আমরা কি তাকে ভূলে যাচ্ছি....?!!!
লিখেছেন লিখেছেন এডমিরেবল ১৭ ডিসেম্বর, ২০১৩, ০৬:৫১:৩৭ সন্ধ্যা
O.o••••••••••••••°o.O বাহাত্তরের জাহেলিয়াতের অন্ধ তমসায় গোটা দেশ ছেয়ে গেলে দেলোয়ার হোসেন সাঈদী ইসলামের মশাল হাতে নিয়ে দেশের এক প্রান্ত হতে আর এক প্রান্ত পর্যন্ত উল্কার মত ছুটে বেড়িয়েছেন। বন্দুকের নলের মুখে ইসলামের আওয়াজ বুলন্দ করেছেন। ঝঞ্ঝা বিক্ষুদ্ধ মহাসমুদ্রে ভাসছিল কেবল মাত্র সাঈদীর ছোট্ট একটি ডিঙ্গা, বৈঠা হাতে তিনি উত্তাল তরঙ্গ ভেদ করে ইসলামের ছোট্ট কিস্তী নিয়ে পাড়ি দিয়েছেন। মিনারে মিনারে আযান দিয়ে সম্মোহিত জাতির চেতনা ফিরিয়ে এনেছেন। কিন্তু যখন তন্দ্রার ঘোর থেকে গোটা জাতি জেগে উঠল তখন আর সেই নকীব সাঈদী ময়দানে নেই। আমরা আল্লাহর কাছে পার্থনা করি তিনি যেন মুক্তি পেয়ে অচিরেই আমাদের মাঝে ফিরে আসেন। আমীন। O.o••••••••••••••°o.O
বিষয়: বিবিধ
৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন