পরাশক্তি আমেরিকার পতন কি শুরু হয়ে গেছে ?!!!!!

লিখেছেন লিখেছেন সিকদারর ২৯ জানুয়ারি, ২০১৪, ০৭:৪৩:১৩ সন্ধ্যা



১৯৬৪ সালের ৮ জানুয়ারি ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ ভাষণে অ্যামেরিকা থেকে দারিদ্র্য দূর করার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন জনসন ৷ তাঁর ঘোষণার পরে উন্নতি করলেও আজ ৫০ বছর পরে বিশ্বের অন্যতম অর্থনৈতিক ক্ষমতাধর এই দেশকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে৷



মার্কিন পরিসংখ্যান ব্যুরো’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ এবং ২০১১ সালের মধ্যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে প্রতি তিনজন মার্কিন নাগরিকের প্রতি একজনের দারিদ্র্যের অভিজ্ঞতা হয়েছে । ২০১২ সালে অ্যামেরিকায় দারিদ্র্যের চিত্রটা ছিল ভয়াবহ ৷ দারিদ্র্যের কবলে পড়েছিল ৪ কোটি ৭০ লাখ মানুষ, যার মধ্যে ১ কোটি ৩০ লাখ শিশু ৷



২০১০ সালে বিনামূল্যে সরকারের কাছ থেকে খাবার পেত ২ কোটি ৬০ লাখ মানুষ ৷ ২০১২ সালে সে সংখ্যাটা অনেক বেড়েছে । জরুরি খাদ্য সহযোগিতার ব্যাপক চাহিদা ৷ ওয়াশিংটন ডিসিতে অনেক গরিব পরিবারকে বিনামূল্যে খাবার বিতরণ করে মান্না ফুড সেন্টার ৷ বিশ্বের এই ধনী দেশটির ১ কোটি ৬০ লাখ শিশু দারিদ্র্যের মধ্যে রয়েছে ৷ এই শিশুরা যুক্তরাষ্ট্রের ধনী-দরিদ্রের ব্যবধানকে সামনে তুলে ধরেছে ৷ নিউইয়র্ক সিটির ফুড ব্যাংক প্রতিদিন শহরের ৪ লাখ মানুষকে বিনামূল্যে খাবার দেয় ৷



দারিদ্র্যের কারণে খাদ্যাভাব দেখা দেয়৷ মার্কিন প্রশাসনের একটি গবেষণায় দেখা গেছে, নিউইয়র্ক শহরে ২০১৩ সালে গৃহহীন মানুষের সংখ্যা আগের তুলনায় বেড়েছে ৷



এই কুপনটি ‘থ্যাঙ্কসগিভিং ডে’ তে বিনামূল্যে টার্কি খাওয়ার জন্য৷ নিউইয়র্ক সিটির ‘কোয়ালিশন অ্যাগেন্টস হাঙ্গার’ জানিয়েছে, প্রতি ৬ জনের মধ্যে একজন মার্কিন নাগরিক গত বছর পর্যাপ্ত খাবারের অভাবে দিন কাটিয়েছে ৷

অনেক মানুষ চাকরি করছে, কিন্তু তারা নিজেদের জীবন যাত্রার চাহিদা মেটাতে পারছে না ৷ যুক্তরাষ্ট্রে প্রতিদিনের মাথাপিছু আয় গড়ে ৭.২৫ ডলার ৷ ২০১৩ সালে গ্যালাপ-এর এক জরিপে দেখা গেছে ২০ ভাগ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে খাবারের জন্য যুদ্ধ করতে হচ্ছে ৷



সুত্রঃ- ডয়েচ ভেল

বিষয়: বিবিধ

১৫৯১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

169790
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৬
123950
সিকদারর লিখেছেন : আপনাকেও ।
169809
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৯
বুড়া মিয়া লিখেছেন : এটা পতনের কোন সূচক না; এটা জাষ্ট ইনকাম রিডিষ্ট্রিবিউশনের মিসম্যাচ এর চিত্র। ঠিকমত রিডিষ্ট্রিবিউশন করলেই চিত্র পরিবর্তন হয়ে যাবে।

এখনও তারা প্রয়োজনীয় এবং প্রচলিত প্রায় সব বিষয়ের সক্ষমতার ক্ষেত্রে তুঙ্গে আছে।

আমরাও আছি শিক্ষা, গবেষনা, সক্ষমতা বাদ দিয়ে জাতিকে বিদেশিদের-গোলাম বানিয়ে অর্থ লুট-পাট আর তা দিয়ে ফুর্তির ক্ষেত্রে তুঙ্গে এবং এর জন্যই আমাদের সব ব্যবস্থাপনা!
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৮
123954
সিকদারর লিখেছেন : এটা আমাদের রক্তের দোষ। আমরা সিরাজদ্দৌলাকে বাদ দিয়ে মীর জাফরকে অনুসরন করি তাই বিদেশী প্রভূর পা না চাটলে কেমন কেমন জানি লাগে।
169865
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৩
হতভাগা লিখেছেন : এরকম বাংলাদেশের ঢাকা শহরেই হরহামেশা দেখা যায় ।

সমস্যা হল আমেরিকার হাতে এসবের সমাধান আছে এবং তারা তা করেও ।
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৮
123957
সিকদারর লিখেছেন : ধীরে ধীরে দেখতে থাকুন আমেরিকার পতন । সামনে আরও আসছে।
170178
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৮
জাগো মানুস জাগো লিখেছেন : m/ m/ m/ Chatterbox Chatterbox Chatterbox Chatterbox Hot Hot Hot Nail Biting Nail Biting Nail Biting
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৯
123958
সিকদারর লিখেছেন : :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File