কার স্বার্থে নিজের নাক কেটে পরের যাত্রা শুভ করছি?
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৪ মার্চ, ২০১৪, ০৪:০৯:৫৯ বিকাল
আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ২০১৪ বিশ্বকাপের উদ্বোধন
নাকি ভারতের অসভ্যতা ও অপসংস্কৃতির আগমন ?
জমকালো আয়োজনে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ২০১৪ বিশ্বকাপের উদ্বোধন নামে
এই কোন শয়তানি আর প্রতিবেশি দেশের অসভ্যতা আর অপসংস্কৃতি বেচাকেনার এ কোন জমজমাট আসর জমেছে ?
কেউ কি এর জন্য কিছুই বলবেন না ?
বর্তমান আর ভবিষ্যত প্রজন্ম কোন জমকালো জাহান্নামের অতল গহ্বরের দিকে হারিয়ে যাচ্ছে তা কি ভেবে দেখেছেন ?
কি নিলজ্জ আর বেহায়াপনার সয়লাব ছড়িয়ে দিয়ে দেশে যুব সমাজ কে
ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ?
দেশের জনগন আজ লাগাম ছাড়া ঘোড়ার দ্রব্য মুল্যের উধ্বগতিতে নাভিশ্বাস ।
যেখানে আমাদের দেশের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে আজ হুইলচেয়ারে চড়ে চলাফেরা করছে সেখানে কোটি কোটি টাকা খরচ করে কেন এই উদ্বোধন । জনগন না খেয়ে মরছে ।আর জনগনের টাকায় কিনা ফায়ার ওয়ারক্স ফুটায়ে কত লাখ লাখ টাকা ধোয়া উড়ায়ে দিচ্ছে ।
কার স্বার্থে নিজের নাক কেটে পরের যাত্রা শুভ করছি?
আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ২০১৪ বিশ্বকাপের উদ্বোধন
নাকি ভারতের সভ্যতা ও সংস্কৃতির আগমন ?
আজ কেন আমাদের দেশের সুশীল সমাজ মুখে ললীপোপ দিয়ে বসে আছেন ।
অতীত থেকে শিক্ষা নিলে দেখা যায় যে , আল্লাহর সীমারেখা অতিক্রম করা কোন জাতী আল্লাহর গজব থেকে রক্ষা পায় নাই ।
আল্লাহর জমিনের উপর আল্লাহর বিধান কায়েমের চেষ্টা না , অন্যায় কে প্রতিহত না করে , তাগুতশক্তির সাথে গালে গাল মিলায়ে ৪ দিনের চিল্লায় আর ৪০ দিনের চিল্লায় গিয়ে যতই ৫০০/১০০০ ধানার তসবিহ টিপে টিপে ছিল্লাছিল্লি করেন না কেন কোন ফয়দা হবে না ।
আমার কথায় রাগ না করে আপনি নিজেই কোরানের বিভিন্ন সুরা গুলোতে আল্লাহর নির্দেশ দেখেন ।
"তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যি থাকতে হবে, যারা নেকী ও সৎকর্মশীলতার দিকে আহবান জানাবে, ভালো কাজের নির্দেশ দেবে ও খারাপ কাজ থেকে বিরত রাখবে৷ যারা এ দায়িত্ব পালন করবে তারাই সফলকাম হবে |" সুরা ইমরান ১০৪
"এখন তোমরাই দুনিয়ায় সর্বোত্তম দল৷ তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হিদায়াত ও সংস্কার সাধনের জন্য ৷ তোমরা নেকীর হুকুম দিয়ে থাকো, দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ঈমান আনো৷"সুরা ইমরান ১১০
সুরা আসর , সুরা ইমরান ১১০ , সুরা বাকারা ২১৬, সুরা তাওবা ৪১ ও ৭৩, সুরা নিসা ৭৪-৭৬ , সুরা হজ্জ ৭৮ , সুরা আস সফ ১০-১৩ ,
তাওবাকারী তো সেই ব্যক্তি যে,
আল্লাহ দেওয়া সীমারেখা অতিক্রম করার সময় তার বিবেক তাকে বাধা দিয়ে আবার সিরাতুল মুস্তাকিমের পথে হুদাল্লিন মুত্তাকিন হয়ে ফিরিয়ে আনেন ।
তাই আসুন আমরা তাওবা করে দেশ ও জাতীকে আল্লাহর আযাব থেকে রক্ষা করি । না হলে এই অন্যায়ের অবিচারের লেলিহান শিখায় আপনি আমি আমাদের সন্তান ও বর্তমান আর ভবিষ্যত প্রজন্ম কেউই রক্ষা পাবে না ।
বিষয়: বিবিধ
১৬৩৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/40712#.UySHO-TZm1v
গুন্ডের পর টি২০ এর উদ্বোধনী অনুষ্ঠান , এ দুটো ঘটনা জাতি হিসেবে আমরা কোন দিকে যাচ্ছি তা প্রমান করে দিয়েছে ।
মন্তব্য করতে লগইন করুন