'হিন্দু ও অন্যান্য ধর্মে নারী নির্যাতনের ব্যাপারে নাস্তিকদের নীরবতার আসল কারণ

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ১৩ মে, ২০১৪, ০৮:৪৮:০৬ সকাল



পূর্ব প্রকাশের পর:

বলিউঠ অভিনেতা আমির খানের “সত্যমেভ” http://www.satyamevjayate.in অনুষ্ঠান টা যারা দেখেছেন তারা জানেন যে এই পৃথিবীর মাঝে সবচেয়ে বেশী স্ত্রী নির্যাতন হয় ভারতে। ভারতের প্রতিটা থানায় এরকম আলাদা একটা সেলই আছে ঘরের ভিতর স্ত্রী নির্যাতন বন্ধ করার জন্য। কিন্তু নাস্তিকরা কখনই ভারতের এই স্ত্রী নির্যাতন নিয়ে কোন কথা বলে না।

Crime Patrol এই অনুষ্ঠানটা যারা দেখেছেন (লিঙ্ক: http://en.wikipedia.org/wiki/Crime_Patrol_(TV_series) তারা জানেন যে ভারতে স্ত্রীর গায়ে স্বামী কি পরিমান হাত উঠায়। স্ত্রী নির্যাতন এটা এখন ভারতের একটা জাতীয় সমস্যা।

আচ্ছা আপনারা কি কখনই কোন হাদিসে পেয়েছেন যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের কে বলেছে যে তোমরা তোমাদের স্ত্রীদের কে মাইরধর কর ? বা এমন কি কোন বর্ননা পেয়েছন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখন উম্মুল মুমেনীনদের গাঁয়ে হাত তুলেছেন ? বা এমন কি কোন বর্ননা পাওয়া যায় যে কোন মহিলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে অভিযোগ করেছে যে আমার স্বামী আমার গাঁয়ে হাত তুলেছে ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ৪ কন্যা ছিল। হযরত যয়নব, হযরত রুকাইয়া, হযরত উমমে কুলসুম ও ফাতেমা রযিয়াল্লাহু আনহা। কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই ৪ কন্যা তো কখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এমন কোন অভিযোগ করে নি যে উনাদের স্বামীরা কখনো উনাদের গায়ে হাত তুলেছে।

ফিকাহ শাস্ত্রের কোথাও কি লেখা আছে যে ইসলামে বলেছে স্বামী যেন স্ত্রীর গাঁয়ে আঘাত করে?

তাহলে নাস্তিকদের এই 'স্ত্রীকে সীমাহীন মারধর করার বিষয় টা নিয়ে এত আগ্রহ কেন?

আর আপনারা কখনই কি কোন নাস্তিককে দেখেছেন সূরা নিসার ১১,১২, ১৭৬ নং আয়াত নিয়ে আলোচনা করতে ? নাস্তিকরা কিন্তু কখনই সূরা নিসার ১১,১২, ১৭৬ নং আয়াতগুলি নিয়ে কোন আলোচনা করবে না কারন কোরআনের এইসব আয়াতে আল্লাহ সুবহানাতায়ালা মেয়েরা তার বাপ মা স্বামী পুত্রের কতটুকু সম্পত্তি পাবে তা নিয়ে আলোচনা করেছেন।

বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় মনে হয় একটা খবর এসেছে যে আফগানিস্তানে নাকি বউকে পিটানোর বৈধতা দিয়ে একটি আইন পাশ করা হবে। আর যথারীতি এটা নিয়ে নাস্তিকরা দ্বীন ইসলাম কে ছোট করা শুরু করেছে। আসিফ মহিউদ্দীনও তার সেই পোস্টে এই প্রসঙ্গটা টেনে নিয়ে এসে ইসলাম কে ব্যঙ্গ করেছে। আসলে নাস্তিকদের চোখে একমাত্র মুসলিম দেশ হল আফগানিস্তান। যেন আফগানিস্তান ছাড়া দুনিয়ায় আর কোন মুসলিম দেশ নাই। কেন কুয়েত কাতার সৌদিআরব এগুলি কি কোন মুসলিম দেশ না ? আর আফগানিস্তান দেশটাতে অনেক উপজাতি মুসলমান আছে। সেইসব উপজাতি মুসলমানরা কিছু নির্দিষ্ট সামাজিক প্রথাকে লালন পালন করে যার অনেক কিছুই ইসলামী শরীয়াহ support করে না।

পারভেজ মোশারফের “ইন দ্যা লাইন অফ ফায়ার” বইটা যারা পড়েছেন তারা জানেন যে আফগান সীমান্তবর্তী অনেক পাকিস্তানী উপজাতি গোত্র আছে যাদের উপর কেন্দ্রীয় সরকারের কোন নিয়ন্ত্রন নেই। তারা তাদের মত করে চলে। শুধু পাকিস্তান নয় আফগানিস্তানেও এরকম বহু উপজাতি আছে যারা কখনই কোন কেন্দ্রীয় সরকারের অধীনে ছিল না। আর আফগানিস্তানে একমাত্র তালেবান সরকার ছাড়া আর কখনই ঐরকম কোন কেন্দ্রীয় সরকার ছিল না। তাই আফগান বা পাকিস্তানের সেইসব উপজাতি গোত্রের কাজকারবার দ্বারা ইসলামকে মূল্যায়ন করা যাবে না।

কই যখন তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় ছিল তখন কি এমন কোন আইন আফগানিস্তানে পাশ হয়েছিল যে যে কোন স্বামী তার ইচ্ছামত তার স্ত্রীর গাঁয়ে আঘাত করতে পারবে ? আর এখন তো আফগানিস্তান দেশটা আমেরিকা চালায়। তাইলে আফগানিস্তানে যে এখন স্ত্রীকে পেটানোর যে আইনটা পাশ হয়েছে এর দায় অবশ্যই আমেরিকার। যেহেতু আফগানিস্তান দেশটা এখন আমরিকা চালায়। তাইলে আমরা মুসলমানরা কেন আফগানিস্তানের এই স্ত্রীকে পেটানো আইন পাশের দায় দায়িত্ব নিতে যাব ? আর আফগানিস্তানে যে প্রতিদিন মার্কিন সেনাবাহিনী আমাদের মা বোনদের কে ধর্ষন করছে কই এর প্রতিবাদ করে তো কখনই কোন নাস্তিককে কোন ব্লগ লিখতে দেখলাম না। কিন্তু আফগানিস্তানে আমেরিকার পুতুলমার্কা কারজাই সরকার কি না এক স্ত্রী কে পেটানোর আইন পাশ করেছে আর এই দোষ চেপেছে মুসলমানদের গাঁয়ে ! আর আসলেই কি এরকম কোন আইন আফগানিস্তানে সত্যিই পাশ হয়েছে কিনা তা নিয়ে আমার নিজের মনেই অনেক সন্দেহ আছে। কারন পশ্চিমা মিডিয়া গুলিতে আফগানিস্তান ইরাক নিয়ে এরকম অনেক ভুয়া বা অতিরঞ্জিত খবর ছাপায়।

আর আপনারা দেখবেন নাস্তিকরা খালি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ও ইরাকের উদাহরন দেয়। আরে যেইসব দেশে সারাদিন খালি মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চলে তারা কি কখনো আমাদের উদাহরণ হতে পারে ?

আসলে বাংলাদেশের অনলাইনের নাস্তিকগুলি হচ্ছে সব ভণ্ড। এই অনলাইনের নাস্তিকগুলি কে কি আপনি কখনই দেখেছেন যে হিন্দু মেয়েরা যে এখনও তাদের বাপ মা স্বামীর সম্পত্তি পায় না, হিন্দু মেয়েদের বিয়েতে যে রেজিস্ট্রেশন হয় না হিন্দু মেয়েরা যে তাদের স্বামীকে তালাক দিতে পারে না এই বিষয় গুলি নিয়ে কোন লেখালেখি করতে। এই অনলাইনের নাস্তিকগুলি সারাদিন খালি মুসলমান মেয়েদের কে নিয়ে পরে থাকে। আসলে এগুলি একটাও নাস্তিক না এগুলি হচ্ছে সব হিন্দু। এইজন্যই হাজার দোষ ত্রুটি থাকা সত্ত্বেও এরা কখনই হিন্দু ধর্মের কোন সমালোচনা করে না। একটা মুসলমান মেয়ে বাপ মা স্বামী এই ৩ জনের সম্পত্তি পায়। আজ থেকে ১০০ বছর আগেও খৃস্টান, ইহুদী মেয়েরা বাপ মায়ের সম্পত্তিতে কোন ভাগ পেত না। কিন্তু আমাদের মুসলিম মেয়েরা সেই মাদানী যুগ থেকেই বাপ মা ও স্বামীর সম্পত্তিতে ভাগ পায়। আর ইউরোপ আমেরিকার মেয়েরা তাদের বাপ মার যে সম্পত্তি গুলি পায় তা তাদের রাষ্ট্রীয় আইনে পায়। বাইবেলে কোথাও লিখা নাই যে খৃস্টান ইহুদী মেয়েরা তাদের বাপ মার সম্পত্তি পাবে। ইসলাম কি অধিকার দিয়েছে মেয়েদের কে এটা এখন প্রত্যেকটা মুসলিম মেয়েই জানে। আল কোরআনের ৪র্থ সূরা সুরা নিসার মানেই হল স্ত্রীলোক। কই কখনো তো দেখলাম না বাংলাদেশের নাস্তিকরা কখনো নেটে লেখালেখি করেছে যে হিন্দু মেয়েরাও যেন তাদের বাপ মার সম্পত্তি পায়। এই ২০১৪ সালেও হিন্দু মেয়েদের বিয়েতে কোন সাক্ষী থাকে না। অগ্নিকে সাক্ষী কে রেখে হিন্দু মেয়েদের বিয়ে হয়। হিন্দু ছেলেরা প্রায়ই হিন্দু মেয়েদের কে বলে যে আমি যে তোমাকে বিয়ে করেছি এর প্রমান কি ? হিন্দু মেয়েদের বিয়েতে কোন রেজিস্ট্রেশনও হয় না। হিন্দু মেয়েরা বিয়েতে কোন দেনমোহর পাওয়া তো দূরের কথা এমনকি হিন্দু মেয়েদের স্বামী কে তালাক দিবার ক্ষমতা পর্যন্ত নাই। স্বামী শত নির্যাতন করলেও একটা হিন্দু মেয়ের এই উপায় নাই যে সে স্বামী কে তালাক দিবে। হিন্দু ধর্মে স্ত্রী স্বামী কে তালাক দিতে পারে না।

(তথ্যসূত্র ও কৃতজ্ঞতা: শাফিউর রহমান ফারাবী।)

পূর্বের লেখা:

সামান্য ফ্রি মদ, নারী আর ফ্ল্যাটের লোভে স্ত্রীর অধিকার ও সম্মান বিষয়ে নাস্তিক আসিফের অপ-প্রচার ও মিথ্যাচার

http://lighthouse24.org/blog/post/viewPost/?postid=903

স্ত্রীকে মৃদু শাসন নিয়ে নাস্তিকদের অপপ্রচার

http://lighthouse24.org/blog/post/viewPost/?postid=905

বিষয়: বিবিধ

২৩৮০ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220925
১৩ মে ২০১৪ সকাল ০৯:৫৯
সুশীল লিখেছেন : মাইনাস
১৩ মে ২০১৪ দুপুর ১২:০৩
168484
মাই নেম ইজ খান লিখেছেন : ধন্যবাদ।
220947
১৩ মে ২০১৪ সকাল ১১:১০
আহ জীবন লিখেছেন : প্লাস।
১৩ মে ২০১৪ দুপুর ১২:০৩
168485
মাই নেম ইজ খান লিখেছেন : জাযাকাল্লাহ।
220958
১৩ মে ২০১৪ সকাল ১১:৩২
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : কই যখন তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় ছিল তখন কি এমন কোন আইন আফগানিস্তানে পাশ হয়েছিল যে যে কোন স্বামী তার ইচ্ছামত তার স্ত্রীর গাঁয়ে আঘাত করতে পারবে ?

এই আইন তো ইসলামে অলরেডি আছে, তালেবানরা আবার নতুন আইন পাশ করবে কোন দুঃখে??

যেন আফগানিস্তান ছাড়া দুনিয়ায় আর কোন মুসলিম দেশ নাই। কেন কুয়েত কাতার সৌদিআরব এগুলি কি কোন মুসলিম দেশ না ?

হাঁ, এরা মুসলিম দেশ বটেই। তবে আমেরিকার গেলমান।


১৩ মে ২০১৪ দুপুর ১২:০২
168482
মাই নেম ইজ খান লিখেছেন : ইসলামে কি আছে তা আগের লেখায় দেখো নি?

দেখলেও তো হুঁশ হবে না। কারণ ঐ যে হিন্দুত্ব!
তোমার মতো ছুপা হিন্দুর এরপরও লজ্জা হয় না?
১৪ মে ২০১৪ সকাল ০৭:২৬
168761
স্বপন২ লিখেছেন : @খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক । ব্যাংকের টেইলর না।
220966
১৩ মে ২০১৪ সকাল ১১:৫৫
egypt12 লিখেছেন : ওদের বিবেক অন্ধ আর বিষে ভরা তাই তারা এসব দেখেও দেখে না Rose
১৩ মে ২০১৪ দুপুর ১২:০৩
168486
মাই নেম ইজ খান লিখেছেন : কঠিনভাবে সহমত।
220968
১৩ মে ২০১৪ সকাল ১১:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ যুক্তিপুর্ন পোষ্টটির জন্য। এই বিশেষ অজ্ঞ রা বোধহয় বৃটিশ উত্তরাধিকার আইন সম্পর্কেও জানেনা। যেখানে জিবিত ছেলে,ভাইয়ের ছেলে এমনকি অবৈধ সন্তান থাকতে কোন বৈধ কন্যা সম্পদ ও উপাধির উত্তরাধিকারি হয়না।
221020
১৩ মে ২০১৪ দুপুর ০২:১০
আব্দুল গাফফার লিখেছেন : লাইক Rose Rose অনেক ধন্যবাদ
221024
১৩ মে ২০১৪ দুপুর ০২:২৯
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : most of the atheists are chupa Hindu.
221029
১৩ মে ২০১৪ দুপুর ০২:৪৬
পললব লিখেছেন : সূর্যস্নান করতে গিয়ে কেউ যদি কম্বল মুড়ে শুয়ে থাকে তাহলে সূর্যস্নান হবে? আর তাদের (অবিশ্বাসীদের)অবস্থা রেশম পোকার মৃত্যুর মত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File