যে কথা বিশ্বের মুসলমান নেতারা উচ্চারণ করতে ব্যর্থ হিজবুল্লাহ তা পেরেছে।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৩ জুলাই, ২০১৪, ০২:০২:০৫ দুপুর
আমার মনে হলো একমাত্র হিজবুল্লাহ ফিলিস্তিন মুসলমানদের পাশে আসার যে ঘোষণা দিয়েছে তাদের মুসলমানিত্বের তাগিদেই দিয়েছেন আর যারা এমন কথা বলতে পারেনি তারাও ক্ষমতা হারানোর ভয়েই দিতে পারে নি।
এখানে মুসলমানিত্ব জাহির করে যে নেতারা নিজেকে মুসলমান বলে দাবী করে তাদের মুনাফেকীর মুখোশই উন্মোচিত হয়েছে।
তাহলে এমন মুনাফেকী মুসলমান দিয়ে আমাদের দুর্ভোগ ছাড়া ভাল কিছু আশা করা যায় না।
সারা পৃথিবীতে মুসলমানদের মনে যে রক্তক্ষরন হচ্ছে যাদের হাতে ক্ষমতা তাদের মনে যদি এমন হতো তাহলে হিজবুল্লাহর মতো ফিলিস্তিদের পাশে থাকার ঘোষণা আসত আর এমন ঘোষণা আসিলেই ইসরাইল লেজ গুটাতে বাধ্য হতো।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
হামাস প্রধান খালেদ মাশআলের সঙ্গে এক টেলিফোন আলাপে এ ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, “আমাদের হৃদয়, ইচ্ছাশক্তি, আশা এবং গন্তব্যের মাঝেই রয়েছে ফিলিস্তিনি জনগণের উত্থান ও প্রতিরোধ।”
এ সময় তিনি জানান, হামাসের সঠিক দাবি ও চলমান যুদ্ধ অবসানের বিষয়ে হামাসের অবস্থানকে সমর্থন করে হিজবুল্লাহ। হাসান নাসরুল্লাহ বলেন, ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী যা চিন্তা করেছেন হামাস তার চেয়ে শক্তিশালী। সে কারণে ইসরাইলি সেনাবাহিনী ব্যর্থ হবে।
তিনি বলেন, যদি নেতানিয়াহু সরকারি ও আন্তর্জাতিক সমর্থন নিয়ে গাজায় আগ্রাসন অব্যাহত রাখে তাহলে গাজার প্রতিরোধ আন্দোলনগুলোও জনপ্রিয় সব উপায় অবলম্বন করবে। সংলাপে খালেদ মাশআল বলেন, চলমান সংঘর্ষে হামাস অবিচল রয়েছে এবং আল্লাহ চাইলে চলতি জুলাই হামাস দ্বিতীয় বিজয় অর্জন করবে।
হিজবুল্লাহকে
Click this link
বিষয়: বিবিধ
১২৯৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইসরায়েল নিপাত যাক , ফিলিস্তিন মুক্তি পাক
অশেষ ধন্যবাদ বাস্তবতার আলোকে মন্তব্যের জন্য।
আপনার সাথে আমিও ধিক্কার জানাই তথা-কথিত ইসলামের সেবকদের।
ধন্যবাদ।
হয়ে থাকলে
হিজবুল্লাহকে সালাম
জানাই -
আলহা'মদুলিল্লাহ !
ইসরায়েল নিপাত
যাক , ফিলিস্তিন
মুক্তি পাক
ধন্যবাদ।
ইসরায়েল নিপাত যাক , ফিলিস্তিন মুক্তি পাক
তবে আল্লাহর কাছে আর একজন হিটলার কামনা করি। কারন মুসলমান শাসকরা তো আর জাগবে না!
তবে মুসলমান শাসকদের উপর গজব আসুক কেন তারা মুসলমানদের পাশে দাড়াতে পারছে না।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন