পারবে কি আমাদের দেশ এমন নজির রাখতে??

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০২ জুলাই, ২০১৪, ০১:৫৯:৫৮ দুপুর



আমাদের দেশের বিচারকদের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ অনেক আছে কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়েছে বলে এমন কথা এখনও শুনা যায়নি। এই তো সেদিনও পত্রিকায় দেখলাম বিচারপতি খাইরুল ইসলাম প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে ১০ লাখ টাকা ঘুষ নিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী করেছে কই তার তো কিছু হলো না। এমন অনেক আছে যারা পার পেয়ে যাচ্ছে । কিন্তু ইন্দোনেশিয়ায় এর ব্যতিক্রম দেখা গেল ।

খবরে প্রকাশ

ঘুষ নেয়া ও অর্থ পাচারের দায়ে ইন্দোনেশিয়ার শীর্ষ পর্যায়ের সাবেক এক বিচারপতিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে এক হাজার কোটি রুপিয়া জরিমানা ও তার রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে।

গত সোমবার দেশটির দুর্নীতিবিরোধী একটি আদালত এ রায় ঘোষণা করেন।

গত বছর দেশটির সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি আকিল মোকতারকে ঘুষ নেয়ার সময় গ্রেফতার করেন দুর্নীতিবিরোধী কর্মকর্তারা। ওই সময় আকিল একজন ব্যবসায়ী ও আইনজীবীর কাছ থেকে ৩০০ কোটি রুপিয়া নিচ্ছিলেন।

মোকতারের বিরুদ্ধে ১৫টি অঞ্চলের বিতর্কিত নির্বাচন নিয়ে ৪৮ লাখ ডলারের বেশি ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে তিনি ১৬ হাজার ১০০ কোটি রুপি বিদেশে পাচার করেন।

ইন্দোনেশিয়ার দুর্নীতি পর্যবেক্ষণ সংস্থা জানায়, এর আগেও চারজন ব্যবসায়ীকে দুর্নীতির দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় এ দেশটির নাম ধারাবাহিকভাবে রয়েছে। এএফপি

Click this link

বিষয়: বিবিধ

১০১১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240885
০২ জুলাই ২০১৪ দুপুর ০২:০৩
চোরাবালি লিখেছেন : ভালো লাগলো
০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৫
186984
আমি মুসাফির লিখেছেন : আপনার ভাল লাগার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
240886
০২ জুলাই ২০১৪ দুপুর ০২:০৫
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৭
186985
আমি মুসাফির লিখেছেন : আপনাদের ভাল লাগাতে প্রেরণা পাই ।
আপনাকেও ধন্যবাদ।
240912
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৫
হতভাগা লিখেছেন : '' অভিযোগে উল্লেখ করা হয়, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে তিনি ১৬ হাজার ১০০ কোটি রুপি বিদেশে পাচার করেন।''

১৬,১০০ কোটি রুপি ?!?!?

০ যা কামিয়েছেন তাতে তার ১৪ গোষ্ঠি কিছু না করেই দুহাতে ইচ্ছামত খরচ করে জীবন পার করে দিতে পারবে ।

০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৯
186987
আমি মুসাফির লিখেছেন : এটা ঠিক যে অবৈধভাবে এতটাকা কামিয়েছে কিন্তু এখন ধরা খেয়ে তা ভোগ করে যেতে পারবে কিনা সন্দেহ
০৩ জুলাই ২০১৪ সকাল ১০:০১
187224
হতভাগা লিখেছেন : তার বংশধরেরা ভোগ করবে !
240926
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫২
আফরা লিখেছেন : না ভাইয়া পারবে সেটা মনে হয় না কখনো সন্বব হবে ।তবে যদি আল্লাহ চান হতে পারে ।
০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:১৪
186988
আমি মুসাফির লিখেছেন : আল্লাহ চাইলে তো সবই সম্ভব । মানুষ যদি আল্লাহর বিধান মানে এবং নিজেরা সৎ হয় তবুও অনেক সফল হওয়া সম্ভব।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File