দুই মন্ত্রীর ইসলাম গ্রহণ !
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২২ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৪৩:২২ সকাল
আজ একটি সংবাদ দেখলাম ইসলাম ও মুসলমানদের যারা সহ্যই করতে পারে না তারা ইসলামের ছায়াতলে এসে গেছে । তারা ইসলামকে নতুন করে বুঝতে পেরেছে যার জন্য মুসলমান হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে যাচ্ছে।
আপনাআ হয়ত মনে করতে পারেন এরা কারা ? এদের পরিচয় আপনারা ভাল করেই জানেন তারা বিভিন্ন সময় নিজেদেরকে নাস্তিকদের দোসর বা নিজেরাই নাস্তিক এমন প্রমাণ অসংখ্যবার রেখেছে্ন। ইনারা হলেন হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন।
এরা এবার হজ্জে যাচ্ছেণ। এটা ভাল কথা কিন্তু উসলাম মুসলমান যাদের সহ্য হয় না তারা এমন সিদ্ধান্ত কি করে নিতে পারল ?
তাদের কি কোন কু মতলব আছে নাকি ?
বাকী গুলা আপনার ভাল বলতে পারবেন বলে আমার মনে হয় ।
আমার খুব খটকা লাগছে এদের হজ্জে গমন দেখে ।
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
আমীন
সবাইকে আল্লাহ হেদায়েত দিয়ে দিলে এখনই দুনিয়া ধ্বংশ হয়ে যাবে, সবার হেদায়েতের প্রত্যাশা করা উচিত না।
নতুন কোন ফন্দি করতেই হয়তো মক্কা আসা ওদের।
বাহ্যত ভাল হলেও অন্তরে কুটিলতা অবশ্যই আছে।
ধন্যবাদ।
জাপানী ইনু এবং রাশেদ খান মেনন হজ্জে যাচ্ছে!! নেড়া বেলতলায় এক বারই যায়
না তারা আস্তিক হয়ে গেছে।
মন্তব্য করতে লগইন করুন