সাইদিকে ফাঁসী দিয়া দে...
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৯ জানুয়ারি, ২০১৪, ০৮:০৯:০৮ রাত
সাইদিকে ফাঁসী দিয়া দে তাতে আমাদের
সমস্যা কি? যেখানে নবী (সা) বলেছেন
উনার সন্তান-ও যদি অপরাধ করে তাকেও
শাস্তি দিতে। সেখানে সাইদির বেপারে
আমাদের আপত্তি করার কি আছে?
তবে সোনার চানেরা সাইদি যে অপরাধ
করছে তা তোমাদের প্রমাণ করতে হইব।
তোমরা ক্ষমতায় থাইকা আজ প্রায় ৫ বছর
চেষ্টা কইরাও কেন সাইদির বিরোদ্ধে
অপরাধ গুলা প্রমাণ করতে পারলেনা।
কেনো বালি সাইদির পক্ষে সাক্ষী দিতে
গেল যদি সাইদি তার ভাইকে খুন করে থাকে? কেনো আজ বালিকে ভারতের জেলে থাকতে
হচ্ছে? বালি তো আজ তোমাদের এসি ঘরে
থাকার কথা।
তাহলে কেনো সে জেলে। কেন? কেনো?
অপরাধ করলে তাকে ফাঁসি দাও তাতে
কোন আপত্তি নাই, তবে বিনা অপরাধে
তার একটা চুল ছিঁড়বে তা মেনে নেয়া হবে না।
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন