হে জীবন্ত শহীদ.…

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৯ জানুয়ারি, ২০১৪, ০৮:২৩:৪১ রাত



হে জীবন্ত শহীদ.…

পরম শ্রদ্বেয় দেলওয়ার ভাইয়া..….…

তুমি এখন থেকে শিবিরের সদ্য সাবেক

সভাপতি হয়ে গেলে!

জানিনা কারাগারের অন্ধকার

প্রকোষ্টে কি অবস্হায় আছো

আর শহীদি কাফেলার নতুন

কান্ডারী আব্দুল জব্বার

ভাই নির্বাচিত হওয়ায়

তোমার অনুভুতিটা কি?

হয়ত তুমি নিজেকে প্রশ্ন করবে;

আমি কি সঠিকভাবে দায়িত্ব পালন

করতে পেরেছি?

আমরা লক্ষ লক্ষ

ছাত্র জনতা সাক্ষি দিচ্ছি;

আল্লাহর কসম!

অবশ্যই আপনি সঠিকভাবে

দায়িত্ব পালন করেছেন।

সাংগঠনিক নিয়মে হয়ত

আপনি সাবেক

সভাপতি হয়ে গেছেন,

কিন্তু লক্ষ কোটি ছাত্র

জনতা আপনাকে কি ভুলিতে পারে?

কখনো ভুলা সম্ভব নয় ভাইয়া!

যতদিন বিশ্বে ইসলাম

ইসলামী আন্দোলন

থাকবে, ততদিন

আপনি তৌহিদী জনতার

মনের মনিকোঠায় থাকবেন।

আল্লাহ… আমাদের

এই জীবন্ত শহীদ মজলুম

ভাইয়াকে তুমি সুস্হ

করো এবং জালিমের কারাগার

থেকে মুক্ত করে দাও!!

বিষয়: বিবিধ

১২২২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

169953
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইসলামের সৈনিকদের আল্লাহ হেফাজত করুন
169993
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০২:০০
অজানা পথিক লিখেছেন : Crying Crying Crying
170130
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:১৫
টাংসু ফকীর লিখেছেন : ইয়া আল্লাহ তুমি এই মজলুমকে আমার জানের বিনিময়ে রক্ষা কর।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৩
124469
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাইয়া আপনাকে ব্লগে নতুন দেখতেছি মনে হয়, ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File