পথিকের উপলব্ধি
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৪২:২৫ রাত
মাঝে মাঝে মনে হয়
চলছি যেন একটা শেওলাধরা ইটের রাস্তায়
প্রতিটি মুহুর্ত যেন একেকটা ইট , গাঁথা আছে একের পর এক
জীবনের আঁকাবাঁকা নির্জন সড়কে ।
ভেবেছিলাম
একটু দাঁড়িয়ে ভালো করে দেখে নেবো চারপাশটা
পরক্ষণেই দেখি - আগের ইটটা নেই আর পায়ের নিচে !
চলমান ইট নিজেই সরে গেছে পেছনের দিকে
এখানে একটুও দাঁড়াতে দেবে না আমাকে !
পেছনে তাকিয়ে দেখি
পাড়ি দিয়ে এসেছি তো অনেকটা পথ, অনেকগুলোগুলো বাঁক । অথবা
পথই ঠেলে দিয়েছে আমায়
দূরে । আরও দূরে ।
জানিনা আরও কতটা পথ দিতে হবে পাড়ি
কতটা পথ পেরুলে আমি,
পথিক হবো ।
বিষয়: সাহিত্য
১০৪৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পথিক তোমায় যেতে হবে বহুদূর
মন্তব্য করতে লগইন করুন