আমার মতে জামায়াতকে আসলে ভ্যানিশ হওয়াই উচিত। মানুষ না চাইত যদি...

লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:০৩:৪২ বিকাল

""রাষ্ট্রের সকল উন্নতি, নিরাপত্তা, সম্প্রীতিসহ ননা কর্মকান্ড এক জায়গায় গিয়ে ব্রেক করছে। সব কাজেকর্মে বাধা একটা দলের কারনে। মনের মত সব কাজেই বাধা দেয়া একটা আদর্শ বা মতের অনুসারীরা। নিজের বা নিজেদের জন্য কিছু করতে পারি না ঐ দলের জন্য। এখন ঐ দলটাকে ভ্যানিশ না করে উপায় কি বলেন?

আমি আমার পিতার পদাঙ্ক অনুসরন করে এবং আমার আশেপাশের মহাশুভাকাঙ্খীদরে পরামর্শে আমার ক্ষমতা ধরে রাখতে বা মত বিস্তারের স্বার্থে ঐ দলটাকে ভ্যানিশ না করে উপায় কি বলেন?''

উপরোক্ত মনোবাসনা কার বা কাদের তা বলার অপেক্ষা রাখে না।

যদি বেশির ভাগ মানুষ চায়----

* কারো গোলামী থেকে বেঁচে থাকতে।

* সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে।

* সব ধর্মের সহাবস্থান।

* সকল অনৈতিক কর্মকান্ডের মুলোৎপাটন।

* সৎ নেতার বিপরীতে অসৎদের নির্বাসন।

* শান্তির আবহময় বাংলাদেশ।


কিন্তু তাতেই বা কি????????

কিন্তু নিশ্চয়ই সবার উপরে আল্লাহ আছেন তিনি সব দেখছেন এবং নিশ্চয়ই তিনি এই মজলুম দের ভবিষ্যতের উপহার রেখেছেন।



বিষয়: বিবিধ

১১১৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171467
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৪
নাবীল লিখেছেন : জামাত ভেনিস হলে নাস্তিক রা সাবলম্বি হবে। নাস্তিকদের দৌরাত্ব আরো বেড়ে যাবে। নাস্তিকদের তাফার্লিং বাংলার মুসলমানরা কখনো মেনে নিবেনা।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
125257
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : কিন্তু বুঝিনা, যারা ঐ নাস্তিকদের দোসর তারা আবার মাহফিলে যায় আজকাল। সত্যিই- সেলুকাস!!!Winking Winking Winking
171476
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৭
আমি মুসাফির লিখেছেন : জামাতকে ভারত বেশী ভয় করে কারণ তারা জামাতকে বশীভুত করতে পারেনি। আওয়ামীরা তো ভারতের পা চাটা কুত্তা । তারা ভারতের জন্য সব কিছু করতে পারে এদেশের সব বিকিয়ে দিয়ে । জামাতকে তাই হয় বন্ধ করতে হবে নইলে তাদেরকে হথ্যা গুম খুন করে জব্দ করতে হবে ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
125258
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : যুগে যুগে এমনটা হয়েছে........ এ আর এমনকি তবে আর কত দীর্ঘ এ রাত................?
171511
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো বলেছেন ভাই।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
125259
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : পড়ার জন্য, অনেক ধন্যবাদ।
171555
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০১
আবু আশফাক লিখেছেন : স্বাধীনতার পর থেকেই ভারতীয় আগ্রাসন, বঞ্চনা ও জুলুমের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার দেখা গেছে জামায়াতকে। বেরুবাড়ী, তিনবিঘা করিডোর, দক্ষিণ তালপট্টি, লেলিয়ে দেয়া ‘শান্তির বাহিনী’, ফারাক্কা-তিস্তা, সীমান্তে হত্যা, ইয়াবা-ফেন্সিডিল পাচারসহ সব জুলুম ও আগ্রাসনের বিরুদ্ধে এই সংগঠনটিকে সদা সোচ্চার দেখা গেছে। টিপাইমুখ বাঁধের সম্ভাব্য ভয়াবহতা সম্পর্কে তারাই প্রথম জনসভা থেকে প্রতিবাদ জানায় ও জনগণকে সচেতন করে তোলে এমন এক সময় যখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল ‘টিপাইমুখ বাঁধ কার্যকর হলে উপকৃত হবে বাংলাদেশ’। ’৭১-এ পরাজিত শক্তির এই বাড়াবাড়ি ভারত আদৌ ভালো চোখে তো দেখেইনি, বরং তার কায়েমী স্বার্থের প্রতি এক বড় রকম হুমকি রূপেই দেখেছে। সুতরাং ‘জামায়াত নির্মূল’ ভারতের এক নম্বর টার্গেটে উঠে আসে এবং সেই লক্ষ্যে তারা অনেকটা সফলও বলা চলে।
--------- দৈনিক ইনকিলাব
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
125325
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : কথাটা ঠিক কিন্তু রেফারেন্স কার দিলেন ভাই?????????

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File