এই রায় অযৌক্তিক রায়, এই রায় অন্যায় রায়, এই রায় ভারতীয় রায় ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ৩০ জানুয়ারি, ২০১৪, ০৫:০৫:৩৪ বিকাল

মতিউর রহমান নিজামী লুত্ফুর রহমান বাবর সহ ১৪ জনকে যে ফাঁসির রায় দেয়া হয়েছে তা ভারতীয় আইন অনুযায়ী ভারতীয় আদলতের রায় দেয়া হয়েছে ৷ বাংলাদেশের কোনো আইন অনুযায়ী এই রায় হতে পারেনা, অস্ত্র মামলা অতীতেও অনেক হয়েছে শাস্তিও অনেক দেখেছি কিন্তু ফাঁসি দুরে থাক যাবত জীবন দেয়া হয়েছে এমন নজিরও নেই ৷

তাহলে কেন আজ এই ১৪ আসামিকে মৃত্যুদন্ড দেয়া হলো !! সোজা কথা এই রায় ভরতীয় আইন অনুযয়ী দেয়া হয়েছে, ভারতীয় আইনে রাষ্ট্র বিরোধী কোনো কাজ করলে তাকে ফাঁসি দেয়া হয় বা যাবত জীবন দেয়া হয়, ১০ ট্রাক অস্ত্র মামলাকে ভারত সরকার নিজদের উপর হামলার মামলা হিসেবে নিয়েছে ৷ তাই ভারতীয় আইন অনুযায়ী আসমিদের ফাঁসির আদেশ দেয়া হয়েছে ৷

এই দেশে এখন ভারতীয় আইন চলতেছে, এই দেশে ভারতীয় অপরাধের বিচার হচ্ছে, এই অবস্থায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কিছু থাকলো বলে আমি মনে করিনা ৷

এই রায় কোনো রায় হয়নি, এই অন্যায়, এই রায় মেনে নেয়াটাও অন্যায়ের মর হবে ৷

বিষয়: রাজনীতি

১২২৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

170398
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৫
হতভাগা লিখেছেন : এমন অনেক কিছুই হবে যা কখনও ঘটে নি আগে ।

আমরা এখন থেকে ভারতের সাথে পাঙ্গা না নেই ।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৭
124344
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : এই দেখা শেষ দেখা নয়, আরো অনেক কিছুই দেখার আছে৷
170404
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২০
শেষ বিকেলের লিখেছেন : সৌদি আরবের আইনে বিচার হওয়া দরকার।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৯
124346
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : সৌদি আরবের ইআনে লাগবেনা এই দেশের আইনেই ভারতীয় রাজাকারদের বিচার হবে৷
170406
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৭
নীল জোছনা লিখেছেন : কেন অস্ত্র চোরাচালানের সময় এই কথা কোথায় ছিল?
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫১
124347
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : অস্ত্র চালানে আপনিও শরিক ছিলেন নাকি ? না হয় এত দৃঢ়তার সাথে কি করে বলছেন ?
170409
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৯
আইল্যান্ড স্কাই লিখেছেন : মামলাবাজ দিল্লীর চাকরানী ও দালাল রাজাকার স্বৈরাচার হাসিনা খুঁন , গুম, হত্যা, রক্ত ছাড়া তার ঘুম হয়না,ঘুম থেকে উঠে যে মহিলা লাশ তালাশ করে সে কিভাবে দেশনেত্রী হয় ও দেশের প্রধানমন্ত্রী হয়, যার পরিবার হ্মমতায় পর কোটি কোটি ডলারের মালিক হয় তার হাতে দেশ যেমন নিরাপদ নয় ঠিক তেমনী এই জুডিশিয়াল খুঁনির হতে মানুষও নিরাপদ নয়।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫২
124348
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : মন্দের ভালোর দিকেই আমাদের আগাতে হয় ৷
170416
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৭
সিটিজি৪বিডি লিখেছেন : দিল্লিকে খুশী করতে এই রায় দেয়া হয়েছে।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৩
124349
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : খুশি করতে নয়, দিল্লির রায় পথ করে শুনানো হয়েছে ৷
170494
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশপ্রেমিকদের বিরদ্ধে এই রায় প্রমান করে এই সরকার দেশ দ্রুহী। যারা অস্ত্র ধরেছে তাদের বিরোদ্ধে উল্টো ফাসির রায় ?
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৫
124350
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : এর নামই কথিত মুক্তিযুদ্ধের চেতনা ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File