...টাকা লাগবে টাকা.....!!!!!!

লিখেছেন লিখেছেন আকাশদেখি ১৪ মার্চ, ২০১৪, ০৫:২৯:১১ বিকাল

বাংলাদেশ এখন পর্যন্ত যতগুলো নোট বাজারে ছাড়া হয়েছে তা নিয়ে এই লিখাটি সাজানো হয়েছে। ১৯৭২ সালে ১, ৫, ১০ এবং ১০০ টাকার নোট ছেপে প্রথম নোট চালু করা হয়, এর পূর্বে পাকিস্তানী মুদ্রা চালু ছিল। দেখুনতো কতগুলো মুদ্রা আপনি দেখেছেন আর ব্যবহার করেছেন কতগুলো...

আজ শুধু ১-৫ টাকার ছবি দিলাম



১৯৭২ সালের ৪ঠা মার্চ ইস্যুকৃত ১ টাকার নোট



১৯৭৩ সালের ইস্যুকৃত ১ টাকার নোট



এই নোটটিও ১৯৭৩ সালে ইস্যুকৃত



১৯৭৯ সালের ইস্যুকৃত ১ টাকার নোট



১৯৮৮ সালে দ্বিতীয় বারের মত ২ টাকা ইস্যু করা হয়



১৯৭২ সালের ৪ঠা মার্চ প্রথম ৫ টাকার নোট ইস্যু হয়



১৯৭৩ সালের ইস্যুকৃত ৫ টাকার নোট



১৯৭৪ সালের ইস্যুকৃত ৫ টাকার নোট



১৯৭৬ সালের ইস্যুকৃত ৫ টাকার নোট



১৯৭৮ সালের ইস্যুকৃত ৫ টাকার নোট

বিষয়: বিবিধ

২০৫৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192196
১৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪০
নীল জোছনা লিখেছেন : সুন্দর কালেকশান। ইস !! ভার্চুয়াল না হয়ে যদি বাস্তবে হতো।
192203
১৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
শেখের পোলা লিখেছেন : সব কটিই ব্যবহার করেছি৷ আর হাঁ, এর আগের এক টাকা বন্ধুদের দিলে দু টাকা দিত৷ আর ৭২ সালের টাকায় দিত ৩০ পয়সা৷ সেই বোঝা বইতে গিয়েই কোমর ভেঙ্গেছে৷ আজও কুঁজে হয়ে হাঁটছে বাংলা দেশ৷ বই ছাপানো প্রেসে যা পারছে ছেপে এনে আমাদের সম্পদ কিনে নিয়ে গেছে৷ বন্ধুদের কিছু বলার অধিকার ছিল না৷ বললেই কপালে রাজাকার সীল মারা হত৷
192223
১৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১২
হতভাগা লিখেছেন : ভাল পোস্ট । আরও কিছু দেন এরকম , সেজন্য আগাম।




192228
১৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটাকার ২০ টা নোট এখনও আমার কাছে আছে। শুনেছি এর ভ্যালু এখন পাচ টাকার মত। ধন্যবাদ ছবিগুলির জন্য।
192232
১৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
বিন হারুন লিখেছেন : নুতুন কিছু দেখানোর জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File