আমরা দি-পরিবারিক প্রজাতন্ত্রে বাস করছি।

লিখেছেন লিখেছেন বিডি বিবেক ১৪ ডিসেম্বর, ২০১৩, ০৮:২৩:২৫ রাত

কি হবে দেশের? তথাকথিত মালথাসের তত্ত্বের এতটা নিষ্ঠুর কৃর্ত্তিম প্রয়োগ হবে বাংলাদেশে - এটা কখনো ভাবিনি । পুলিশ গুলিকরে নির্বিচারে পাখিরমত মানুষ মারে। একদলের মানুষ আরেক দলের মানুষকে শুধুমাত্র মতপার্থক্কের কারনে গুম-খুন করে আর বলে আমরা গণতন্ত্র রক্ষাকারী । আব্রাহাম লিঙ্কনের আত্মা গণতন্ত্রের বাংলাদেশী সংস্করণ দেখে নিশ্চই দুর্চিন্তায় আছে।

আমরা আসলে দি-পরিবারিক প্রজাতন্ত্রে বাস করছি । আমরা কেন জানি নিঃশর্ত আত্মসমর্পণ করেছি এই দুই পরিবারের কাছে। দেশ চালাবে "শেখ মুজিব - শেখ হাসিনা - জয় ... " অথবা "জিয়াউর রহমান - খালেদা জিয়া - তারেক..."

আমদের তৃতীয় শক্তি হলো আর্মি ।মাঝেমধ্যেই তারা ক্ষমতা দখলকরে এবং এই দুই পরিবারের মধ্যে ক্ষমতার সমতা বজায় রাখার চেষ্টা করে । খালেদার যতবছর হাসিনার যেন ঠিক ততবছর হয় ।

দেশ চালনায় এই দুই পরিবার ব্যর্থতার পরিচয় দিলেও একটা বিষয়ে তারা সার্থক । কোনো বিকল্প শক্তির উত্থান হতে দেয়নি তারা ।

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File