খালেদা জিয়া ও বিএনপিকে বিতর্কিত করতে মাঠে নেমেছে DAILY STAR,সাথে বিবিসি বাংলা এবং আরো দু'টি সংবাদ |

লিখেছেন লিখেছেন সমুদ্র হাওলাদার ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪৪:০৯ রাত

গত ৪ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া উপস্থাপিত হত্যা-গুমের তথ্যাবলীকে বিতর্কিত করতে,সুপরিচিত "ভারতীয় দালাল" এবং আওয়ামীলীগের অঘোষিত "মিডিয়া পার্টনার" DAILY STAR কোমর বেধে মাঠে নেমেছে ।আর এতে সহায়তা করছে আরেক আওয়ামী 'চামচা' বিবিসি বাংলা।এর অংশ হিসেবে আজ ১০ফেব্রুয়ারি DAILY STAR একটি কাল্পনিক-মনগড়া সংবাদ ছাপে এবং সন্ধ্যায় আবার তা নিয়ে প্রতিবেদন প্রচার করে আওয়ামী দালাল বিবিসি বাংলা।

বেগম খালেদা জিয়া 'তিনবার' দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন,অথচ মাহফুজ আনাম নামক 'আওয়ামী' সাংবাদিক বিবিসি বাংলাকে বলেছেন,খালেদা জিয়া 'দুইবার' প্রধানমন্ত্রী ছিলেন।ডাহা মিথ্যা কথা।

অপরাধ বিজ্ঞানে একটা কথা আছে,"অপরাধী তার অপরাধের কোন না কোন প্রমাণ রেখে যায়"।তিনবারের প্রধানমন্ত্রীকে দুইবারের বলে, আজ এ কথারই প্রমাণ দিলেন আওয়ামী সাংবাদিক মাহফুজ আনাম।

মিথ্যা এবং মনগড়া কথা বলতে বলতে হুশ হারিয়ে ফেলা মাহফুজ আনামের এ ধরনের মিথ্যার কোন প্রতিবাদ বা সংশোধনী না দিয়ে বিবিসি বাংলাও প্রমাণ করে দিল যে,তারাও মিথ্যাবাদীদের দলে।

এসব মিথ্যাবাদী মিডিয়াকে ঘৃণা করতেও ঘৃণা হয়।

বর্তমান সরকারের কর্মকান্ড নিয়ে আরো দু'টি সংবাদের লিংক দিয়ে দিলাম ।পড়বেন দয়া করে ।

"সিপিজের বার্ষিক প্রতিবেদন-সাংবাদিকদের জন্য চরম ঝুঁকিপূর্ণ বাংলাদেশ : মাহমুদুর রহমানকে নিয়ে বিশেষ প্রতিবেদন"।

http://www.amardeshonline.com/pages/details/2014/02/10/235275

"আইন মন্ত্রণালয়ের বেআইনী কারবার ৪হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি হাতিয়ে নেয়ার চেষ্টা"।

http://www.sheershanews.com/2014/02/10/25468

বিষয়: বিবিধ

১০৪৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175663
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৭

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File