৫১ জন মন্ত্রী পরিষদের ১৭ জন দেশে আছেন বাকীরা বিদেশ সফরে দেশে এবার উন্নয়নের জোয়ার বইবে।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ১১:২৬:৩৫ সকাল
আমরা জানি মন্ত্রী বা সচিব বা উচ্চ পদস্থ কর্মকর্তা বিশেষ প্রয়োজনে বিদেশ সফর করেন এবং সেখান থেকে কাজের গতি ও মান বৃদ্ধির জন্য উন্নত কলা কৌশল শিখে আসেন বা অভিজ্ঞতা নিয়ে আসেন। তাই বলে এক সাথে ৫১ মন্ত্রী সভার সদস্যের মধ্যে ৩৪ জনকে এক সাথে বিদেশ কেন যাবার প্রয়োজন পড়ল তা দেশ বাসীর বোধগম্য নয়।
পর্যায়ক্রমে হলে বোঝা যেত বিশেস কাজে গেছে কিন্তু এত গুলো এক সাথে যাওয়াতে জনমনে প্রশ্ন দেখা দিতেই পারে। ধারণা করা হচ্ছে অবৈধ ভাবে আসা যেহেতু তাই যতটুকু পারা যায় আখের গুছায়ে নেওয়া যাক কারণ কখন কি হয় বলা যায় না।
চারিদিকে লুটপাটের চিত্র দেখলে তাই মনে হবার কথা।
দেখুন আওয়ামী সরকারের মন্ত্রিসভার ৫১ সদস্যের বিদেশ সফরে রয়েছেন ৩৪ জন। আর চলতি সপ্তাহে বিভিন্ন দায়িত্বে দেশ ছাড়বেন অনেকে। দেশের বাইরে যাওয়ার তালিকায় রয়েছেন ২২ জন মন্ত্রী ও ৬ জন প্রতিমন্ত্রী । এছাড়া মন্ত্রী পদমর্যাদার পাঁচ সদস্যের উপদেষ্টাদের তিনজনই রয়েছেন দেশের বাইরে থাকার তালিকায়।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধানমন্ত্রীর সফর তালিকা থেকে এমন তথ্য বেরিয়ে এসেছে। বিদেশ সফরের তালিকায় থাকা এ সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর বেশিরভাগের গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া। এর বাইরে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া ও জাপানসহ বেশ কয়েকটি দেশে সফর করছেন ।
মন্ত্রী পরিষদের বিপুলসংখ্যক সদস্য একসাথে বিদেশে সফরে থাকায় মন্ত্রণালয়ের কাজের গতি কমে এসেছে। মন্ত্রীদের স্বাক্ষরের অপেক্ষায় বিভিন্ন মন্ত্রণালয়ে জমেছে ফাইলের স্ত’প।।
দেশে যাই হোক তাদের বিদেশ সফর দরকার সুযোগ তো সব সময় আসেনা এই হলো আওয়ামীদের উন্নয়নের জোয়ার এবং মুক্ত যোদ্ধাদের চেতনা ।
Click this link
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশের এমন অবস্থা দেখে বড় কষ্ট লাগে।
দেশের এমন অবস্থা দেখে বড় কষ্ট লাগে।
গুস্ঠি জ্ঞাতি সব লইয়া সরকারী খরচে আমেরিকা ভ্রমন।
মন্তব্য করতে লগইন করুন