সম্মানিত ব্লগার ভাই বোনের কাছে পারমর্শ চাই ।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২১ জুলাই, ২০১৪, ০৪:১৭:২৭ বিকাল

গত কিছুদিন থেকে আমি বেশ মর্মাহত এবং কিংকতর্বব্য বিমুঢ় কারণ আমার এক বোন অসুস্থ হয়ে ঢাকায় এসেছে, ডাক্তারী পরীক্ষার পর বোনের শরীরে ক্যান্সার ধরা পড়েছে। আমি বাইরে থাকি কি করব কিছুই বুঝতে পারছি না।

বোনের কাছে ফোন করার সাথে সাথে শুধু এই টুকুই বলল যে ভাই " আমার জন্য দোয়া করবেন যেন আমি ঈমান নিয়ে মরতে পারি কারণ আমি জানি ক্যান্সার হলে কেহ বাচে না"

এর কি কোন চিকিৎসা আছে? কোথায় কার কাছে গেলে সঠিক চিকিৎসা পাওয়া যেতে পারে ?

তবে ক্যান্সারটি কি অবস্থায় আছে জানিনা ।

বিষয়: বিবিধ

১১৬৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246737
২১ জুলাই ২০১৪ বিকাল ০৪:২১

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : রাজধানীর শ্যামলি শিশুমেলার পশ্চিমে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র আছে। আর ক্যান্সারটি কোথায় সেটা বলেননি।
২১ জুলাই ২০১৪ বিকাল ০৪:২৫
191558
আমি মুসাফির লিখেছেন : ক্যান্সারটি স্টমাকে । ধন্যবাদ পরামর্শের জন্য ছোট ভায়ের বাসা আদাবর তাহলেতো কাছেই ।
246741
২১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩২
ফেরারী মন লিখেছেন : দুঃখজনক। আল্লাহ পাক উনাকে সুস্থ্যতা দান করুন। আমার এক ফুফার ক্যান্সার হয়েছিল উনি রাজধানীর মহাখালির ওয়ারলেসে ক্যান্সার নিরাময় কেন্দ্র আছে সেখানে চিকিৎসা নিয়েছেন। যদিও তার ক্যান্সার ছিল জটিল তবে বাঁচেননি। সেখানেও দেখাতে পারেন।
২১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪৩
191565
আমি মুসাফির লিখেছেন : ধন্যবাদ আপনাকে ক্যান্সার নিরাময় কেন্দ্রের ঠিকানা বলে দেবার জন্য আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় বাকী আল্লাহ দেখবেন।
246751
২১ জুলাই ২০১৪ বিকাল ০৫:১৩
ভোলার পোলা লিখেছেন : আমিও তাই বলবো আল্লাহ যেন তাকে তারাতারি সুস্থ করে দেন।


আমিন
২১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
191602
আমি মুসাফির লিখেছেন : আল্লাহ আপনাদের দোয়া কর্বুল করুন। আমীন
246756
২১ জুলাই ২০১৪ বিকাল ০৫:২২
সন্ধাতারা লিখেছেন : May Allah save her and give her peaceful life. I am not in bd so sorry bhaiya not giving any advice. Jajakalla khair.
২১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
191603
আমি মুসাফির লিখেছেন : আপনাদের দোয়াই যথেষ্ট । অশেষ ধন্যবাদ।
246757
২১ জুলাই ২০১৪ বিকাল ০৫:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহ আপনার বোন কে শিফা দিন।
ঢাকায় ক্যান্সার চিকিৎসা কেন্দ্র আছে। ক্যান্সার এখন কি অবস্থায় আছে সেটার উপর এর চিকিৎসা নির্ভর করে। আধুনিক কিমো থেরাপি বা সার্জারির মাধ্যমে ক্যান্সার সারান যায়। বাংলাদেশে অবশ্য মিডিয়াম ষ্টেজ এর সার্জারির ব্যবস্থা নাই। সিঙ্গাপুর বা থাইল্যান্ড এ সম্ভব। ভারতেও সম্ভব অথবা পাকিস্তানে ইমরান খানের প্রতিষ্ঠিত হাসপাতালে ভাল ক্যান্সার চিকিৎসা হয়।
২১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
191604
আমি মুসাফির লিখেছেন : আপনার সুন্দর পরমর্শ আমি কাজে লাগণোর চেষ্টা করব ইনশা আল্লাহ ।
অশেষ ধন্যবাদ।
246778
২১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
হতভাগা লিখেছেন : শুনে মন খারাপ লাগলো । আল্লাহ যেন উনাকে সুস্থ করে দেন -আমিন ।

আল'হামদুলিল্লাহ বাংলাদেশে এখন ক্যান্সারের ভাল চিকিতসা ব্যবস্থা এসে গেছে ।

দেখতে হবে সেটা কি স্টেজে আছে । যদি একেবারে আরলি স্টেজে থাকে তাহলে সার্জারী করলেই হয়ত সমস্যা থাকবে না ।

আর যদি এডভান্সড স্টেজে চলে যায় তাহলে সার্জারীর সাথে রেডিও থেরাপী ও কেমোথেরাপী লাগবে ।

মহাখালী ক্যান্সার হাসপাতালে যাবেন । ওরাই ভাল গাইড দিতে পারবে এবং সাথে চিকিতসাও ।

তবে সার্জারী করাবেন অভিজ্ঞ সার্জন দিয়ে ।

বাংলাদেশে ক্যান্সারের কেমো থেরাপী এবং রেডিও থেরাপী ভাল হয় সিরাজগন্জের KYAMCH এ ( খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল)।


আর দেশের বাইরে যদি যেতে চান তাহলে টাটা মেমোরিয়ালে যেতে পারেন ।

যেখানেই চিকিতসা নিন না কেন , আল্লাহ যেন উনাকে সুস্থ করে তুলেন - আমিন ।
২১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
191606
আমি মুসাফির লিখেছেন : আপনার মুল্যবান পরামর্শের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। পরমর্শগুলো মাথায় রাখলাম। কাজে লাগাবো ইনশা আল্লাহ ।
246790
২১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
আফরা লিখেছেন : এই নামটা শুনলেই ভয়ে আৎকে উঠি আল্লাহ উনাকে সুস্থ্যতা দান করুন ।
২১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:০০
191607
আমি মুসাফির লিখেছেন : ভয়েরই কথা । তবে আমার বোন এটাকে বেশ বড় করে ফেলেছে । দেখি কি করা যায় । ধন্যবাদ্ দোয়ার জন্য। ্
246825
২১ জুলাই ২০১৪ রাত ০৮:০৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ যেন উনাকে সুস্থ করে দেন -আমিন ।
২২ জুলাই ২০১৪ দুপুর ১২:৪৪
191874
আমি মুসাফির লিখেছেন : মহান আল্লাহ যেন আপনার দোয়া কবুল করেন। আমীন।
246840
২১ জুলাই ২০১৪ রাত ০৮:২৪
ইবনে হাসেম লিখেছেন : রোগটি কোন স্টেজ এ আছে তার উপরই চিকিৎসা নির্ভর করে। আর তা নির্নয় করার জন্য ভালো ডায়াগনস্টিক এর পরামর্শ দরকার। আল্লাহ আপনার বোনকে সুস্থতা দিন এই দোয়া করি। আমার বোনের জন্যও দোয়া করবেন। তিনি ও একই পথের পথিক। তবে তা ব্রেস্ট ক্যান্সার।
২২ জুলাই ২০১৪ দুপুর ১২:৪৫
191875
আমি মুসাফির লিখেছেন : আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করব ইনশা আল্লাহ।
ধন্যবাদ দোয়া ও পরামর্শের জন্য ।
২২ জুলাই ২০১৪ দুপুর ১২:৪৭
191876
আমি মুসাফির লিখেছেন : আল্লাহ আপনার বোনকেও যেন সুস্থ্য করে দেন। আমীন্

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File