আপনার ক্ষমতার আর কত দরকার মাননীয় প্রধানমন্ত্রী?

লিখেছেন লিখেছেন বিডি বিবেক ২২ ডিসেম্বর, ২০১৩, ১০:০৪:০৬ রাত

আপনার রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসাই করতে হয় মাননীয় প্রধানমন্ত্রী। "খালি মাঠে গোল।" বাহ্! জাতি আরেকটি গুরুত্বপূর্ণ 'গণতান্ত্রিক দর্শন' আপনার থেকেই শিখলো। প্রথমে আপনি শিখালেন, কিভাবে মাঠ খালি করতে হয়।

পলিসি ১: আপনার বিরোধী কোনো রাজনৈতিক দলকে কোনধরনের সভা সমাবেশ করতে না দেয়া। তাদের যে জেলে নেয়া। তাদের সকল দলীয় অফিস বন্ধ করে দেয়া। কোনো মিছিল বা মিটিং করতে গেলে নির্বিচারে গুলি করা । শত শত রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা করা ।

পলিসি ২: আপনার রাজনৈতিক প্রতিপক্ষের সম্ভাব্য এবং উদীয়মান নেতাদের রাষ্ট্রীয়ভাবে গুম বা খুন করা অথবা ইন্ডিয়ার জেলে পঠানো ।

পলিসি ৩: আপনার সোনার ছেলেদের দিয়ে প্রথমে লগি-বৈঠা, এরপর চাপাটি-রামদা, এরপর RAB বা পুলিশ এর পোশাক পরিয়ে সয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে বিরুধীদলের নেতা কর্মীদের হত্যা করা।

পলিসি ৪: যে সব TV চ্যানেল এবং প্রিন্টিং মিডিয়া অন্ধভাবে আপনার পক্ষে সাফাই গায় না, সেগুলোকে বন্ধ করে দেয়া । সে সব চ্যানেল এবং পত্রিকার সম্পাদকদের জেলে নেয়া এবং রিমান্ড দেয়া। আপনার অন্ধ অনুকরণীয় TV চ্যানেল এবং প্রিন্টিং মিডিয়া দিয়ে ২৪ ঘন্টা প্রচার করা যে - বাংলাদেশের স্বাধীনতা আপনার এবং আপনার বাবার সম্পদ। কেউ যদি স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের সহযোগিতা করে (রাজাকার) কিন্তু আপনার দলকে সাপোর্ট করে তাকে মুক্তিযুদ্ধা উপাধি দেয়া। আর রাজাকারে নতুন সংগা দেয়া -"যে ব্যক্তি, যে দল, যে দেশ, যে গ্রুপ আওয়ামীলীগের যে কোনো সিদ্ধান্তের সাথে দ্বিমত করবে সেই রাজাকার বলে বিবেচিত হবে।" যেমন ধরুন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, BNP, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, এরা সবাই রাজাকার।

পলিসি ৫: ইন্ডিয়ার প্লান বাস্তবায়ন করা। দেশ প্রেমিক লোকদের হত্যা করা। যেমন ধরুন BDR , এরা ইন্ডিয়া থেকে ফেনসিডিল সহ সব অবৈধ মালামাল বাংলাদেশে আনতে বাধা দিত, এরা BSF কে বাংলাদেশের কৃষককে গুলি করতে বাধা দিত, এরা ফালানি কে হত্যা করতে দিত না, এদের কারণেই শক্তিশালী BSF কে বাংলাদেশের অভ্যন্তরে আক্রমন করতে গিয়ে তাদের অনেকগুলো জীবন দিতে হলো। আপনি BDR কোমর ভেঙ্গে দিলেন।

আর কত বলবো? মাননীয় প্রধানমন্ত্রী! আপনার সবই জানা কাহিনী। দয়া করে আমাদেরকে/বাংলাদেশের জনগনকে রক্ষা করুন। আপনার ক্ষমতার আর কত দরকার? অনেকদিন তো ক্ষমতায় থাকলেন। আপনি না বলেছিলেন - আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি মানুষের শান্তি চাই। আমরা কথা দিচ্ছি - আপনি ক্ষমতা ছাড়লে, আমরা দেশের মানুষ শান্তিতে থাকব।

বিষয়: বিবিধ

১১৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File