মজার কিছু কৌতুক..........

লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:২৫:৪৬ দুপুর

বিজ্ঞপ্তি

এক কৃপণ গেছে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে।

কৃপণ: ভাই, আমার বাবা মারা গেছেন। সবচেয়ে ছোট্ট একটা বিজ্ঞপ্তি দিতে কত টাকা লাগবে?

কর্মকর্তা: ১০০ টাকা।

কৃপণ: ওহ্! এত? আচ্ছা যাক, দিলাম না হয় ১০০ টাকা। লিখুন, ‘রফিক সাহেব মারা গেছেন।’

কর্মকর্তা: স্যার, কমপক্ষে আট শব্দের হতে হবে।

কৃপণ: আচ্ছা, তাহলে লিখুন, ‘রফিক সাহেব মারা গেছেন। একটি গাড়ি বিক্রয় হইবে।’

কৃপণের দান

ভীষণ কৃপণ বলে পরিচিত এক লোকের কাছে গিয়ে কিছু দান করতে বলল অনাথ আশ্রমের দু’জন লোক।

লোকটি বলল, আচ্ছা যান, আগামীকাল আমি পাঠিয়ে দেব।

পরদিন লোকটি রাস্তা থেকে ধরে এনে কয়েকটা অনাথ বালককে আশ্রমে পাঠিয়ে দিল।

ঘোড়ার লেজ

শিক্ষক: বল তো পল্টু, ঘোড়ার মাথা উত্তর দিকে থাকলে লেজ কোন দিকে?

পল্টু: দক্ষিণ দিকে।

শিক্ষক: হয়নি। নিচের দিকে।

আমার আব্বু বলছি

শিক্ষক: তাহলে আপনি বলতে চাচ্ছেন, রোকনের খুব জ্বর হয়েছে এবং ও আজ স্কুলে আসতে পারবে না?

এপাশ থেকে: হু!

শিক্ষক: আপনি কে বলছেন?

এপাশ থেকে: আমার আব্বু বলছি।

অনেকগুলো হাতি

শিক্ষক: মন্টি, এমন একটা প্রাণীর নাম বলো, যার আদ্যক্ষর ‘হ’।

মন্টি:হাতি।

শিক্ষক: গুড! এবার এমন একটা প্রাণীর নাম বলো তো, যার আদ্যক্ষর ‘অ’।

মন্টি: অনেকগুলো হাতি!

পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপায়

শিক্ষক: বল তো, আমরা কীভাবে আমাদের স্কুলটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি? ছাত্র: স্যার, আমরা ক্লাস না করে বাসায় বসে থাকতে পারি!

আমার নিজের ব্লগ - Sweet Dream

বিষয়: বিবিধ

১২১১ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178873
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৩
বিন হারুন লিখেছেন : Happy Happy Rolling on the Floor Happy
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৭
131911
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : শর্টকার্টে মারেন ক্যান ভাই দুয়েকটা কথাও লিখেন। অনেক ধন্যবাদ Happy Happy Happy :
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪১
131916
বিন হারুন লিখেছেন : তাহলে নতুন একটি শুনুন: গত রাতে আমরা একসাথে দুই ম্যাসের লোকজন খাবার খেতে বসেছি. এক মেসে রান্না হয়েছে গোস্ত, অন্য মেসে পাকানো হয়েছে মাছ. যেই মেসে মাছ পাকানো হয়েছে তাদের একজন বললেন "আমি গোস্ত খাইনা" অন্য মেসের একজন জিজ্ঞাসা করলেন কেন ভাই? লোকটি উত্তর দিলেন "দিলে না হয় খেতাম, না দিলে খাই কিভাবে?".
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২৫
131921
শফিউর রহমান লিখেছেন : গোস্ত রান্না হলো, অথচ মাছ পাকানো হলো কেন? মাছ কি দোষ করেছিল যে তাকে রান্না করা হলো না? অথবা গোস্তই বা কি দোষ করলো যে তা পাকানো হলো না?
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৭
131924
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : হা হা হা হা হা হা হা চমৱকার কমেন্ট। নোবেল আমার হইলে আপনি পাইতেন।Winking Winking
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩০
131928
বিন হারুন লিখেছেন : গোস্তে আদা দিতে হয় আর বেশী সেদ্ধ করতে হয় তাই তাকে রান্না বলেছি. আর মাছে আদা দিতে হয় না, তেমন সেদ্ধ করতেও হয় না একপাকেই হয়ে যায় তাই পাক বললামWinking
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৮
131932
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : আমি আজ ভাগ্যবান যে আমার পোস্ট এর বদৌলতে সেইরাম একটা থিওরী আবিষ্কার হইল। 'পাক-রান্না থিওরী'
178878
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৭
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৭
131925
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : ;Winking ;Winking ;Winking ;Winking ;Winking ;Winking ;Winking ;Winking Happy>- Happy>-
178884
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৭
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৮
131926
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ।
178980
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২২
আমি মুসাফির লিখেছেন :
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
132065
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : হা হা হা হা হা দাত কই?????
179024
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
132066
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : অনেক ধন্যবাদ।
179188
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪০
মাটিরলাঠি লিখেছেন : ভালো হয়েছে। ধন্যবাদ।

এক কৃপণের বাড়ীতে আগুন লাগলে - কৃপণ তখন ফায়ার ব্রিগেডের নাম্বারে মিস-কল দিল।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২০
132295
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : যে আগুন লাগাতে ফায়ার ব্রিগেডকে মিসড কল দেয় ওইটা কৃপণতো বটেই পাগলও ৯৮%।
181892
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০০
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০০
134577
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : আপনার ভালো লাগার জন্য ধন্যবাদ।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০২
134580
সজল আহমেদ লিখেছেন : যাযাকাল্লাহু খাইরান।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File