বড় ভয় লাগে!
লিখেছেন লিখেছেন বিডি বিবেক ১৩ জানুয়ারি, ২০১৪, ১০:৫০:৫১ রাত
খালেদা জিয়ার এখন কোনো আন্দোলন কর্মসূচিতে যাওয়া উচিত না। এই মুহুর্তে দেশ বাচানো বড় কথা। খালেদা জিয়ার উচিত বিশ্বের বিভিন্ন দেশের সাথে কুটনৈতিক তত্পরতা চালানো। যেহেতু ইন্ডিয়ার এজেন্ডা হলো আওয়ামীলীগকে যতদিন সম্ভব ক্ষমতায় রেখে তাদের স্বার্থ হাসিল করা এবং দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যেহেতু ইন্ডিয়ান চর ঢুকেগেছে, গতানুগতিক রাজনৈতিক কর্মসূচি দিয়ে BNP কিছুই করতে পারবে না।
যে তাই বলুক না কেন, আওয়ামিলিগ প্রচন্ড বাধা না পেলে ক্ষমতা ছাড়বেনা। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, চীন ৫ জানুয়ারির হাস্যকর নির্বাচন দেখে এর কঠিন বিরুধিতা করছে। এই দেশগুলোই গোটা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে।এরা যেহেতু আওয়ামীলীগের ক্ষমতার উত্স বুজতে পারছে, এদের সহযুগিতা নিয়েই খালেদা জিয়াকে দেশ উদ্ধারের কাজে নামতে হবে।
বড় ভয় লাগে, যখন শুনি আমাদের আর্মির ভেতরে ইন্ডিয়ান চর এবং ইন্ডিয়ান সোলজার ঢুকে গেছে।
বড় ভয় লাগে, যখন দেখি আমাদের গার্মেন্টস পোড়াচ্ছে যারা - তাদের দেখে সত্যিই ভিন দেশীই মনেহয়।
বড় ভয় লাগে, যখন বুঝি BDR হত্যা ছিল ভিনদেশী পরিকল্পনা আর বাস্তবায়ন করেছে তাদের এদেশীয় এজেন্ট।
বড় ভয় লাগে যখন দেখি ৫ বছরে ২০ জন সাংবাদিক খুন হয়েছে যার কোনো বিচার হয়নি।
বড় ভয় লাগে, যখন দেখি হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে খোদ সরকারী দলের লোকজন।
বড় ভয় লাগে যখন দেখি সবকিছুর দোষ একটি বিশেষ দলের উপর চাপিয়ে ক্ষমতাসীন দল পার পাচ্ছে, আর প্রফেসর জাফর ইকবালরা আমাদের চেতনার গল্প শুনাচ্ছে।
বড় ভয় লাগে, যখন দেখি প্রতিদিন গড়ে ১২ জনের ও বেশি লোক খুন হচ্ছে আর সরকার দায় এড়াচ্ছে। বরং সরকারী বাহিনী অথবা সরকারী দলের লোকজনই তাদের খুন করছে।
সরকরি দলের লোকদের আঙ্গুল ফুলে কলাগাছ হবার কথা নাই বললাম। হলমার্ক, সোনালী ব্যাঙ্ক, পদ্মা সেতু, শেয়ার বাজার কেলেঙ্কারির কথা না হয় ভুলেই থাকলাম; কিন্তু ৫ বছরে ২২ হাজার মানুষ খুন হবার বিষয় তো একজন বিবেক বোধ সম্পন্ন মানুষ কোনভাবেই মানতে পারেনা। এক্ষেত্রে আমি শুধু সরকারকেই দায়ী করবো। যদি সরকারের হাতে একজন লোকও মারা না যেত, তবুও ক্ষমতাসীন সরকারকেই এর দায়িত্ব নিতে হবে। অন্যথায় সরকারকে পদত্যাগ করতে হতো। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, এর বেশির ভাগ খুন করেছে হয়ত সরকারী বাহিনী নতুবা সরকারী দলের লোক।
শেখ মুজিব যে শেখ হাসিনাকে রেখে গেছেন সে শেখ হাসিনা আর নাই। এই এক নতুন শেখ হাসিনা। এই শেখ হাসিনা ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে। দেশের ১৬ কোটি মানুষের সবাই মরে গেলেও শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না। সুরঞ্জিত সেন সম্ভবত তাই বলেছেন, বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না। আসলে এই শেখ হাসিনা বাংলাদেশের জন্যে রাজনীতি করে না।
আমাদের এই দুর্ভাগা দেশটিকে বাচাতে হবে।
এই মুহুর্তে বিশ্বের কাছে খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা অনেক, তাই তাকেই বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে।গতানুগতিক আন্দোলন করে লাভ নেই। তাই খালেদা জিয়াকে বলবো, আপনি শেখ হাসিনার এবং আওয়ামীলীগের মন্ত্রীদের কথার জবাব দেবার জন্যে দয়াকরে কখনই বাস্ত হবেন না। তাদের কথার জবাব দিতে গিয়ে আপনি সবসময় তাদের ফাদে পা দেন। আপনি আরো একটু বড় পরিসরে পরিকল্পনা করুন। বিশ্বকে বাংলাদেশ রক্ষার এই আন্দোলনে পরোপুরি শরিক করার চেষ্টা করুন। তরী সম্পূর্ণ ডুবার আগেই উদ্ধারের চেষ্টা করুন।
বিষয়: বিবিধ
১১৭৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংলাদেশ জাতির জনকের সুযোগ্য কন্যার হাতেই আছে ।
উনি এ দেশের এক নং দেশপ্রেমিক । এর চেয়ে ভাল আর কাকেও কি পেতে পারতো বাংলাদেশ !
"এক নম্বর দেশপ্রেমিকের সংজ্ঞা" অনুধাবন করার চেষ্টা করছি! সম্ভবত বাংলাদেশের প্রেক্ষিতে 'দেশপ্রেমিক' শব্দকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে হবে।
http://www.sheikhnews.com/2014/01/15/bangladeshnow-27/
মন্তব্য করতে লগইন করুন