায়, যা হচ্ছে এর গুরুতর বিরূপ প্রভাব দেশটির অর্থনীতির ওপর পড়তে পারে, কারণ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের গবাদিপশুর বাজার থেকে শুরু করে অনেক ব্যবসাই নিয়ন্ত্রণ করতো মুসলিমরা।– বিবিসি।

বিষয়: বিবিধ

১১৯৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175251
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানবাধিকারের গলাবাজ রা এখানে কোথায়।
175257
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৬
চেয়ারম্যান লিখেছেন : খারাপ সংবাদ
175260
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫২
গৃহস্থের কইন্যা লিখেছেন : মানবতার জন্য সুভ সংবাদ। আফ্রিকার পরিনীতি যাতে সিরিয়া মত নায়। ধন্যবাদ সুখবরটি সেয়ার করার জন্য............
175277
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বিশ্বের সকল মুসলমানদের আল্লাহ হেফাজত করুন , আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File