উপজেলা নির্বাচন: জামায়াত সাফল্য ও মিডিয়া বিশ্লেষণ
লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:১০:২৫ দুপুর
জামায়াতের উপজেলা নির্বাচনের সাফল্যে পত্রিকাগুলোর বিশ্লেষণ দেখে আইওয়াশ বলতে যা বুঝায় সেটার একটা স্পষ্ট ধারণা পেলাম। মূলত নির্বাচনের ফলাফল প্রাপ্তির শুরু থেকেই এটা দেখেছি টেলিভিশনে। বিএনপি-৪৩, আওয়ামীলীগ-৩৪, জাপা-০১, অন্যান্য-২০ দেহের চেয়ে লেজ বড়। অথচ লেখাটা এভাবে দেয়া যেত ১৯ দল- ৫৬, মহাজোট-৩৫ অন্যান্য-৬। কিন্তু তাতে যে তফাতটা ব্যাপক দেখায়!!!!!!!!
*নির্বাচনের দিন টিভিতে দেখলাম বেশীরভাগ আলোচোক বলছেন, জাময়াত নাকি টাকা ঢালে আর সাম্প্রদায়িকতার ব্যবহার করে। তাহলে আওয়ামীলীগ টাকা ঢালেনা? আর তারা সংখ্যালঘু নির্যাতনের জিঘির তোলেনা? আর এখানে জামায়াতকে একক দায়ী করে নিজেদের সংখ্যালঘু বান্ধব ঘোষণা করে ভোট চায় না???? যতসব গাজাখোর বুদ্ধিবীজী (বুদ্ধিজীবী)
* আবার কি........ বিএনপির সাথে আতাত করে জামায়াত সাফল্য পেয়েছে।! কি যে বলি এইগুলারে!! আব্বে যারা একজোটে আছে এরা যদি একসাথে কাজ করে এইটারে আতাত বলে???? হারামজাদাগো মনে হয় বাংলা ব্যাবহারিক শব্দ প্রয়োগ পড়ানো লাগবে।
* আওয়ামীলীগের দলীয় কোন্দলের কারণে জামায়াত জিতেছে তাও বলবে না যে নিজেদর মধ্যে মারামারি কটাকাটি-ই আওয়ামীলীগের ইতিহাস।
* কিছু কিছু এলাকা শিবির ক্যাডার নিয়ন্ত্রিত তাই সেখানে জিতেছে। এইটা কোনো কথা হইলো যেহেতু জিতেছে সাপোর্টারতে আছেই। জাময়াততো আর আওয়ামীলীগ না যে তিনটা ভোট ঘন্টাখানেক পড়ে তিন লাখ হয়ে যাবে। (আজকে সকলে (২৪-০২২০১৪) ঢাকা-৭ আসনের কাজী ফিরোজ রশীদের এক এজেন্টের সাথে আলোচনা করে কতক্ষন ঝিম মেরে থাকলাম অকল্পনীয় থ্রিলিং)
তাও বলা যাবে না যে,
* জামায়াত তার নিজ যোগ্যতা বলে মানুষের মনে স্থান করে নিয়ে সফল হয়েছে।
* জমায়াত সঠিক পথে আছে মনে করেই মানুষ ভোট দিয়েছ।
* জামায়াতের অতীতের কোন কলংক আছে, এটা মানুষ গ্রহণ করেনি।
* দুশমনদের প্রপাগান্ডা বুমেরাং হয়েছে।
* জামায়াতের একতা প্রমান পেয়েছে।
* জামায়াত সুযোগ্য প্রার্থী দিয়েছে।
* জামায়াত বিধর্মীদের প্রতি সহানুভূতশীল (সংখ্যালঘু এলাকায় জামায়াত প্রার্থী জয়ী)
* সবোর্পরী মজলুমদের জন্য আল্লাহ আছেন।
আওয়ামীলীগ যদি পেশী শক্তি ব্যবহার না করত এবং বিএনপি যদি জমায়াতের সাথে বৈষম্যমূলক আচরণ না করত তবে জামায়াতের প্রার্থী আরো অনেক বেশী জয়ী হতো এটা বলার অপেক্ষা রাখে না।
আল্লাহ তার রাস্তায় চলমান সকল পথিক মুজাহিদদের সফল করুন এবং তাদের সর্বদা পঙ্কিলতামুক্ত থাকার তৌফিক দিন। আমীন।
আরিফুল ইসলাম- ২৪/০২/২০১৪
বিষয়: বিবিধ
১৩৬০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
* জামায়াতের অতীতের কোন কলংক আছে, এটা মানুষ গ্রহণ করেনি।
এটাই আজ প্রমাণিত সত্য ।
সুন্দর পোষ্টের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন