ফিলিস্তিনি গর্বিত এক মা আসমা কারজাই।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১৬ জুলাই, ২০১৪, ০৭:১৩:৫৭ সন্ধ্যা
ফিলিস্তিনি গর্বিত এক মা আসমা কারজাইয়ের ঘরে আজ আনন্দের বন্যা,
এই আনন্দের ঢেউ প্রতিবেশির ঘরে গিয়েও
পড়েছে।
আসমা ইফতারের সময় সবার ঘরে ঘরে মিষ্টি নিয়ে যাচ্ছে, প্রতিবেশিরা অবাক হয়ে তাকিয়ে রইলো।
আশ্চার্য হবারই তো কথা,
যেখানে সমগ্র গাঁজায় চলছে ইসরাইলী নিধনযজ্ঞ। আর সেখানে একজন মহিলা মানুষের বাড়ি হেঁটে হেঁটে মিষ্টি বিতরন করছে। এর একটি কারণ তো অবশ্যই আছে।
আসমা কারজাই এতো উৎফুল্ল কেন
জানেন?
আজ আসমার তৃতীয় ছেলেটিও শাহাদাত বরণ করেছে। স্বামীকে হারানোর পর
দুটি ছেলেকে হারিয়েছে ইসরাইলী হায়েনাদের পাশবিকতায়। অবশেষে আজ সকালে ৯ বছরে উসমাকেও নিজ হাতে নতুন জামা পড়িয়ে পাঠিয়ে ছিলেন
ইসরাইলী কুকুরদের প্রতিরোধের
জন্য, পিতা, ভাই হত্যার বদলা, দেশ ও
ইসলামের পতাকাকে রক্ষার জন্য ছোট্ট
কিশোর উসামা ছুটে যায় জিহাদের ময়দানে।
ফিরে আসে জান্নাতের পাখি হয়ে।
সে আনন্দে ৩ শহিদের গর্বিত মা হিসাবে আনন্দে আত্নহারা আসমা সবাইকে মিষ্টি বিতরন করছে।
সবার কাছে গর্ব করে বলছে.…
আমি তিন শহিদের মা।
আমার যদি আরো একটি সন্তান থাকতো আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। এটা প্রতিদিন
ঘটে যাওয়া ফিলিস্তিনি মায়েদের একটি ঘটনার প্রতিবিম্ব মাত্র। আল্লাহ তুমি আমার ভাইদের সহযোগিতা করো। আমার মাদের ধৈর্য্য ধরার তাওফিক দাও।
বিষয়: বিবিধ
১১০২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আপনার আকুতিও কবুল করুন।
আল্লাহু আকবার।আমিন।
অশেষ ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন