বিজয়ের ৪৩ বছরে আমাদের সাফল্য কতখানি??
লিখেছেন লিখেছেন এডমিরেবল ১৬ ডিসেম্বর, ২০১৩, ০৭:০৮:৫২ সন্ধ্যা
•ΕΕ•ΕΕ•ΕΕ•ΕΠ•-
→
↓
রক্তনদী পেরিয়ে আসা আনন্দ-বেদনায়
মিশ্র ৪৩তম মহান বিজয় দিবস ।
কিন্তু আমার মনে একটা প্রশ্ন সব
সবময়ই চষে বেড়ায় তা হল, “ এ দীর্য
৪৩বছরেও কি দেশ প্রকৃত বিজয় অর্জন
করতে পেরেছে ?” এর উত্তর সর্বদাই
চলে আসে “না”।
আমরা চেয়েছিলাম শোষন মুক্ত সমাজ
তা পাইনি।
আমরা চেয়েছিলাম সামাজিক,
অর্থনৈতিক ও রাজনৈতিক নিশ্চয়তা –
আজও পাইনি
আমরা চেয়েছিলাম স্বাভাবিক জন্ম ও
মৃত্যুর নিশ্চয়তা – পাইনি (ওটা দেশের
রাজনীতিবিদদের দয়ার উপর
নির্ভরশীল)।
এভাবে হাজারো চাওয়ার
সমন্বয়ে সেদিন মুক্তিযুদ্ধ হয়েছিল।
তাজা প্রাণ গুলো অকাতরে বিলীন
করে দিয়েছিলেন দেশের সূর্য
সন্তানেরা। কিন্তু আজও তার সুফল
আমরা পাইনি। আদৌ পাব
কিনা মনে হয়না।
•ΕΕ •ΕΕ•ΕΕ•ΕΠ•-
বিষয়: বিবিধ
১০৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন