একদা মতিঝিল যেতে....

লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ২২ জানুয়ারি, ২০১৪, ০১:২৬:২৭ দুপুর

এরকম অতিথিদের সাথে আপনার সাক্ষাত হয়েছে কি? যে বা যারা আচানক আপনার পাশে উদয় হয়ে আপনার সম্পত্তি বিনা দলিলে তাদের করে নেয়? ঠিক ধরেছেন! ছিনতাইকারী। আমার জীবনে দুইবার এমন মহত ব্যক্তিদের সাথে মোলাকাত হয়েছিলো। এর মধ্যে উল্লেখযোগ্যটাই উল্লেখ করছি। যেটা ঘটেছিলো মতিঝিল এলাকায়।

তারিখ মনে নেই তবে দিনটা ঠিক মনে আছে 'শুক্রবার'। কোনো কাজ ছিলনা তাই মতিঝিল গেলাম। সদা কর্মব্যাস্ত এই মতিঝিল শুক্রবার জনবিরল অবস্থায় বেশ উপভোগ্য লাগে। কিন্তু ভবিষ্যত যদি জানতাম!

পল্টন মোড় থেকে মতিঝিলের দিকে হাটা ছিলাম। যেতে যেতে দৈনিক বাংলা মোড়ের আগে একটা লোকের সাথে হাঠৎ-ই ধাক্কা খেলাম। বেশ অবাক হলাম এই ফাঁকা রাস্তায় কারো সাথে ধাক্কা খাওয়া সুখের কথা নয় ভেবে।

চুপসে গেলাম যখন দেখলাম ধাক্কা খাওয়া লোকটি আমাকে ডাকলো 'ভাইজান শোনেন।'

আমি লজ্জিত হয়ে বললাম, 'ভাই, সরি।'

সে বলল 'দেখে চলেন, ভাই'।

'কিভাবে লাগলো ভাই বুঝলাম না'। অপ্রস্তুত হয়ে বললাম।

'কোথায় আসছেন?' জিজ্ঞেস করল। তার কথাগুলো বেশ ভালো কিন্তু পোষাক ছিল নোংরা, কদাকার।

'এইতো এক বন্ধুর বাসায়'। উত্তরে বললাম

'বন্ধুর বাসা কোথায়' জিজ্ঞেস করল।

'এই তো ওয়ারী' উত্তরে বললাম। বেশ বিরক্ত হচ্ছিলাম কিন্তু আরো কয়েকটি মুখ আগ্রহ নিয়ে আমাদের দিকে তাকিয়ে ঘুরঘুর করছিল দেখে চুপসে রইলাম। এরকম আরো কিছু ফালতু জিজ্ঞেস করল আর আমিও উত্তর দিলাম। আমার চারপাশের লোকগুলেঅ সতর্ক প্রহারায় ছিলাম।

'পকেটে কি?' আমার প্যান্টের পকেটের দিকে তােকয়ে জিজ্ঞেস করল।

বুকটা ধক করে উঠলো। আমার প্যান্টটা একটু ঢোলা ধরনের ছিল তাই আমার ভারী নোকিয়া এন৭০ মোবাইলটা ঝুলে ছিল। ওদরে উদ্দেশ্যখানা এখন মোটামুটি মালুম হল।

কিন্তু মিথ্যা বললাম না। 'মোবাইল' উত্তর দিলাম।

'আর কি কি আছে' জিজ্জ্ঞেস করল।

'২০০ টাকা' বললাম।

হঠাৎ দিল দরিয়া হয়ে লোকটি বলল 'ভাই-আমাগোও-তো পেট আছে কিছু দেন বাঁচি।'

ঐ মূহুর্তের অবাক হলাম লোকটির কথাবলার ধরন দেখে। বলেকি!

'ভাই আমি কি দিব? দেওয়ার মতো তো কিছু নাই।' কাচুমাচু হয়ে বললাম

'এতক্ষন তো বুঝাইলাম, না বুঝলে আমগো যা করার করতে অইব'

কি বলর ভাবছি এসময় পাশ দিয়ে এক হেটে গেলো আর যাওয়ার সময় বলল'যা চায় দেন ভাই'

বললাম'ভাই ২০০ টাকা আছে'।

'মোবাইলটা বাইর করেন'। হাত নাড়িয়ে বলল।

লোকটা এই কথাটা আমার পছন্দ হলো না তাই সাত পাঁচ না ভেবে রেগে গিয়ে বললাম 'এটা কেমন কথা আমার মোবাইল বের করব কেন?'

ঠিক এই মুহূর্তেই একটা মাইক্রোবাস এসে থামলো পাশে। আমিতো ভয়ই পেয়েছিলাম তবে ঐ মাইক্রোবাসটাই আমার ত্রাতারূপে এলো। লোকগুলো কি ভেবে বা কি মনে করে যেন বলল, ভাই কিছু মনে কইরেন না, যান। বলতেও পারলো না বলতে বলতেই দৌড়ে গেলো। কোথায় হারিয়ে গেলো আমিও তেমন একটা খুজলাম না। লোকটি যেভাবে হন্যে হয়ে ছুটলো তাতে সে কোন মুল্লুকে তা ওয়াকিফহাল হওয়া আমার ধাতে সইবে না।

পুনশ্চ: পরের দিন খবরে দেখলাম তাতেই আমার দীর্ঘ একটা শ্বাস বের হয়ে গেল। ঠিক সেখানেই একটা লোক খুন! তার নিকট থেকে টাকা ছিনতাই করে খুন করা হয়েছে। মূলত আমি ঘটনা ঘটার সময় ভয় পাইনি তেমন একটা তবে এই খবরটা পড়ে কিছু ভয় পেয়েছিলাম বৈকি।

[বি:দ্র: ঘটনাটা অনেক দিন আগে ঘটায় পুঙ্খানুরূপে মনে নেই তাই ক্ষমা প্রার্থ তবে এটা আমার অভিজ্ঞতা। এটা সত্য।]

ইসলামী গান ও প্রয়োজনীয় সফটওয়্যারের জন্য আমার নতুন ব্লগ ঘুরে আসতে পারেন- Sweetdream

বিষয়: বিবিধ

১০১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165817
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৯
প্যারিস থেকে আমি লিখেছেন : যাক মোবাইলটা রক্ষা হয়েছে।
২২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৪
120026
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : হ্যা, আল্লাহ বাচিয়েছেন।
পড়ার জন্য ধন্যবাদ।
166182
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩০
সাইদ লিখেছেন : আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন।
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৫
120277
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : হ্যা, আল্লাহ বাচিয়েছেন।
পড়ে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File