এই রায় অযৌক্তিক রায়, এই রায় অন্যায় রায়, এই রায় ভারতীয় রায় ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ৩০ জানুয়ারি, ২০১৪, ০৫:০৫:৩৪ বিকাল
মতিউর রহমান নিজামী লুত্ফুর রহমান বাবর সহ ১৪ জনকে যে ফাঁসির রায় দেয়া হয়েছে তা ভারতীয় আইন অনুযায়ী ভারতীয় আদলতের রায় দেয়া হয়েছে ৷ বাংলাদেশের কোনো আইন অনুযায়ী এই রায় হতে পারেনা, অস্ত্র মামলা অতীতেও অনেক হয়েছে শাস্তিও অনেক দেখেছি কিন্তু ফাঁসি দুরে থাক যাবত জীবন দেয়া হয়েছে এমন নজিরও নেই ৷
তাহলে কেন আজ এই ১৪ আসামিকে মৃত্যুদন্ড দেয়া হলো !! সোজা কথা এই রায় ভরতীয় আইন অনুযয়ী দেয়া হয়েছে, ভারতীয় আইনে রাষ্ট্র বিরোধী কোনো কাজ করলে তাকে ফাঁসি দেয়া হয় বা যাবত জীবন দেয়া হয়, ১০ ট্রাক অস্ত্র মামলাকে ভারত সরকার নিজদের উপর হামলার মামলা হিসেবে নিয়েছে ৷ তাই ভারতীয় আইন অনুযায়ী আসমিদের ফাঁসির আদেশ দেয়া হয়েছে ৷
এই দেশে এখন ভারতীয় আইন চলতেছে, এই দেশে ভারতীয় অপরাধের বিচার হচ্ছে, এই অবস্থায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কিছু থাকলো বলে আমি মনে করিনা ৷
এই রায় কোনো রায় হয়নি, এই অন্যায়, এই রায় মেনে নেয়াটাও অন্যায়ের মর হবে ৷
বিষয়: রাজনীতি
১২২৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা এখন থেকে ভারতের সাথে পাঙ্গা না নেই ।
মন্তব্য করতে লগইন করুন