হাসিনার কর্মকান্ড দেখে সত্যি আমি অবাক !!
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৮ জানুয়ারি, ২০১৪, ০৯:১৪:৪৪ সকাল
একেই বলে চোরের মায়ের বড় গলা ৷ হাসিনার ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী রাজশাহী সহ দেশের বিভিন্য স্থানে সংখা লগু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, লুট করেছে মার-ধর করেছে ৷ বাধ্য হয়ে হিন্দু সম্প্রদায়ের লোকেরা ধর্ম শালায় গিয়ে আশ্রয় নিয়েছে ৷
ছাত্র লীগ এমন নারকীয় হামলা চালালেও পুলিশ ছিল একদম নিরব, পুলিশের কাছে সাহায্য চেয়েও পাওয়া যায়নি ৷
হামলার শিকার হিন্দু সম্প্রদায়ের লোকদের অপরাধ ছিল তারা আওয়ামী পার্থিকে ভোট না দিয়ে সতন্ত্র পার্থিকে ভোট দিয়ে ছিল ৷ এটাই ছিল অপরাধ, এই অপরাধেই তাদের উপর এমন নারকীয় তান্ডব চালানো হলো ৷
নিজ দলের গুন্ডা পান্ডারা এম হামলা চালানোর পরে নির্লজ্জ বেহায়া মিথ্যাবাদী হাসিনা বিরোধী দলের উপর দোষ চাপাচ্ছে ৷ বিরোধী দলের এমন হামলা চালানোর কোনো মানেই হয়না যেহুতু তারা নির্বাচনেই যায়নি, কিন্তু হাসিনা মিথ্যাচারের মাধ্যমে সম্পুর্ন দোষ বিরোধী দলের উপর চাপিয়ে দিচ্ছে ৷
ইনশা আল্লাহ একদিন এইসব ঘটনার প্রকিত তদন্ত হবে দোষীদেরও চিন্হিত করে বিচারের কাঠগড়ায় দার করানি হবে ৷
বিষয়: আন্তর্জাতিক
৯৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন