নির্মোহ দৃষ্টিতে গোলাম আযম !!

লিখেছেন লিখেছেন ইমরোজ ২৭ অক্টোবর, ২০১৪, ০৪:১০:৫৬ বিকাল

গোলাম আযম আর রাজাকার একটি সমার্থক শব্দ । তাকে ঘৃণা করেই আমাদের প্রজন্মের বড় হওয়া । কারণ আমাদের ছোটবেলার পড়া ইতিহাসে তার ভুমিকাটা ছিল দেশদ্রোহী । ১৯৭১ সালে তিনি অখন্ড পাকিস্তানের পক্ষে বাংলাদেশ প্রতিষ্ঠার বিরোধীতা করেছেন । পাকিস্তান সেনাবাহিনীর হত্যা ,ধর্ষণ, লুন্ঠন প্রভৃতি মানবতাবিরোধী কর্মকান্ডে তিনি সহায়তা করেছেন বলে অভিযুক্ত ।

তবে এটা সত্যি তখন তার ভার্সনের ইতিহাস আমাদের পড়া হয়নি । হয়তো তখন ঘৃণার মাত্রাটা এত বেশী ছিল যে তা অতিক্রম করা হয়নি । তবে লজ্জাজনক হলেও সত্য, ৭১ পরবর্তী ৪৩ বছর স্বাধীনতাপন্থী দলগুলোর হতাশাজনক রাজনৈতিক দুরবিত্তায়নে আর ক্রমাগত লুটপাটের ইতিহাসে গোলাম আযমের প্রতি ঘৃণার মাত্রাটা অনেক ফিকে করে দিয়েছে । বরং গোলাম আযমের ভার্সনের ইতিহাসটা জানার কৌতূহল জাগিয়েছে । দেশ ভারতের হাতে চলে যাবে বলে তিনি যেই জুজুর ভয় দেখিয়েছিলেন তা আজ আর অমুলক মনে করি না । আর স্বজাতির চরম ঘৃণা নিয়েও তিনি কেন এদেশে পড়ে ছিলেন তা ভেবে আমি গলদঘর্ম হই। কারন উনি চাইলে তার পছন্দের যেকোন দেশে রাজনৈতিক অতিথি হিসাবে বহাল তবিয়তে থাকতে পারতেন । ৭১ ভুমিকা আর ইতিহাসে লেখা কৃতকর্মের জন্য ক্ষমা না চেয়ে উনি নিজের মতাদর্শেই অটল থাকলেন !! তার এই সাহসটি কি শুধুই বিদেশী প্রভুদের খুঁটির জোরে নাকি তার নিজস্ব রাজনৈতিক দর্শনের সুবিচল বিশ্বাসে ???

এই পরিনত বয়সে এসে একটা কথা অন্তত বুঝতে পারছি যে বং ইতিহাস সবসময়ই বিজয়ী কিনবা ক্ষমতাশালীদের ভার্সনে লেখা ইতিহাস ; যার অনেক অংশ আসলে হলুদ । আর কেউই ইতিহাস লেখার সময় নিজ পক্ষের দুর্বলতা গুলো উপস্থাপন করেন নি । তাই আজ ৭ ই মার্চের ভাষণ নিয়ে বিতর্ক শুনি , মুক্তি যুদ্ধের "সেকেন্ড- ইন-কমান্ড" কে এরা রাজাকার বলতে শুনি কিংবা শত্রু বাহিনীর গুপ্ত চর । আসলে সত্যের জন্য আপনাকে সব ভার্সনের ইতিহাস শুনতে, সমান ভাবে আগ্রহী হতে হবে । আওয়ামী ভার্সনের ইতিহাস , বি এনপি ভার্সনের ইতিহাসের সাথে সাথে প্রো পাকিস্থানিদের ইতিহাস আর বামপন্থি ভার্সনের ইতিহাস পড়তে হবে । তাদের ভার্সনের গল্পের ভিতরে ইচ্ছে করে মুছে দেওয়া লাইনগুলো পড়ার ইচ্ছেশক্তি, বিবেকবোধ আপনার থাকতেই হবে । তবেই আপনি সত্যের খুব কাছাকাছি যেতে পারবেন। যা অনেকসময় আপনার জন্য চরম অপ্রিয় অথবা তিক্ত স্বাদের হতে পারে।

গোলাম আজমের যৌবনে উনার সাথে মুক্তিযুদ্ধের ইজারা নেয়া দলগুলো রাজনৈতিক পুতুল খেলা খেলছে । উনার উপর ভর করে আমাদের আদর্শের দল গুলো ক্ষমতায় গেছে । উনি তখন ছিলেন শুধুই রাজাকার আর প্রো পাকিস্থানি । তখন আমাদের এইসব শহীদ মিনারের ইজারা নেয়া নেতা/ সুশীলদের চেতনায় কোন আঘাত লাগেনি ।

তাই আজ যুদ্দাপরাধী তকমা লাগানো ৯০ ঊর্ধ্ব গোলাম আযমের স্বাভাবিক মৃত্যুতে আপনাদের লম্ফ জম্ফ দেখে আপনাদের ফাটকাবাজ ছাড়া আর কিছু মনে হয় না । আপনাদের রাজনৈতিক আদর্শ আর বিবেক এখন এতিম !!!! এইসব মায়া চেতনা আসলে আপনাদের নিছক দেশ প্রেমের ভণ্ডামি অথবা দলীয় ধান্ধা পাওয়ার দালালী ।

গোলাম আজম বং ইতিহাসে আলোকিত এবং বিতর্কিত এক প্রো পাকিস্থানি রাজনৈতিক নেতার নাম । যাকে আমরা না পারলাম ভিলেন বানাতে, না পারলাম আদর্শিক ভাবে পরাজিত করতে । ইতিহাসে তিনি থাকবেন একটা কিন্ত হয়ে ???

নাহ! হতাশ হতে চাই না । তাই স্বপ্ন দেখি সঠিক ইতিহাস নিয়ে নতুন প্রজন্মের অন্বেষণ হবে বহমুখী । আর তারই পথ ধরে একটা সর্বজনবিদিত ইতিহাস রচিত হবে ; হবে সকল কিন্তুর অবসান ।

পরিশেষে উইলকিক্স এর ডায়লগেই একটা চরম সত্য কথা বলি !!!

" If you want to know the truth, no one is going to tell you the truth. They will only tell their version. So if you really want to know the truth then you have to seek it out for yourself, in fact that’s where the real power lies in your willingness to go beyond the story !! And you will be always amazed by the hidden info !!! "

বিষয়: বিবিধ

১২৯২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278677
২৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
মামুন লিখেছেন : লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো। Thumbs Up Thumbs Up Thumbs Up
২৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
222434
ইমরোজ লিখেছেন : মামুন তোমাকেও ধন্যবাদ ।
278681
২৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২০
বাজলবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
২৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
222435
ইমরোজ লিখেছেন : আপনাকে ধন্যবাদ ।
278769
২৮ অক্টোবর ২০১৪ রাত ১২:২২
মোতাহারুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ স্যার। এ রকম চেতনার ধান্ধাবাজীর মাধ্যমে চেতলে তাদের কিঞ্চিৎ ইহজাগতিক উপকার সাধিত হয়, কারণ পরজাগতিক পরোয়া তাদের মধ্যে নাই।
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৫
222594
ইমরোজ লিখেছেন : ধন্যবাদ তোমাকে , ফেবুতে দেখি না কেন ??
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৩
222601
মোতাহারুল ইসলাম লিখেছেন : ফেবু এডিকশনের বিরুদ্ধে ব্যাবস্থা নিয়েছি। আপাতত ডিএক্টিভ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File