এখনো কেন তারা গ্রেফতার হচ্ছে না ?
লিখেছেন লিখেছেন সমুদ্র হাওলাদার ১৩ মে, ২০১৪, ০৮:৪৮:৩০ সকাল
বর্তমান সরকারের আমলে সবচেয়ে সহজলভ্য হচ্ছে হত্যা,গুম,নির্যাতন আর বিরোধীমতের লোকজনদের অহরহ গ্রেফতার।বিশেষ করে,জামায়াত-শিবিরের নেতা-কর্মী-সমর্থকদের গ্রেফতার করা আওয়ামী সরকারের রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে।অথচ হাইকোর্টের নির্দেশের পরও এখন অবধি গ্রেফতার হচ্ছেনা RAB এর সাবেক তিন কর্মকর্তা।যারা এ বাহিনীটিকে কলংকিত করেছে ।এছাড়াও এ ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ এসেছে, প্রভাবশালী আওয়ামীলীগ নেতা (গডফাদার) মন্ত্রী মায়া চৌধুরীর পুত্র দীপু চৌধুরীর।এখানে উল্লেখ্য, অভিযুক্ত সাবেক RAB কর্মকর্তা তারেক সাঈদ মায়া চৌধুরীর জামাতা।
জাতির প্রত্যাশা অতি দ্রুত সরকার এ ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনবে।একই সাথে মায়া চৌধুরীকে মন্ত্রীসভা থেকে বহিষ্কার করতে হবে।
বিষয়: বিবিধ
৭৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
২> জনগনের কাছে ভালো হওয়ার জন্য বিচারের নামে মামলা ঝুলাইয়া রাখবে দেখাবে বিচার করতেছি।
মন্তব্য করতে লগইন করুন