তোমরা যারা আজ উল্লাস কর......
লিখেছেন লিখেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ তরফদার ১২ ডিসেম্বর, ২০১৩, ১১:১৩:০৫ রাত
ঈমাম আবু হানিফার কথা তোমাদের মনে আছে নিশ্চয়। আমি সেই ঈমাম আবু হানিফার কথা বলছি যিনি ছিলেন হানাফী মাযহাবের ঈমাম। শুধু হানাফী বলছি কেন? তিনি হলেন সমস্ত মুসলিম জাতির জন্য রোল মডেল। তাকে তো কারো ভুলে যাওয়ার কথা নয়। কিন্তু আমরা কি তার জীবন ইতিহাস জানি?
তিনি যখন মানুষের কাছে কালেমার দাওয়াত দিচ্ছিলেন। তার আকাশ চুম্বি জনপ্রিয়তা দেখে ততকালিন জালিম সরকার ঈর্শান্নিত হলেন। তাকে অবিলম্বে কারাগারে নিক্ষেপ করা হল। জালিম সরকার শুধু তাতেই ক্ষ্যান্ত হয়নি কারাগারের ভিতর চলল অমানুবিক নির্যাতন। তার কি অপরাধ ছিল? তার অপরাধ ছিল শুধু একটাই তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন।
তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার নামক অতি হাস্যকর মামলা দেয়া হল। তারপর শুরু হল তার উপর অমানুষিক অত্যাচার। কিন্তু কোন কিছুতেই যখন ঈমানের পথ হতে সরাতে পারছিল না তখন জালিম সরকারের সহচরদের পরামর্শে ঈমামের মাকে কারাগারে হাজির করা হল। মায়ের চোখের সামনে যখন সন্তানের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু হল ঈমাম আবু হানিফার মা তাকে হুসিয়ার করে বলে দিলেন তোমাকে যদি আমি গর্ভে ধারণ করে থাকি, তুমি যদি আমার বুকের দুধ পান করে থাক তাহলে তুমি সত্যের পথ থেকে একচুলও নড়বে না।
সেই অত্যাচারী জালিম শাষক কিন্তু ঈমাম আবু হানিফাকে বাচিয়ে রাখেননি । তাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার জন্য একটার পর একটা ষড়যন্ত্র চলতে থাকে। এক পর্যায়ে ঈমাম কে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়। কিন্তু তাতে ঈমাম আবু হানিফার মর্যাদা একটুও কমে যায়নি। আজো মুসলিম জাতি তাকে শ্রদ্ধাভরে স্বরণ করে।
তোমরা যারা উল্লাস করছ তারা জেনে রাখ বিজয় তোমাদের হয়নি বিজয় হয়েছে ইসলামের। তোমরা যারা আজ মিস্টি বিলিয়ে আনন্দ মিছিল করছ তারা জেনে রাখ তোমাদের সকল ষড়যন্ত্র একদিন ধুলিস্বাত হয়ে যাবে। তোমরা একজন ঈমানদার কে হত্যা করে আজ প্রমান করলে যে সে সঠিক পথে ছিল। আর তোমরা হলে নির্লজ্জ।
বিষয়: বিবিধ
১৬১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন