...কোথায় যেন হারিয়ে লুকিয়ে আছে ...
লিখেছেন লিখেছেন আকাশদেখি ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৩৪:২৭ রাত
মুখোমুখি আমি আর আমার ভেতরের মানুষটা,
ভেতরর তুমির আড়ালে
ভালোবেসে তোমার মাঝে হারাই
অনন্ত অনুভবে...
একটা চাপা দীর্ঘশ্বাস
ফেলে দিই মনের অজান্তে,
তোমার-ই ভাবনায়...
আজও খুঁজে ফিরি
ঐ দূর আকাশপানে,
শান বাঁধানো পুকুর ঘাটে,
দুরের ঐ মাঠের মাঝে
রং পেন্সিলগুলোর মাঝে...
জানি আসবে না আর কোনদিন ফিরে
আমার হারিয়ে যওয়া
দুরন্ত শৈশব...
বিষয়: বিবিধ
১১৮৬ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন