অভাবিত এক উপলব্ধি ।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০৫ জুলাই, ২০১৪, ০৩:৪০:১২ দুপুর





১৪০০ বছর আগে রাসূল (সাঃ) যখন ইসলাম ধর্ম

প্রচার শুরু করেন, তখন কাফেররা ভাবল

সে একটা পাগল! এরপর কয়েকশত মানুষ যখন

ইসলাম গ্রহণ করল, কাফেররা তাকে মক্কা থেকে বের

করে দিয়ে ভাবল আপদ দূরহয়ে গেছে!



মদিনায় যখন নবীজি (সাঃ) প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম

করলেন, কাফিররা ভাবল শক্তি দিয়ে এটাকে দমন

করা যাবে! যখন মক্কাও কাফিরদের

হাতছাড়া হল, তখন তারা ভাবল নবীজি (সাঃ)

মারা গেলে মুসলিমরা এমনিতেই বিলীন হয়ে যাবে!

দেখতে দেখতে কেটে গেল ১৪০০ বছর একজন মুহাম্মাদ

(সাঃ) থেকে প্রায় ১৫০ কোটি মুসলিম উম্মাহ।

প্রতি বছর আরও যোগ হচ্ছে লক্ষ লক্ষ

ধর্মান্তরিত নও মুসলিম। আজো কাফির/ নাস্তিকরা ভাবে ফেসবুক, মুক্তমনা, বা সচলায়তন ব্লগে কেবল কলমের

খোঁচায় তারা ইসলামকে গুঁড়িয়ে দিতে পারবে!

১৪০০ বছর আগের এর একজন উম্মী/নিরক্ষর মানুষের

মুখের কথা, কাজ আদর্শ, বা কুরআনের চ্যালেঞ্জ

মিথ্যা প্রমাণিত করার জন্য আজ আধুনিক

বিজ্ঞানের এই যুগেও তথাকথিত অর্ধ শিক্ষিত বিজ্ঞানমনস্ক

ব্যক্তিরা অনলাইনে যেভাবে উঠেপড়ে লেগেছে তা কি প্রমাণ

করে না যে ইসলাম স্রষ্টা প্রদত্ত ধর্ম? রাসূল (সাঃ) যদি একজন

সাধারণ প্রতারক হতেন (নাউজুবিল্লাহ),

তাহলে কাফিরদের বর্বর যুগের কোন নিরক্ষর

মানুষের শেখানো দর্শন মাটিতে মিশিয়ে দিতে ১৪০০

বছর লাগত?

১৪০০ বছর পরেও কি ইসলামকে মক্কা-

মদিনা থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার

সুতীব্র গতি কাফিররা সামান্যতমও কমাতে পেরেছে?

পবিত্র কুরআনের ভাষায়,

"ওরা এক ফুঁৎকারে আল্লাহ্র

নূরকে নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ স্বীয় নূর

(দ্বীন ইসলাম)- কে পূর্ণত্বে পৌঁছানো ব্যতীত

ক্ষান্ত হবেন না, যদিও অবিশ্বাসীরা তা অপছন্দ

করে। " ---

(সুরা তাওবা ৩২ ও সুরা ছফ ৮ )

বিষয়: বিবিধ

১০২৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242014
০৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
শেখের পোলা লিখেছেন : খাঁটি কথা৷
০৬ জুলাই ২০১৪ দুপুর ০১:১৮
188090
আমি মুসাফির লিখেছেন : এই কথা আমরা কতজন উপলব্ধি করি ?
ধন্যবাদ মন্তব্যের জন্য ।
242038
০৫ জুলাই ২০১৪ রাত ০৮:৪০
আফরা লিখেছেন : অনেক ভাল হয়েছে Rose Good Luck Rose
০৬ জুলাই ২০১৪ দুপুর ০১:১৯
188091
আমি মুসাফির লিখেছেন : আপনাকেও অশেষ ধন্যবাদ পড়ার জন্য ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File