...দেশ আজ কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে...
লিখেছেন লিখেছেন আকাশদেখি ১২ ডিসেম্বর, ২০১৩, ১১:০৬:৪৮ রাত
দেশ আজ কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে...। পক্ষে বিপক্ষে অনেক কথা অনেক যুক্তি হচ্ছে। আমরাও জনগণরাও নাম পেয়ে যাচ্ছি কেউ চেতনাবাদ কেউ নব্ব রাজাকার। দলাদলিতে দেশ যখন শেষ পর্যায়ে, প্রতিটা সাধারন মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে গিয়ে হাশফাঁস করছে, তখন শুধু একদিক থেকেই শান্তির আশা করি। আল্লাহ্ সর্বদ্রষ্টা, সর্বজ্ঞানী। তিনিই ভালোই করেই জানেন আসল ঘটনা কি ঘটে ছিল ৭১ এ। আমাদের দৃষ্টি সীমিত; আর আমরা সবকিছু জানিনা। তবে আল্লাহ অবশ্যই অবশ্যই ন্যায়বিচারক। তিনি যেন অন্যায়কারীকে সাজা দেন এবং মজলুমকে রক্ষা করেন।
আমাদের প্রাণের দেশ এবং মুসলিম উম্মাহ্র মাঝে শান্তি-রহমত দান করেন, এই দুয়া করি। দুয়া ছাড়া আর কিছুই আমাদের সাধ্যে নেই।
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন