যেকোনো মূল্যে সাতক্ষীরাকে জঙ্গিমুক্ত করা হবে - শেখ হাসিনা
লিখেছেন লিখেছেন বিডি বিবেক ২০ জানুয়ারি, ২০১৪, ০৫:৫১:৫০ বিকাল
প্রধানমন্ত্রী।
এত কষ্ট করে, এত মুল্য দিয়ে জঙ্গিমুক্ত করবেন? নাকি BSF এর হাতে তুলে দেবেন? তারাই জঙ্গি(!) মুক্ত করবে! ভেবে দেখুন! ভেবে দেখুন, কোনটা আপনার জন্যে ভালো হবে? আপনার যা ভালোলাগে তাইতো করছেন! আপনি হলেন বাংলাদেশের একমাত্র অধিপতি। দেশ আপনার আঙ্গুল হেলানিতেই চলে। আপনি আসলে কার আঙ্গুল হেলানিতে চলেন - তাই আজ আমাদের প্রশ্ন?
রাখঢাক করার দরকার কি, প্রধানমন্ত্রী? বিষয়টা এখন ওপেন সিক্রেট। আপনি যে প্রক্রিয়া শুরু করেছেন, তা এতদিনে আমরা সবাই জানি। দেরিতে হলেও আপনি শেষমেষ ইন্ডিয়ার হাতেই দেশটাকে তুলে দেবেন। আপনি এদেশের মেয়ে হয়ে, দেশের মানুষকে হত্যা না করে বরং BSF এর হাতেই কাজটা করাতে পারেন। তাতে আমরা অন্তত: এই সান্তনাটুকু পাবো যে, আমাদের দেশে 'মীরজাফর' একবারই জন্ম নিয়েছিল।
সাতক্ষীরা ইন্ডিয়ার সীমান্তবর্তী জেলা। এটি দিয়েই আপনি আপনার আসল কাজ শুরু করতে চান; সেটা বুজতে আমাদের কোনই কষ্ট হচ্ছেনা। আজ সাতক্ষীরা জঙ্গি মুক্ত করবেন; কাল করবেন যশোর; পরশু করবেন রাজশাহী-দিনাজপুর-রংপুর, এরপর সিলেট। এভাবে পুরো দেশটাকে আপনি জঙ্গি মুক্ত করবেন।
আপনার জঙ্গিমুক্ত এলাকা মানে, ইন্ডিয়ার জন্যে সম্পূর্ণ নিরাপদ এলাকা। এভাবে ইন্ডিয়া তার নিরাপদ এলাকা প্রতিষ্ঠা করবে। এরপর দেশ দখলে নেবে। আপনার অবশ্য তাতে কোনো ক্ষতি নাই। অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রীর পদটা আপনারই থাকবে। আর আপনার সন্তানসন্তুতি সবাই ইতোমধ্যে বিদেশী নাগরিকত্ব গ্রহণ করেছে। তারা যতদিন প্রয়োজন ব্রিটেন, আমেরিকাতে থাকবে। আপনি মারা গেলে, মুখ্যমন্ত্রীর পদটা, হয়ত তারাই ক্রমান্নয়ে ভোগ করবে।
আপনি দয়াকরে আমাদেরকে আর লাশ উপহার দেবেন না, প্রধানমন্ত্রী। ইন্ডিয়ার দখলে গেলেওতো আমাদের মত অপদার্থরাই আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করবে। আপনি নিজ হাতে আরো বেশি খুন-খারাবি করলে আমরা যখন ইন্ডিয়ান নাগরিক হবো, তখন তো আপনাকে ভোটে দেবো না। আপনি ওমরা-হজ্জ করে মাথায় পট্টি বাধলেও আমরা ভোট দেব দাদাকে। কারণ আমরা ইতোমধ্যে আপনার উপর অতিষ্ঠ হয়েগেছি। মনে রাখবেন, বাংলাদেশে আপনার মত একনায়কের প্রতিষ্ঠা করলেও, ইন্ডিয়া কিন্ত নিজদেশে গণতন্ত্র প্রাকটিস করে। ভোটে কিন্ত আপনি হেরে যাবেন, প্রধানমন্ত্রী। আপনার ইন্ডিয়ান রাজ্যে মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন উবে যাবে। তাই সেকথা বিবেচনা করে হলেও, আপনার মাতৃভূমিতে হত্যা বন্ধ করুন!
বিষয়: বিবিধ
১২৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন