কোন পথে দেশ এবং তার ভবিষ্যত্
লিখেছেন লিখেছেন এডমিরেবল ১৮ ডিসেম্বর, ২০১৩, ০৭:০০:০০ সন্ধ্যা
♥+♥+♥+♥+♥+♥+♥+♥+♥+♥
বিরোধী রাজনৈতিক সংগঠনগোলার অবস্থা দেখে আমরা সমগ্র জাতির সামনে নিছিদ্র অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাইনা।
এ জাতির সৌভাগ্য ফিরে আসবে কিনা জানিনা তবে এদেশের মানুষকে যুগ যুগ ধরে তাদের ভূলের কাফফারা আদায় করতে হবে।
বিরুধী রাজনৈতিক দলকে ফররুখ আহমেদ এর কবিতাটা উত্সর্গ করলাম।
"আজকে তোমার পাল উঠাতে হবে
ছেড়া পালে আজ জুড়তেই হবে তালি,
ভাঙ্গা মাস্তুল দেখে দিক করতালি
তবুও জাহাজ আজ ছোটাতেই হবে।"
তবে আশার দিক হল আধাঁর যত গভীর হয় আলো তত নিকটে আসে।
♥+♥+♥+♥+♥+♥+♥+♥+♥+♥
বিষয়: রাজনীতি
১১৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন