নিজেকে খুঁজে ফিরি নিজেরই মাঝে......২

লিখেছেন লিখেছেন আফরোজা হাসান ৩০ জানুয়ারি, ২০১৪, ০৪:৫৪:১১ বিকাল



ক্লাসের লেকচার শেষ করে ঘড়ির দিকে তাকালো অধরা। এখনো পনেরো মিনিট হাতে আছে। পরীক্ষার খাতায় যে যার যা মনে এসেছে তাই লিখেছে সেটা নিয়ে বকাঝকা করবে নাকি নিজের সাথে সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে কথা বলবে ভাবতে ভাবতে চোখ চলে গেলো ক্লাসের শেষ সিটে বসা জুম্মির দিকে। গালে হাত দিয়ে উদাস মনে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। এটা অবশ্য নতুন কিছু নয়। লেকচার চলাকালীন সময়েও জুম্মির মনকে একাধীক বার আকাশ থেকে টেনে নামিয়ে আনতে হয়। বকা দিয়েও লাভ হয়নি এই ব্যাপারে। মায়াকাড়া হাসির সাথে মধু ঝরা কণ্ঠে জবাব দেয়, আমি কি করবো ম্যাম আকাশ যে আমাকে ‘আয় খুকু আয়’ সম্বোধনে সুরে সুরে ডাকে। অধরা বুঝতে পারে মেয়েটার মনের ভেতরটা অনেকটা আকাশের মতো। বায়বীয় শূন্যতা আর তাতে ভাসে নানাধরনের অনুভূতির মেঘ। আকাশের বুকে ভাসমান মেঘদের মতোই ক্ষণে ক্ষণে বদলায় তার আকার, একসাথে এসে জড়ো হয় আবার খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে পড়ে। তাই আকাশের মাঝে জুম্মি খুঁজে ফিরে নিজেকে। জুম্মি...

অধরার ডাকে আকাশ থেকে নেমে এলো জুম্মির দৃষ্টি। ভালো ভাবে তাকালো অধরার দিকে। নাহ চেহারা দেখে তো ম্যামকে বিরক্ত বা রাগান্বিত মনেহচ্ছে না। স্বভাব সুলভ হাসি দিয়ে বলল, জ্বী ম্যাম।

ঐ জোকসটা শুনেছো? যেটাকে এক ব্যক্তি তার সর্বাঙ্গে ব্যথা নিয়ে ডক্টরের কাছে হাজির হলেন। ডক্টর তার সারা শরীর চেকাপ করেও ব্যথার অস্তিত্ব খুঁজে পেলেন না। কিন্তু সেই ব্যক্তির জোর দাবী এটাই ছিলো যে সে শরীরের যেখানেই স্পর্শ করছে ব্যথার অনুভূতি টের পাচ্ছে। পরবর্তিতে দেখা গেল যে সেই ব্যক্তির ব্যথা আসলে ছিলো তার আঙ্গুলে। যারফলে সে যেখানেই হাত দিচ্ছিলো ব্যথার অনুভূতি টের পাচ্ছিলো।

জ্বী ম্যাম আপনি এই জোকসটা একদিন ক্লাসে বলেছিলেন।

আমাদের শরীর ও মনের সম্পর্কটা অনেকটা এই জোকসের ঐ ব্যক্তির অবস্থার মত। মন যদি ভালো না থাকে তাহলে শরীর প্রফুল্ললতা নিয়ে কোন কাজই করতে পারে না। আর কাজ করার ব্যধতা না থাকলে তো শরীরও ঝিম ধরে বসে থাকে। আবার শরীর যদি ভালো না থাকে মনের জোরে যতই চলতে চেষ্টা করো না কেন ক্লান্তি ঘিরে ধরবে একটু পর পর। শরীর ও মন যেটাই খারাপ থাক না কেন একটি প্রভাবিত করে অপরটিকে। যারফলে কাজ হয় না পারতে দায়সাড়া গোছের। আমাদের শরীরের ভেতর মনের বাস। শরীর ও মন অঙ্গাঙ্গীভাবে জড়িত। শরীর ভাল না থাকলে মন ভাল থাকে না, মন ভাল না থাকলে শরীর ভালো থাকলেও যথাযথ কাজ করতে পারে না। কাজেই সুস্থ্য থাকার জন্য এই দুটিকেই ভাল রাখার চেষ্টা করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা শরীরের ব্যাপারে যতটুকু জানি বা যত্নশীল মনের ব্যাপারে সিকি পরিমাণও জানি না বা যত্নশীল না। আমাদের শরীরে প্রকাশ্য ও অপ্রকাশ্য উভয় অংশের কোথায় কি আছে সেই সম্পর্কে আমাদের পরিপুর্ণ ধারণা থাকলেও, জানি না মনের কিছুই। শরীরের ব্যাপারে আমরা যতটা যত্নশীল মনের ব্যাপারে ততটাই উদাসীন। শরীরটাকে ফিট রাখতে কত উদ্যোগই না গ্রহণ করি আমরা কিন্তু মনকে ফিট রাখতে কি কিছু করি? শরীরের মধ্যে শুধু চেহারাটাকে সাজাতেই কত রকমের প্রসাধনী আছে কিন্তু মনের প্রসাধনীর খোঁজ কি জানি আমরা? মাথা ব্যথা করলে পেইন কিলার নিতে হবে, এসিডিটির সমস্যা হলে এন্টারসিড খেতে হবে, ডায়রিয়া হলে স্যালাইন খেতে হবে ডাক্তারের কাছে না গিয়েই আমরা এই প্রাথমিক চিকিৎসা গুলো জানি। কিন্তু মনের মধ্যে শূন্যতার অনুভূতি হলে কি করতে হবে, কোনকিছুতে আগ্রহ বোধ না হলে কি করতে হবে, কারণে অকারণে রাগ হলে কিংবা একটুতেই ধৈর্য্যচ্যুতি হলে এর প্রতিকার কি তা কি জানি? উপটান, মুলতানি মাটি, কাঁচা হলুদ, দুধের সর, নানা ধরণের মশ্চারাইজার কত কিছুই না ঘষি আমরা শরীরের চামড়াকে ঠিক রাখার জন্য। কিন্তু মনের আবরণ রোদ-খরা-বৃষ্টিতে ভিজতে ভিজতে ক্ষয়ে যেতে থাকে, খাদা-খন্দ তৈরি হতে থাকে আমরা তা ঘষে ঠিক করা তো দূরে থাক হয়তো খবরই রাখি না। আর খবর রাখি না বলেই মন অশান্ত হলে আমরা জানি না কেন সে অশান্ত, সামান্য কোন কথায় ভীষণ ভাবে রিঅ্যাক্ট করার পেছনে কারণ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে ভেবে নেই যে আমার স্বভাবটাই মনেহয় এমন। কিন্তু খুঁজে দেখি না কেন আমার স্বভাবটা এমন। অথচ শারীরিক কোন উপসর্গ নিয়মিত হতে থাকলে বড় কোন রোগের পূর্বাভাস ভেবে আমরা ডক্টরের কাছে ছুটি। নিশ্চিত হবার জন্য করি কত ধরণের এনালাইসিস। আরেকটা সমস্যা কি জানো?

পিনপতন নীরবতা বিরাজ করছিলো ক্লাসজুড়ে। প্রশ্ন করতে করতে অস্থির করে তোলা ছেলেমেয়েগুলো একদম চুপ হয়ে গেলেও তার দিকে নিবদ্ধ থাকা চোখগুলোকে ছলছলে নদী মনে হতে লাগলো অধরার। ভাসমান শ্যাওলার মতোই যাতে ভেসে বেড়াচ্ছে প্রশ্নরা। ছলকে ছলকে বেড়িয়ে আসতে চাইছে কিন্তু পারছে না কোন এক অজানা কারণে।

কিছুক্ষণ চুপ থেকে অধরা বলল, তোমরা তো জানো বিশাল বড় যৌথ পরিবার আমাদের। চাচাতো, মামাতো, খালাতো, ফুপাতো সব কাজিনরা মিলে একসাথে ভাইবোনের মত বড় হয়েছি আমরা। কোন একটা অদ্ভুত কারণে আমাদের সব ভাইবোনদের মধ্যে পরিবারের প্রতিটি সদস্যর কাছে আমি সবচেয়ে বেশি স্পেশ্যাল। ছোটবেলা থেকেই জ্বর ঠাণ্ডা তো দূরে থাক আমি যদি স্বাভাবিক কোন কারণেও একটি হাঁচি বা কাশি দিতাম পাশে পরিবারের যেই থাকতো লাফ দিয়ে উঠতো আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবার জন্য। কিন্তু আমার মনের ব্যাপারে কখনোই কাউকে এতটা যত্নশীল পাইনি আমি। বরং মনখারাপ করলে, চুপ করে বসে থাকে, ভালো লাগছে না বললে মামণি খুব বিরক্ত হতেন। ক্ষোভ নিয়ে বলতেন, বেশী আহ্লাদের কারণেই নাকি আমি মুডি হয়ে যাচ্ছি দিন দিন। আমার চুলকে আরো সুন্দর করার লক্ষ্যে চুলে এগ হোয়াইট ঘষতেন যে মামণি তাকে কিন্তু আমি পাশে পাইনি কোন কারণে ঘষা লেগে মনের এক কোনার রঙ উঠে যাওয়া অংশে নতুন রঙের প্রলেপ দেবার জন্য। আমি আমার মামণির দোষ বলছি না। মনের ব্যাপারে যে আমাদের আপনজনেরাও উদাসীন সেটা বোঝাতে চাচ্ছি। আর এজন্যই শারীরিক অসুস্থতার সময় পাশে বসে রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দেন যে আম্মু, দেখা যায় মনের একটা অন্যরকম আবেগের প্রকাশ দেখে তিনিই বকে দিচ্ছেন আচ্ছা মতো। প্রতিদিনের রুটিন ভেঙ্গে সাতটার বদলে আটটায় ঘুম থেকে উঠলে চিন্তিত মুখে আদর মাখা কণ্ঠে যে আব্বু জানতে চান, কি রে মা তোর শরীর খারাপ করেনি তো? তার ইচ্ছার বিরুদ্ধে কিছু বললে সেই আব্বুই বিরক্ত কণ্ঠে বলেন, সব ইচ্ছাকে পাত্তা দেয়া ঠিক না। কিন্তু বেশির ভাগ সময়ই আদর মাখা কণ্ঠে জানতে চান না যে, কেন তোর ইচ্ছা করছে না মা খুলে বল আমাকে।

টুপ টুপ করে অশ্রু বিন্দু ঝরে পড়তে শুরু করলো কয়েকটি চোখ থেকে। সিক্ত হয়ে উঠেছিল অধরার আঁখিদ্বয়ও। ঘড়ির দিকে তাকালো আর মাত্র সাত মিনিট বাকি তার ক্লাস শেষ হতে। সময়ের সাথে ছুটতে গেলে এখন আশ্রয় হওয়া চলবে না তাকে। সময় মাঝে মাঝে এমনই এক নিষ্ঠুর বাহনে পরিণত হয় যা মানুষকে একদণ্ড দাঁড়াবার সুযোগ দেয় না প্রিয়জনদের পাশে। ঠিক যেন স্টেশনে পৌছে নির্দিষ্ট ট্রেন চলতে শুরু করেছে এমন এক অবস্থা। নিজের মালপত্র নিয়ে ছুটন্ত ট্রেনের পিছনে ছোটা। সময় নেই বিদায় জানাতে আসা প্রিয়জনের দিকে তাকানোর। হাত বাড়িয়ে অশ্রু মোছা তো দূরে থাক, হাত নেড়ে বিদায় জানানোরও সময় নেই। তা না হলে ব্যহত হবে তার নিজের গন্তব্যে পৌছা।

কথা শুরু করলো অধরা। মনের জগতে আমরা যেমন একলা। মনের পরিচর্যায়ও আমরা একদম একলা। সবচেয়ে আপন যে জন সেই জনকেও বেশির ভাগ সময়ই পাশে পায় না মন। আর এতে আপনজনের কোন দোষ নেই। সে নিজেই তো মন সম্পর্কে উদাসীন কিংবা অজ্ঞ। তার হয়তো ঐ বুঝটুকুই নেই যে এখন কেউ তাকে চাইছে পাশে। তাই নিজেকেই হতে হবে নিজ মনের সুখ-দুঃখের সাথী, আশ্রয়, অবলম্বন, পথপদর্শক। আর সেজন্য জানতে হবে মনকে, বুঝতে হবে মনকে, করতে হবে মনের যত্ন, মাখতে হবে মনে প্রসাধনী। মনেরও আছে ব্যথা, ভোগে মন পানিশূন্যতায়, ধিকিধিকি জ্বলে মন নিরবধি। তাই জানা থাকতে হবে মনের পেইন কিলার কি, কিসে দূর হবে পানিশূন্যতা, কার প্রভাবে মন ক্ষান্ত হবে দহন করা থেকে। বুঝতে পেরেছো তো তোমরা সবাই আমার কথা?

জ্বী ম্যাম। ভেসে এলো সবার মৃদু কণ্ঠস্বর।

তাহলে আজ থেকে শুরু করো নতুন করে নিজেকে জানা। বুঝতে চেষ্টা করো তোমাদের মনের অনুভূতিগুলোর পেছনের কারণ। কিসে আনন্দ পায়, কিসে বিষণ্ণ হয়, কিসে সুখ পায় মন, কিসের প্রভাবে হয় বেদনাক্ত। তারপর খুঁজে বের করতে চেষ্টা করো এর উপশম। কথা বলো নিজের সাথে মন খুলে। হয়ে উঠো নিজেই নিজের সবচেয়ে কাছে বন্ধু, পরামর্শদাতা। তবে হ্যা একটা বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে কখনোই যাতে মন টেনে নিয়ে যেতে না পারে সীমালঙ্ঘনের পথে। আমরা সবাই জানি তো সর্বক্ষেত্রে আমাদের সীমা কি?

শরীয়ত ম্যাম। জবাব দিলো জুম্মি।

হ্যা শরীয়ত। আরেকটা কথা সবসময় শরীয়তের বাউন্ডারি থেকে এতটুকু দুরুত্বে অবস্থান করার চেষ্টা থাকতে হবে যাতে কখনো পা পিছলে পড়ে গেলেও বাউন্ডারির ভেতরেই থাকে আমাদের শরীর ও মন। এমন যাতে নাহয় শরীর ও মনের অর্ধেক বাউন্ডারির ভেতর আর অর্ধেক বাইরে। বুঝতে পেরেছো?

জ্বী ম্যাম। এবার সবার কণ্ঠস্বর বেশ দৃঢ় মনেহলো অধরার কাছে। হেসে বলল, তাহলে আজ এই পর্যন্তই থাক আমাদের আলোচনা।

বিষয়: বিবিধ

২২৮২ বার পঠিত, ৬৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

170397
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৭
রাইয়ান লিখেছেন : আসলেই তো ! আমরা কজনই বা কারো মনের খবর এভাবে রাখতে পারি !
খুব সুন্দর একটি ক্লাসে থাকলাম এতক্ষণ ..... শুকরিয়া আপুনি !
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৪
124222
আফরোজা হাসান লিখেছেন : আপনাকেও অনেক অনেক শুকরিয়া আপুনি। Happy Love Struck Good Luck
170403
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২০
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৩
124382
আফরোজা হাসান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। Happy Good Luck Good Luck
170407
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৭
নীল জোছনা লিখেছেন : জ্বী ম্যাম। এবার সবার কণ্ঠস্বর বেশ দৃঢ় মনেহলো অধরার কাছে। হেসে বলল, তাহলে আজ এই পর্যন্তই থাক আমাদের আলোচনা।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৪
124383
আফরোজা হাসান লিখেছেন : ধন্যবাদ আপনাকে। Happy Good Luck Good Luck
170423
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫০
সিটিজি৪বিডি লিখেছেন : চলতে থাকুক.........বই বের করতে পারলে লক্ষ পাঠকের কাছে আপনার লিখা পৌছে যেত।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৬
124385
আফরোজা হাসান লিখেছেন : পুরনো লেখা নিয়ে বসতে হবে ভাবলেই ভয় লাগে ভাইয়া। Worried
আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ বই বের করার চিন্তা করবো। Happy
অনেক শুকরিয়া ভাইয়া। Happy Good Luck Good Luck Happy
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৩
125210
সিটিজি৪বিডি লিখেছেন : ব্লগে শেয়ার করার সাথে সাথে নিজের কম্পিউটারে সেইভ করে রাখবেন। এসবির কথা মনে আছে তো? অনেকে লেখা হারিয়ে কেঁদেছিল।
170427
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৪
ডক্টর সালেহ মতীন লিখেছেন : সুন্দর লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৬
124387
আফরোজা হাসান লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। Happy Good Luck Good Luck Happy
170428
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৫
জবলুল হক লিখেছেন : শারীরিক অসুস্থতার সময় পাশে বসে রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দেন যে আম্মু, দেখা যায় মনের একটা অন্যরকম আবেগের প্রকাশ দেখে তিনিই বকে দিচ্ছেন আচ্ছা মতো।
একদম ঠিক বলেছেন আপা। আপনার লেখায় সব সময় সুন্দর একটা বার্তা থাকে ।আল্লাহ আপনাকে আরো ভালো লেখার,সুন্দর লেখার তৌফিক দান করুন। আমীন।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪১
124398
আফরোজা হাসান লিখেছেন : তবে খেয়াল রাখতে হবে যে, এটা কিন্তু বাবা-মায়েদের দোষ নয়। মনকে মূল্যায়ন করা আসলে শেখানো হয়নি তেমন করে। তাই মনের চাহিদারা অগোচরেই হাঁসফাঁস করে।
ভালো থাকুন। অনেক শুকরিয়া। Happy Good Luck Good Luck Happy
170435
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
লুকোচুরি লিখেছেন : এত চমৎকার করে কেউ কখনো আমাকে বলেনি। খুব সহজে যে এত কঠিন কথা যে বলা যায়। অসম্ভব সুন্দর কিছু কথা। আমার ছোটবেলা থেকেই প্রশ্ন ছিল মনের অবস্থান নিয়ে এই লেখাটা পড়ে তা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ্‌।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৫
124401
আফরোজা হাসান লিখেছেন : সহজ কথা যায় না বলা সহজে
মন তাই কেঁদে কেঁদে সুখ খোঁজে
মনকে তাই দিতে হবে বলার সুযোগ
উগড়ে যেন দিতে পারে জমানো অভিযোগ...Happy
170443
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
সাদিয়া মুকিম লিখেছেন : আমি কিন্তু ফার্স্ট বেন্চে বসে মনোযোগ দিয়ে লেকচার শুনেছি! Love Struck

সুন্দর লিখা আপু! শুভকামনা রইলো! Rose Good Luck Music
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
124247
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমি লাস্ট বেঞ্চের ছাত্রী.......Smug Worried .
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৭
124403
আফরোজা হাসান লিখেছেন : মনোযোগ দেয়ার জন্য ফার্স্ট বেঞ্চে বসাটা কোন শর্ত না। বরং ফার্স্ট বেঞ্চে বসে ম্যামকে ফাঁকি দেয়া অনেক বেশি সহজ।Tongue
ধারণা নয় অভিজ্ঞতার আলোকে বলছি..Don't Tell Anyone Winking
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১২
125005
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমি সবসময় ফার্স্ট বেঞ্চে বসতাম, তাই বলে মনটা যে সবসময় বসা থাকত তা বলা যায়না Winking তবে ছাত্রী না হলেও ভাল অভিনেত্রী ছিলাম, খুব মনোযোগের ভঙ্গিতে তাকিয়ে থেকেই ঘুরে আসতে পারতাম সারা পৃথিবী। অস্কার পুরস্কারের আসল হকদার তো আমরাই Tongue Tongue Tongue
170451
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
ফাতিমা মারিয়াম লিখেছেন : তুমি আগে সব্জী বিরিয়ানীর রেসিপি দাও Loser পরে অন্য কথা Cook Cook Cook Waiting Waiting Waiting
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
124251
আফরোজা হাসান লিখেছেন : আপু আমার তো সব ফাঁকিবাজি রান্না। পছন্দ মতো কয়েক রকমের সব্জি নিয়ে একই সাইজ মত কেটে নিতে হবে। কড়াইতে অলিভ ওয়েল দিয়ে পেঁয়াজ সোনালী করে ভাঁজার পর আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে গরম মসলা দিয়ে হবে কয়েক সেকেন্ড ভেজে কেটে রাখা সব্জি দিয়ে দিতে হবে। এরপর বিরিয়ানির মসলা এবং সামান্য জিরা ও ধনের গুঁড়া দিয়ে পাঁচ মিনিট ভাঁজতে হবে সব্জি।চাল দিয়ে আরো পাঁচ মিনিট ভেঁজে পরিমাণ মত পানি দিয়ে দিতে হবে। পানি শুকিয়ে গেলে সামান্য ঘি ও কাঁচামরিচ দিয়ে দমে রেখে দিতে হবে। ব্যাস হয়ে গেলো সব্জি বিরিয়ানি। Smug
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
124253
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমার ধারণা ছিল আমি একাই ফাঁকিবাজ রাঁধুনীTongue Smug

যাই হোক ধন্যবাদ। আমি আমার মত করে রান্না করে তোমাকে জানাবLove Struck Love Struck Love Struck

ধন্যবাদHappy Good Luck
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
124257
আফরোজা হাসান লিখেছেন : ভাগ্যিস হাসানজ্বী ব্যস্ততার কারণে লেখার সময় পায় না। Music নয়তো আমি কত ফাঁকিবাজ সব ফাঁস হয়ে যেত। Don't Tell Anyone
আল্লাহ বাঁচাইছে আমারে। আলহামদুলিল্লাহ। Praying
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০১
124260
ফাতিমা মারিয়াম লিখেছেন : একই কারনে আল্লাহ আমাকেও বাঁচাইসেTongue Tongue Tongue Smug
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০১:০১
124493
বৃত্তের বাইরে লিখেছেন : আমি ফাতেমা আপুর সাথে লাস্ট বেঞ্চে বসে দুষ্টামি করলেও লেকচার মন দিয়ে শুনেছি। ব্রেকের পরে ম্যাম প্রশ্ন করলে সব উত্তর দিতে পারবোRolling Eyesএকটা প্রশ্ন ছিল মাথা ব্যথায় হাতের কাছে পেইনকিলার না থাকলে প্যারাসিটামলে কি কাজ চলবে Loser

ও হ্যাঁ, পোস্ট এর কথা বিরিয়ানী খাওয়ার পর বলবো। এখন রান্নায় একটু ব্যস্ত Hurry UpAngel Love Struck
১০
170471
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : অনেক সুন্দর পোস্ট, মহান আল্লাহ আপনাকে হায়াত দিন, আমিন।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৮
124406
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক শুকরিয়া আপনাকে। Happy Good Luck Good Luck Happy
১১
170490
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
ভিশু লিখেছেন : উহ! মাত্র নোটখাতাটা খুলে বসেছিলাম মনের ট্রিটমেন্টগুলো টুকে নিতে! কিন্তু ক্লাস শেষে তৃষ্ণাটা রয়েই গেলো! যাই, একটু চা খেয়ে আসি...আচ্ছা, নেক্সড ক্লাসটা কয়টায় ম্যাম?!?!...Hurry Up Happy Good Luck Rose
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৯
124411
আফরোজা হাসান লিখেছেন : মনের ট্রিটমেন্ট তো দেয়া হবে না গল্পে। শুধু সমস্যা বলে দেয়া হবে। তারপর সবাই খুঁজে নেবে নিজ নিজ মনের ট্রিটমেন্ট।Smug
দোয়া করবেন কেউ যেন তৃপ্ত না হয় আমার লেখা পড়ে। সবার মনে যেন জাগিয়ে যেতে পারি তৃষ্ণা। তাহলে পিপাসার তাড়নায় সবাই ছুটবে পানির সন্ধানে। আর হয়তো খুঁজে পাবে নিজ নিজ মিঠা পানির সরোবর.....Praying
আরু ব্যস্ত তাই আমাকে টাইপ করতে হয় টাইপ Crying করা শেষ করতে পারলেই এসে যাবে নেক্সড ক্লাস, ইনশাআল্লাহ।Happy
অনেক শুকরিয়া আপনাকে।Good Luck Good Luck
১২
170496
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চমৎকার পোস্ট Rose
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১০:০০
124412
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ আপনাকে। Happy Good Luck Good Luck Happy
১৩
170503
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
বিন হারুন লিখেছেন : এক সময় "মনোজগত" ম্যাগাজিন টি আমার খুব প্রিয় ছিল. শেষে যখন তারা বিভিন্ন খারাপ ছবি ছাপানো শুরো করেছিল তখন তা বাদ দিয়েছিলাম. তবু ভাবতাম তারা যদি খারাপ ছবি না ছাপাত তাহলে বইটি পড়তে পারতাম.
এখন আপনার পোষ্টগুলো পড়ে তা আর মনে হয় না. অনেক ভাল লাগে আপনার পোষ্টগুলো.
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১০:০২
124414
আফরোজা হাসান লিখেছেন : আমার খুব শখ 'মনোজগতের'' মতো একটা ম্যাগাজিন বের করার। যেখানে মানসিক সব সমস্যার সমাধান দেয়া হবে শরীয়তের আলোকে। Happy
অনেক ধন্যবাদ আপনাকে। Good Luck Good Luck
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৮
124422
বিন হারুন লিখেছেন : আপনার শুভশখ পুরণ হোক এই কমনায়Good Luck Good Luck
১৪
170539
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২০
নতুন মস লিখেছেন : "আকাশ ফেরি শিশির
তুমি
টুপ টুপ করে পড়
মনের জানালায় উঁকি দিয়ে
দোর খোল
দোর খোল।
শিশির কণা
চোখের পাপড়িতে
ভীর কর না অযথা।
সিক্ত হৃদয়
ভালবাসা মন
ফিরে এল
বুঝি ফিরে এল।"


হৃদয়কে নাড়া দিল।
আপনার জন্য দোয়া এবং এক টুকর মেঘের শুভেচ্ছা।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৩
124417
আফরোজা হাসান লিখেছেন : তোমার জন্যও অনেক অনেক দোয়া ও ভালোবাসা। Praying Love Struck Love Struck Love Struck Praying
১৫
170615
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১০:২৮
গন্ধসুধা লিখেছেন : দারুন লেকচার Thumbs Up
৩১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৫
124721
আফরোজা হাসান লিখেছেন : তাই নাকি? :Thinking
তা তুমি আছো কেমন পাখী?Love Struck
ওহ জিজ্ঞেস করা তো নিষেধ Talk to the hand
ঠিকআছে মুখ বন্ধ রাখি...Don't Tell Anyone
১৬
170632
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৪
শফিক সোহাগ লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up
৩১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৫
124723
আফরোজা হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে। Happy Good Luck Good Luck Happy
১৭
170646
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩১
দ্য স্লেভ লিখেছেন : হ্যা শরীয়ত। আরেকটা কথা সবসময় শরীয়তের বাউন্ডারি থেকে এতটুকু দুরুত্বে অবস্থান করার চেষ্টা থাকতে হবে যাতে কখনো পা পিছলে পড়ে গেলেও বাউন্ডারির ভেতরেই থাকে আমাদের শরীর ও মন। এমন যাতে নাহয় শরীর ও মনের অর্ধেক বাউন্ডারির ভেতর আর অর্ধেক বাইরে। বুঝতে পেরেছো?
৩১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৬
124724
আফরোজা হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে। Happy Good Luck Good Luck Happy
১৮
170721
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০২:৫৯
রাবেয়া রোশনি লিখেছেন : আসলেই আপু, শরীরের ব্যাপারে আমরা যতটাই যত্নশীল মনের ব্যাপারে ততটাই উদাসীন ।
খুব সুন্দর এবং সাবলীল ভাবে লিখেছেন মাশাল্লাহ ! আমি খুব মনোযোগ দিয়ে লেকচার শুনেছি আপুমণি । জাযাকাল্লাহু খাইরান Praying Praying Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck

৩১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৮
124725
আফরোজা হাসান লিখেছেন : মনকে জিনিসটা বড়ই আরাধ্য
করতে যদি চাও মনকে বাধ্য
শরীরের মত করিতে হবে যতন
তবেই হবে মন তোমার আপন...Love Struck
১৯
170850
৩১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৭
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ঠকই বলেছ, শরীরের যত্ন নিতে উৎসুক আত্মীয় বন্ধুর অভাব হয়না, কিন্তু মনটা ক’জন বোঝে বা বুঝতে চায়? কিন্তু এমন একজনকে পেলে সারাজীবনের জন্য বন্ধুত্ব করে নেয়া চাই। Love Struck Angel Praying
সবসময় শরীয়তের বাউন্ডারি থেকে এতটুকু দুরুত্বে অবস্থান করার চেষ্টা থাকতে হবে যাতে কখনো পা পিছলে পড়ে গেলেও বাউন্ডারির ভেতরেই থাকে আমাদের শরীর ও মন। - উত্তম পরামর্শ Applause Applause Applause
সহজ এবং সাবলীল ভাষায় মনের দুর্বোধ রহস্যগুলোকে তুলে ধরার জন্য ধন্যবাদ আপু Good Luck Good Luck
৩১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪১
124726
আফরোজা হাসান লিখেছেন : পেলে আপুদের থেকে এমন প্রেরণা
দূর হয় মনের কিছু সুপ্ত ভাবনা
মনেহয় হচ্ছে না সময়ের অপচয়
সাদাকায়ে জারিয়া এরাই হবে নিশ্চয়ই..(ইনশাআল্লাহ) Happy
অনেক অনেক শুকরিয়া আপু। Love Struck Love Struck
২০
170926
৩১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এপর্বটা বেশ ভালো লাগলো Thumbs Up Bee জুম্মি'র তো না, মনে হচ্ছে আমার চিকিৎসা শুরু করেছেন আপনি। Day Dreaming

মনের মধ্যে শূন্যতার অনুভূতি হলে কি করতে হবে, কোনকিছুতে আগ্রহ বোধ না হলে কি করতে হবে, কারণে অকারণে রাগ হলে কিংবা একটুতেই ধৈর্য্যচ্যুতি হলে এর প্রতিকার কি তা কি জানি?

এগুলোতো সব আমার রোগ! অনেক দিন ধরেই ভোগছি আমি। মনেহচ্ছে এখন একজন মনের মতো অবিজ্ঞ চিকিৎসক পেয়েগেলাম আমি। সম্ভবত আমার কপাল খুলেগেছে Day Dreaming যাজাকিল্লাহু খাইর। অনেক অনেক আদর লক্ষি আপুটার জন্য। Rose Rose
৩১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৫
124734
আফরোজা হাসান লিখেছেন : এই গল্পটা লেখা শুরু করেছি দুজন বোনের জন্য। আর মনে যে দুজন ভাইয়ের কথা ছিলো তাদের মধ্যে আপনি একজন, অন্যজন হচ্ছে আওণ। যাদের একজনের অভিমান আছে কিনা বোঝে না, আর আরেকজন অভিমানের জ্বালায় অস্থির। Tongue
আল্লাহ যেন সফল করেন আমার এই প্রচেষ্টা। আমি যেন আমার এই চারটি ভাইবোনের সমস্যার কিছুটা হলেও সমাধান ফুটিয়ে তুলতে পারি আমার লেখাতে। আমীন। Praying
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৯
124865
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কি যে খুশি লাগতেছে, আপনার গল্পের মনে যে আমি আছিApplause Applause

বোন দুজনের নামও জানতে খুব খুব ইচ্ছে করতেছে :Thinking এটা আবার আমার রোগের কারনে কিনা স্পষ্ট নয় Tongue Love Struck
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৫
124879
আফরোজা হাসান লিখেছেন : বোনদের পরিচয় জিজ্ঞেস করতে নেই! Don't Tell Anyone কিন্তু আওণ কোথায় গেলো আবার :Thinking আমার তো আরুকে ছাড়া কেমন যেন খালি খালি মনেহয় Crying
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৪
125355
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১৫
125968
আওণ রাহ'বার লিখেছেন : একজন আপুকে আমি কিন্তু চিনি। Good Luck
বলবোনা।Good Luck Good Luck
এইতো আমি এসে গেছি।
কয়েকদিন ঘড়ের বাহিরে ছিলাম।
আসলেই আমি বেশ ভাগ্যবান আলহামদুলিল্লাহ ।
শুকরিয়া হারিকেন।
শুকরিয়া আপু।
ক্লাসের পিছনের দিকের ছাত্র হিসেবেই শুরু করলাম।
২১
171010
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৮
রুপকথা লিখেছেন : আমি পিছনের বেঞ্চে বসেও খুব মনোযোগের সাথে লেকচারটি শুনলাম ।জাজাকিল্লাহ আপু।
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩১
124862
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক শুকরিয়া আপুনি। Love Struck Love Struck Love Struck Love Struck বারাকাল্লাহু ফীক। Praying
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪২
124868
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : জুম্মি'র বান্ধবী নাকি?
২২
171015
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩১
লেলিন লিখেছেন : ভাল লাগলো।
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩০
124860
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ। Happy Good Luck Good Luck
২৩
171119
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৪
রুপকথা লিখেছেন : জুম্মির বান্ধবী হলে ক্ষতি নাই।বলতে পারেন।আর ও ভাল হত যদি মেমের ছাত্রী হতে পারতাম।
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৪
125225
আফরোজা হাসান লিখেছেন : আপনার মত সুইট একজন মানুষকে অধরা বোন হিসেবে পেতেই বেশি পছন্দ করবে।Love Struck
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৬
125357
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying Crying
২৪
171162
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:২৭
সাইদ লিখেছেন : অসাধারণ লিখেছেন!!! অনেক ভালো লাগলো।ধন্যবাদ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৩
125224
আফরোজা হাসান লিখেছেন : অনেক অনেক শুকরিয়া। ভালো থাকুন। Happy Good Luck Good Luck Happy
২৫
172260
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০৭
আওণ রাহ'বার লিখেছেন : আজকের পর্বটির কথাগুলোর নূর কিন্তু দাওয়াতের এবং হেদায়াতের স্তর থেকে এসেছে। "মন" নিয়ে এই কথাগুলো কিন্তু? আমার ধারনা একজন দায়ীর অবদান। এ কথাগুলো মেহনত ছাড়া আসবেনা। এ কথাগুলোর আধ্যাত্মিকতাও মেহনত ছাড়া আসবেনা।
আসলেই শরীরে যদি ব্যাধি হয় তবে বগুড়ার ঐতিহ্যবাহি দৈ ও তিতা লাগে আর যদি শরীর ভালো এবং ক্ষুধা থাকে তবে লবন আর কাঁচা মরিচ দিয়ে ভাতও অমৃত মনে হয়। নামাজ পড়লে হৃদয় প্রশান্ত যদি না হয়, নেক আমালের প্রতি যদি মন আকর্ষন অনুভব না করে তবে এটা অবশ্যিই ধ্বংসের কারন। শরীরের রোগের জন্য যেমন ডাক্তার ওষুধ প্রয়োজন হয়। তেমনি মনের রোগের জন্য অবশ্যই ডাক্তার ওষুধ প্রয়োজন।
তাই আপনার ক্লাসের মনোযোগী ছাত্র হিসেবে বসে পড়লাম। পর্বগুলো ধীরে ধীরে পড়ব তাহলে আমি অনেক উপকৃত হব ইনশাআল্লাহ। আর কিছু সময় নিজেকে দেয়ার জন্য অবশ্যই বের করবো।
শুকরিয়া জাজাকাল্লাহ আপু।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

[অফটপিকঃ
"আমান মনটা মাঝে মাঝে খারাপ হলে আমার প্রিয় "ইমাম গাজ্জালী (রহঃ) এর মুকাশাফাতুল ক্কুলুব বইটি পড়ি আর দ্বীল লাগিয়ে শুধুই পড়ি। অঝড় ধারায় কাঁদি কাঁদতে কাঁদতে অন্তরটা পরিস্কার হয়ে যায়।]
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৫৭
130742
আফরোজা হাসান লিখেছেন : আমার কাছে সবসময় মনেহয় যে সাইকোলজি আমাকে কুরআনের অনেক কিছু বুঝতে সাহায্য করেছে। কিংবা এভাবেও বলা যায় যে, কুরআনের জ্ঞান আমাকে সাইকোলজি বুঝতে সহায়তা করেছে। আমি অনেককিছু নতুন ভাবে উপলব্ধি করতে শিখেছি। বদলে গিয়েছে দেখার দৃষ্টি। বোঝার ও বোঝানোর পদ্ধতি।
মনটা খুব বেশি গুরুত্বপুর্ণ। মনকে অবহেলা করি বলেই আমরা আত্মশুদ্ধির পথে চলতে পারি না। বার বার ব্যহত হয় আমাদের পথচলা।
আসলে নিজেকে জানা ও বোঝাটা খুব খুব বেশি প্রয়োজন আমাদের জন্য।
জানি না কতটুকু ফুটিয়ে তুলতে পারবো আমি আমার লেখাতে এই প্রয়োজনীয়িতা।
আমার মন খারাপ হলে কি করি এখন বলবো না। তবে কোন না কোন ভাবে জানিয়ে দেব, ইনশাআল্লাহ। Smug
ভাইটিকে এত সুন্দর মন্তব্যর জন্য জাযাকাল্লাহ। Praying Praying
২৬
193206
১৬ মার্চ ২০১৪ রাত ১০:০২
মায়িশাহ মুনাওয়ারাহ লিখেছেন : খুব খুব মন খারাপ নিয়ে আপনার এই গল্পটি পড়ছি। বিষণ্নতা থেকে প্রশান্তিতে ছেঁয়ে যাচ্ছে মন। অনেক শুকরিয়া আপু আপনাকে।
১৭ মার্চ ২০১৪ রাত ০২:৫২
143977
আফরোজা হাসান লিখেছেন : প্রশান্তিতে ছেঁয়ে যাক বোনটির মন
আনন্দময়তায় ভরে উঠুক ভুবন...Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File