আধুনিক সভ্য সমাজে এসেও কি এরা অসভ্যই থেকে যাবে???

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২০ জুলাই, ২০১৪, ০২:৫১:০৪ দুপুর



এখন ২০১৪ সাল হলেও আওয়ামী লীগের পুরনো চরিত্র যেন সেকেলেই রয়ে গল।

যুগ-সময় পৃথিবী সব কিছুই বদলেছে কিন্তু আওয়ামী লীগের একগুঁয়েমি, একনায়কতন্ত্র, হিংস্র, জঘন্য, নির্মম আর অমানবিক চরিত্র পাল্টায়নি। এ এক অদ্ভুত! ইতিহাস।

১৯৭২ থেকে ১৯৭৪ সময়ের অপশাসন ও দুর্বিনীত কর্মকাণ্ড আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করেছিল ঠিক আজকের মতই। মন্ত্রী-সংসদ সদস্যদের সীমাহীন দুর্নীতি; নেতা-কর্মীদের লুটতরাজের প্রতিযোগিতা, প্রশাসন পরিচালনায় চরম ব্যর্থতা দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়।

কিন্তু আজও যেন একই চিত্র। রক্ষীবাহিনীসহ বিভিন্ন বাহিনীর নৃশংসতা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছিল। নির্যাতনে ২৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল বলে বিভিন্ন পরিসংখ্যানে বলা হয়েছে। এছাড়াও ওই সময় রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয় ১৯ হাজার মানুষ। গুম ও খুন হয় এক লাখ। পিটিয়ে মারা হয় ৭ হাজার মানুষকে।

লেখক আহমেদ মূসা তার ‘ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ’ বইয়ের মুজিববাদী ঘাতক বাহিনীর অবর্ণনীয় নির্যাতনের শিকার বাজিতপুরের ইকুরটিয়া গ্রামের বৃদ্ধ কৃষক আবদুল আলীর অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরে লিখেছেন,

-” তারা বাবার সামনে ছেলেকে গুলি করে হত্যার পর বাবার ওপর নিষ্ঠুর নির্যাতন চালিয়ে ছেলের গলা কেটে দিতে বাধ্য করে। তাদের উক্তি ছিল ‘নিজ হাতে তোর ছেলের গলা কেটে দে, ফুটবল খেলবো তার মাথা দিয়ে। কিন্তু আমি কি তা পারি? আমি যে বাপ। একটানা দেড় ঘণ্টা মারার পর আমার বুকে ও পিঠে বন্দুক ধরলো। শেষে নিজের হাতে কেটে দিলাম ছেলের মাথা। আল্লাহ কি সহ্য করবে?”

আজকের নারায়ণগঞ্জ, ফেনী, সাতক্ষীরা, লক্ষীপুরসহ সারাদেশের সেই আগের একই চিত্র যেন বার বার পুনরাবৃত্তি ঘটছে। সত্যিই এই সভ্য দুনিয়াতে বড়ই বেমানান । আওয়ামীরা কি কখনই সভ্য হতে পারবে না????????????

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246703
২১ জুলাই ২০১৪ দুপুর ০২:২১
দিশারি লিখেছেন : যারা অসভ্যতা প্রচার করে, তাদের কাছ থেকে সভ্যতা আশা করাটাই হল মহা ভুল।
২১ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৭
191554
আমি মুসাফির লিখেছেন : আগে যেমন এরা বর্বর ছিল এবং তখনও এমন সভ্যতা গড়ে উঠেনি এখন তো ডিজিটাল যুগ মানুষ অনেক এগিয়ে সভ্য হয়েছে কিন্তু এরা কি এমন সভ্য হতে পারে না ??
246766
২১ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৮
দিশারি লিখেছেন : আরে ভাই বুঝলেন না ? এরা তো ডিজিটাল অসভ্য।।
২১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
191601
আমি মুসাফির লিখেছেন : এবার পরিস্বুকার ঝলাম ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File