আফ্রিকায় মুসলিম শূণ্য অভিযানে নেমেছে খুষ্ঠান সন্ত্রাসীরা।
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪৪:০৬ রাত
বিভিন্নভাবে নির্যাতন,খুন-হত্যা চালিয়ে আফ্রিকার দেশ সিএআরকে মুসলিম শূণ্য করতে যাচ্ছে খুষ্টানরা।
এরমধ্যে অনেক মুসলিম দেশটি ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। মানবাধিকার সংস্থা হিউম্যান
রাইট্স ওয়াচের কর্মীরা বলেছেন দেশটির অবস্থা খুবই নাজুক।
সেখানে শান্তিরক্ষার জন্য মোতায়েন হওয়া রোয়ান্ডার সৈন্যরা বলেছে যে এখনে যা ঘটছে তা দেখে তাদের নিজ দেশে দু'দশক আগে যা ঘটেছিল তার কথাই মনে পড়ে গেছে, সূত্র বিবিসি বাংলা ।
আফ্রিকার সিএআর দেশটির এতটাই খারাফ অবস্থা যে, যে রকম হত্যাকান্ড ও নির্যাতন চালিয়েছে মনে খুস্টানরা দেশ সিএআর থেকে মুসলিম নির্মূলে নেমেছে।
খুষ্টানতের নির্যাতন আর মরনের ভয়ে অনেক মুসলিম দেশটি থেকে পালিয়েছে। তবে কোথায় গেছে আন্তজার্তিক কোন জানায়নি।
খুস্টানদের হামলা মুসলিমদের উপর এতটাই ভয়াবহ রূপধারন করেছে যে এলাকা মুসলিম শূণ্য হয়ে গেছে।
এসব এলাকায় মানুষ বলতে কেউ নেই।
"বালাকাবিরোধী মিলিশিয়ারা' খৃষ্টানদের এই সংগঠনটি মূলত হামলা চালাচ্ছে মুসলমানেদর উপর।
তাদের উদ্দেশ্য আফ্রিকার দেশ সিএআরকে মুসলিম শূণ্য করা। আর এই লক্ষ্য নিয়ে মুসলিম
বসবাস এলাকাতে হামরা চালাচ্ছে খুষ্টান সন্ত্রাসিরা।
বিবিস বাংলা সূত্র: জানায় আফ্রিকার দেশ সিএআরে যা হচ্ছে এর গুরুতর বিরূপ প্রভাব দেশটির অর্থনীতির ওপর পড়তে পারে, কারণ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের গবাদিপশুর বাজার থেকে শুরু করে অনেক ব্যবসাই নিয়ন্ত্রণ করতো মুসলিমরা।
কদিন আগে দেশটি মুসলিম নির্যাতনের ভিটিও বিভিন্ন সোসাল মিডিয়া প্রকাশ হয়েছে। দেখা গেছে মুসলিম মেরে মুসলমানের মাংস চিবিয়ে খাচ্ছে।
কিন্তু নির্যাতন,খুন গনহত্যা হলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট্স ওয়াচের নামধারী বিবৃতি ছাড়া আর কোন আন্তর্জাতিক
ভাবে কিছুই বলছে না কেউ। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহর কাছে ফরিয়াদ বিশ্বের সকল মুসলমানকে হেফাজত করুন ,আমীন
মন্তব্য করতে লগইন করুন