আমার মতে জামায়াতকে আসলে ভ্যানিশ হওয়াই উচিত। মানুষ না চাইত যদি...
লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:০৩:৪২ বিকাল
""রাষ্ট্রের সকল উন্নতি, নিরাপত্তা, সম্প্রীতিসহ ননা কর্মকান্ড এক জায়গায় গিয়ে ব্রেক করছে। সব কাজেকর্মে বাধা একটা দলের কারনে। মনের মত সব কাজেই বাধা দেয়া একটা আদর্শ বা মতের অনুসারীরা। নিজের বা নিজেদের জন্য কিছু করতে পারি না ঐ দলের জন্য। এখন ঐ দলটাকে ভ্যানিশ না করে উপায় কি বলেন?
আমি আমার পিতার পদাঙ্ক অনুসরন করে এবং আমার আশেপাশের মহাশুভাকাঙ্খীদরে পরামর্শে আমার ক্ষমতা ধরে রাখতে বা মত বিস্তারের স্বার্থে ঐ দলটাকে ভ্যানিশ না করে উপায় কি বলেন?''
উপরোক্ত মনোবাসনা কার বা কাদের তা বলার অপেক্ষা রাখে না।
যদি বেশির ভাগ মানুষ চায়----
* কারো গোলামী থেকে বেঁচে থাকতে।
* সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে।
* সব ধর্মের সহাবস্থান।
* সকল অনৈতিক কর্মকান্ডের মুলোৎপাটন।
* সৎ নেতার বিপরীতে অসৎদের নির্বাসন।
* শান্তির আবহময় বাংলাদেশ।
কিন্তু তাতেই বা কি????????
কিন্তু নিশ্চয়ই সবার উপরে আল্লাহ আছেন তিনি সব দেখছেন এবং নিশ্চয়ই তিনি এই মজলুম দের ভবিষ্যতের উপহার রেখেছেন।
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
--------- দৈনিক ইনকিলাব
মন্তব্য করতে লগইন করুন