পোলট্রির মত গার্মেন্টস সেক্টর ও এখন ধংশের মুখে।
লিখেছেন লিখেছেন বিডি বিবেক ১৫ ডিসেম্বর, ২০১৩, ০২:৩৪:০৯ দুপুর
ইন্ডিয়া সহ বাংলাদেশের আরো কিছু প্রতিযুগীদেশ আশা করছিল যে, ২০০৫ সালে GSP উঠে গেলে গার্মেন্টস সেক্টরে বাংলাদেশ আর তেমন কিছু করতে পারবে না । কিন্তু দেখা গেল ২০০৬ সালে বাংলাদেশ গার্মেন্টস রপ্তানিতে ইন্ডিয়াকে ও ছাড়িয়ে গেল । বাংলাদেশের জন্যে কাল হলো সেটাই । পোলট্রির মত গার্মেন্টস সেক্টর ও এখন ধংশের মুখে । কে জানে এর শেষ কোথায় ।
মানুষ বলে, বাংলাদেশ আরেক সিকিম হবে । এখন সে যুগ নেই । এটা সাম্রাজ্যবাদের যুগ না ।এটা পলিটিকাল ইকনমির যুগ । অতগুলু মানুষকে নিয়ে কিভাবে ইন্ডিয়া সামাল দেবে? বাংলাদেশ ১৬ কোটি মানুষের একটা বিশাল বাজার । বরং এ বাজার দখলে নিতে পারলে অনেক লাভ । বাংলাদেশের অর্থনীতি তাই আজ পঙ্গু । বাংলাদেশ আমাদের প্রতিবেশীর বাজার । ফেনসিডিল, পিয়াজ, রসুন, পোল্ট্রি আর ভবিষতে গার্মেন্টসের বাজার। আমাদের পোলট্রির মালিকানা যেভাবে ইন্ডিয়ার হাতে চলে গেছে, সেভাবে গার্মেন্টস ও যাবে । আমাদের নেতারা ক্ষমতার জন্যে সবই পারে । ক্ষমতা তোমার, বাজার (দেশ) আমার, সে ভিত্তিতে আমাদের নেতারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন । ক্ষমতার জন্যে দেশ বিক্রি করে দিয়েছেন ।
বিষয়: বিবিধ
১৩৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন