মজার কিছু কৌতুক..........
লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:২৫:৪৬ দুপুর
বিজ্ঞপ্তি
এক কৃপণ গেছে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে।
কৃপণ: ভাই, আমার বাবা মারা গেছেন। সবচেয়ে ছোট্ট একটা বিজ্ঞপ্তি দিতে কত টাকা লাগবে?
কর্মকর্তা: ১০০ টাকা।
কৃপণ: ওহ্! এত? আচ্ছা যাক, দিলাম না হয় ১০০ টাকা। লিখুন, ‘রফিক সাহেব মারা গেছেন।’
কর্মকর্তা: স্যার, কমপক্ষে আট শব্দের হতে হবে।
কৃপণ: আচ্ছা, তাহলে লিখুন, ‘রফিক সাহেব মারা গেছেন। একটি গাড়ি বিক্রয় হইবে।’
কৃপণের দান
ভীষণ কৃপণ বলে পরিচিত এক লোকের কাছে গিয়ে কিছু দান করতে বলল অনাথ আশ্রমের দু’জন লোক।
লোকটি বলল, আচ্ছা যান, আগামীকাল আমি পাঠিয়ে দেব।
পরদিন লোকটি রাস্তা থেকে ধরে এনে কয়েকটা অনাথ বালককে আশ্রমে পাঠিয়ে দিল।
ঘোড়ার লেজ
শিক্ষক: বল তো পল্টু, ঘোড়ার মাথা উত্তর দিকে থাকলে লেজ কোন দিকে?
পল্টু: দক্ষিণ দিকে।
শিক্ষক: হয়নি। নিচের দিকে।
আমার আব্বু বলছি
শিক্ষক: তাহলে আপনি বলতে চাচ্ছেন, রোকনের খুব জ্বর হয়েছে এবং ও আজ স্কুলে আসতে পারবে না?
এপাশ থেকে: হু!
শিক্ষক: আপনি কে বলছেন?
এপাশ থেকে: আমার আব্বু বলছি।
অনেকগুলো হাতি
শিক্ষক: মন্টি, এমন একটা প্রাণীর নাম বলো, যার আদ্যক্ষর ‘হ’।
মন্টি:হাতি।
শিক্ষক: গুড! এবার এমন একটা প্রাণীর নাম বলো তো, যার আদ্যক্ষর ‘অ’।
মন্টি: অনেকগুলো হাতি!
পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপায়
শিক্ষক: বল তো, আমরা কীভাবে আমাদের স্কুলটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি? ছাত্র: স্যার, আমরা ক্লাস না করে বাসায় বসে থাকতে পারি!
আমার নিজের ব্লগ - Sweet Dream
বিষয়: বিবিধ
১২১১ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক কৃপণের বাড়ীতে আগুন লাগলে - কৃপণ তখন ফায়ার ব্রিগেডের নাম্বারে মিস-কল দিল।
মন্তব্য করতে লগইন করুন