জামাতকে ঘায়েল করতে আর কি বাকী থাকল?
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৪৮:৪০ সকাল
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত এমপি আহমদ হাসান ইমরানকে শিখন্ডি বানিয়ে এই প্রচারণার বন্যা বইয়ে দেয়া হয় সম্প্রতি। ইমরান ৩০ বছর আগে ভারতের একটি ইসলামপন্থী ছাত্র সংগঠনের স্থানীয় নেতা ছিলেন। এমপি হবার আগে পশ্চিমবঙ্গের মুসলিম সমর্থিত একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন। তিন বছর আগে বাংলাদেশের একটি ইসলামপন্থী পত্রিকার পশ্চিমবঙ্গ সংবাদদাতা ছিলেন। এসব নাকি ইমরানের ‘জঙ্গি’ ও ‘সন্ত্রাসী’ পরিচয়। তাই তাকে শিখন্ডি বানালো আনন্দবাজার গ্রুপ ও তাদের সহযোগী এপার বাংলা-ওপার বাংলার মিডিয়া মহল। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ের আলোচিত সারদা গ্রুপের বিপুল আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়ে সেখানকার অনেক বাঘা বাঘা রাজনীতিক, চিত্র তারকা, সঙ্গীত শিল্পী, ক্রীড়া সংগঠক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তির নাম। আসামেও এর ঢেউ আছড়ে পড়ে। এদের মতোই আহমদ হাসান ইমরান তার সম্পাদিত পত্রিকা বিক্রির জন্য সারদা গ্রুপের লোকদের খপ্পরে পড়েন। এই হলো মিডিয়ার রিপোর্টের একমাত্র সংযোগ সূত্র। এ নিয়ে তিলকে তাল বানিয়ে দু’দেশের আনন্দবাজারিরা ঝাঁপিয়ে পড়ে ধরণী কাঁপিয়ে তোলে।
ভারতের কেন্দ্রের ভাষ্য ঃ সারদা চিট ফান্ড কেলেঙ্কারি নিয়ে ভারতীয় গোয়েন্দাদের বরাত দিয়ে যখন দুই দেশের একশ্রেণীর মিডিয়ায় তোলপাড় হচ্ছে- তখন এ বিষয়ে ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না’ বলে সাংবাদিকদের জানানো হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলীর সঙ্গে শনিবার বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এরপরই এক বিবৃতিতে সৈয়দ আকবর উদ্দিন বলেন, ‘জামায়াতকে সারদা চিট ফান্ডের অর্থ দেয়ার বিষয়টি তাদের জানা নেই। ফলে এ নিয়ে বাংলাদেশ ও ভারতের বৈঠকে কোন আলোচনা হয়নি। কূটনৈতিক কোন আলোচনায় এ বিষয়টি উঠে আসেনি।’ তিনি বলেন, ‘আমি এ বিষয়টি শুধু মিডিয়ায় প্রকাশিত হচ্ছে বলে শুনেছি। এসব তথ্য আমাদের কাছ থেকে যায়নি। এসব তথ্য দিচ্ছে মিডিয়া।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা বলেছেন এ বিষয়টি বাংলাদেশকে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। কিন্তু আমি নিশ্চিত করে বলছি, এমন কোন রিপোর্ট আমাদের কাছে নেই।
আওয়ামীরা নিজেদর পাহাড় সমান ব্যর্থতা ও অযোগ্যতা এবং অমনুষিকতা ঢাকতে জামাতকে ঘায়েল করার হাজারো চেষ্টা করে সফল হয়নি। বরং এসব করতে গিয়ে উল্টো তারাই বিপদে পড়েছে। তাই আওয়ামীদেরকে নির্লজ্জ পথ পরিহার করে সঠিক পথে সঠিক কাজ করার আহবান রইল নইলে আস্তাকুড়েতে নিক্ষেপ হতে হবে।
Click this link
বিষয়: বিবিধ
১২৫৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
ধন্যবাদ।
কিন্তু আমাদের মিডিয়া তা নিয়ে এত ফালায়!!!
ধন্যবাদ।
শত অপরাধ করলেও,করেনা তাদের দূর্নাম!
মন্তব্য করতে লগইন করুন