বাবা গাঞ্জাখোর তখন তো জাতিসংঘের কার্যালয় ঘেরাও করতে গেলি না!

লিখেছেন লিখেছেন জেরিন সরকার ১৮ ডিসেম্বর, ২০১৩, ০৬:৫৬:৩৬ সন্ধ্যা

বাবা গাঞ্জাখোর, কাদের মোল্লার জন্য পাকিস্থানের শোক প্রস্তাবকে কেন্দ্র করে তো পাকিস্থানের হাইকমিশন ঘেরাও করতে গেলি, না পেরে অবশেষে হুমকি দিলি পাকিস্থান নিঃশর্ত ক্ষমা না চাইলে ২০ ঘন্টার মধ্যে পাকিস্থানের সাথে সব রকম কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য। কাজটা খারাপ করিসনি, ভালই করেছিস। কিন্তু জাতিসংঘ মহাসচিব বলেছিল কাদের মোল্লার ফাঁসি কার্যকর না করার জন্য, জন কেরি বলেছিল কাদের মোল্লার ফাঁসি কার্যকর না করার জন্য, তুরস্কও বলেছিল কাদের মোল্লার ফাঁসি কার্যকর না করার জন্য, কিন্তু কই বাবা গাঞ্জাখোর তখন তো জাতিসংঘের কার্যালয় ঘেরাও করতে গেলি না! আমেরিকার হাই কমিশন ঘেরাও করতে গেলি না! তখনতো একবারও বললি না নিঃশর্ত ক্ষমা না চাইলে ২০ ঘন্টার মধ্যে জাতিসংঘ ও আমেরিকার সাথে সব রকম কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে! কেন রে বাবা, তখন মুখে কুলুপ এঁটেছিলি কেন?

কথায় বলে বামনের দৌড় তার ঐ পৈতা আর মন্দির পর্যন্তই। আর তোদের মতো গাঞ্জাখোরদের দৌড় ঐ শাহবাগ পর্যন্তই।

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File