۞۞ প্রিয় ব্লগার "জোছনার আলো" এর বিয়েতে আমাদের একরাশ প্রীতি ও রজনীগন্ধার শুভেচ্ছা ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ৩০ জানুয়ারি, ২০১৪, ০৫:২৯:৪৮ বিকাল
আমাদের প্রিয় ব্লগার "জোছনার আলো" এর আগামীকাল বিয়ে
বিয়ে! জীবন দর্শনের রূপায়ন, নতুনকে জানার চেনার এবং আপন করার মধ্যে মানসিকভাবে যে বিকাশ, হৃদয়ের সে প্রসন্নতা তাতেই মানুষের প্রকাশ। আল্লাহ পাকের নির্দেশ বানীর মমার্থ অবলোকনে আপনাদের নব জীবন আল্লাহ রাসুলের প্রিয় হোক, সার্থক ও সুন্দর হোক এই আমাদের আন্তরিক কামনা।
বিয়েটা হচ্ছে জীবনের একটা কর্তব্য ও দায়িত্ব। হাসি মুখে বরণ করে জীবনের এই মহান দায়িত্বকে আপনাদের পরিণয়ে জীবনের আত্মপ্রকাশ ঘটুক কঠোর সাধনা আত্ম সংযম মনোবলের মধ্যে দিয়ে। পরম করুনাময়ের নিকট আপনাদের মধুময় সার্থক জীবন কামরা করি।
সত্য ও বাস্তব জীবনে বিবাহ করণীয়। আজ সেই সুবাস্তবতা দিবসে আপনারা বাস্তবতার নিরীকে উজ্জীবিত হবেন এই আশা পোষন করি, এই আনন্দঘন মুহুত্বে কামনা আপনাদের দাম্পত্য জীবন সুখময় হোক।
বিয়ে মানব জীবনে আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নিয়ামত, বিশ্ব প্রকৃতির চিরন্তন নীতি অনুসারে জীবনের এক নতুন অধ্যায়ে আপনারা পদার্পন করতে যাচ্ছেন সেই জীবন আজ থেকে শুরু হল সে হল স্বপ্ন ,সাধনা ও সংগ্রামের। আল্লাহর কাছে প্রার্থনা করি আপনাদের জীবন সুন্দর, সার্থক ও মধুময় হোক।
আপনাদের দাম্পত্য জীবন বসন্তের ফুলের মত বিকশিত হোক, বর্ষার প্লাবনের মত পরিপূর্ন হোক, মহানবী (সাঃ) এর আদর্শের মাধ্যমে আপনাদের জীবন গৌরবময় হোক এই আমাদের কামনা।
♥♥♥ স্বামী-স্ত্রী পরস্পরের প্রেম-ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের সুখ-দুঃখের সমভাগী হয়ে বসবাস করার নামই দাম্পত্য জীবন ♥♥♥
মানুষের জীবনের মূল অংশ যৌবনকাল বা দাম্পত্য জীবন। এই দাম্পত্য জীবনের সুখ-শান্তির একমাত্র চাবিকাঠি স্বামী-স্ত্রী উভয়ের সাহায্য, সহযোগিতা, সহানুভূতি, প্রেম-প্রীতি। স্বামী বা স্ত্রীর কারও একার পক্ষে এই সুখ-শান্তি আনায়ন করা সম্ভব নয়। এই জন্য উভয়ের যৌথ প্রচেষ্টা থাকতে হবে।
(ব্লগারদের পক্ষ থেকে-------------)
বিষয়: বিবিধ
৫২২৬ বার পঠিত, ৭৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিয়ে খাব সমান তালে
দোয়া হবে হাত তুলে
সংসার হোক তুল তুলে
উড়াল দিক পেখম খুলে
প্রেম হোক তলে তলে
তার দু'জন এক হলে
আমরা খুশি খেতে পেলে
কোর্মা পোলাও জর্দা হলে
হোক ডিজিটাল চলবে তাতে
বিয়ে খাব সবার সাথে
অর্থাৎ কবিতার সাথে একেবারেই সহমত।
উত্তরটা হল:আমার হবু ভাবীকে পছন্দ করার পর।
কি বলেন, উত্তরটা কি ঠিক হয়েছে?
উত্তর সঠিক হয়েছে। এজন্য উনাকে ইয়েস কার্ড দেয়া হোক।
তবে একটু আপত্তি আছে। ....... নীল জোছনা নামের ব্লগার যদি মেয়ে মানুষ হয় তাহলে ওনার জন্য আবার নতুন ভাবে হবু ভাবী পছন্দ করণ লাগবো ক্যান? এখানে আমরা হবু ভাবীর পরিবর্তে হবু জীবন সঙ্গী বা লাইফ পার্টনার বললে কোন নতুন গ্যাঞ্জাম সৃষ্টি হবে কিনা?
শুভ কামনা রইল
মন্তব্য করতে লগইন করুন