অপপ্রচার
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:১৬:২৫ রাত
অপপ্রচারে লিপ্ত যারা ,
তাদের কাছে অভাব নেই পন্থা।
ইসলাম প্রিয়দের ,
দেশ প্রেমিকদের ,
ঘৃণ্য বানাতে ,
শত নাটক তারা মঞ্চস্থ করে।
কখনো জঙ্গিবাদের নাটক ,
কখনো কিনে আনে বিদেশ থেকে ,
জঙ্গি বলার ঘটক।
কখনো সন্ত্রাসবাদীর ছবক।
দেশবাসীকে শোনায়
আল - কায়েদার অডিও রেকর্ড।
কিন্তু ,
দেশের জনগণ জানে ,
এসবের মানে !
তাইতো দেশের জনগণ
কবি নজরুলের ভাষায় বলে ,
উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;
আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।।
বিষয়: বিবিধ
১৩৬১ বার পঠিত, ৬৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-আরিফ ভাইয়া@আপনাকে ধন্যবাদ।।
-শাহীন ভাইয়া@আপনি আপনার লেখা চালিয়ে যান।আপনার প্রতিটা লেখাই সৃজনশীল।আপনিই পারবেন জালিমদের মুখোশ উন্মোচন করতে।
যাযাকাল্লাহু খাইরান।।।
,'যাযাকাল্লাহু খাইরান',
যাযাকাল্লাহু খাইরান।।।।
আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।।
বর্তমান যুগের জন্য একদম খাঁটি কথা. ধন্যবাদ আপনাকে অনেক অনেক
'যাযাকাল্লাহু খাইরান'
আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।।"....ইহাই আমার মনের কথা!
একজনকে কিছুদিন বোকা বানান যায় কিন্তু অনেককে অনেকদিন বোকা বানান যায়না।
অনেক ধন্যবাদ।
আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।।
মোরা ফুল ছুটে মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ
-নজরুল ইসলাম
হিংসা বিদ্বেষ আর
নিন্দাবাদ;
আমরা বলিব সাম্য
শান্তি এক আল্লাহ
জিন্দাবাদ।।
অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন