লাশের মঞ্চ

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১২ ডিসেম্বর, ২০১৩, ১১:২৬:২২ রাত

দড়িতে ঝোলা স্তব্ধ লাশ

দগ্ধ লাশ ক্ষুব্ধ লাশ

মিছিলের মুখে বুলেটবিদ্ধ লাশ

ডান্ডাবেড়িতে বাঁধা লাশ

লাশেরাও করে হাসফাস

লাশে লাশে হয়েছে মঞ্চ;

তার উপরে দাঁড়িয়ে নেতার ভোট-ভাষণ

আহা! বড় সৌন্দর্য্য, গণতান্ত্রিক শাসন!

বিষয়: বিবিধ

৯১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File